ETV Bharat / state

রেকর্ড বৃষ্টি উত্তরবঙ্গে, জলমগ্ন একাধিক এলাকা - Record rainfall

একনাগাড়ে বৃষ্টির জের । উত্তরবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন । একাধিক জায়গায় লাল ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

Siliguri
জলমগ্ন শিলিগুড়িসহ বহু এলাকা
author img

By

Published : Jul 12, 2020, 1:10 PM IST

শিলিগুড়ি , 12 জুলাই : দু'দিন ধরে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ৷ আজও পরিস্থিতি একইরকম থাকবে ৷

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে , গত 24 ঘণ্টায় গজলডোবায় বৃষ্টি হয়েছে 463.4 মিমি, নেওড়া এলাকায় বৃষ্টি হয়েছে 235.6 মিমি । জলপাইগুড়িতে কিছুটা কম বৃষ্টি হয়েছে । সেখানে বৃষ্টির পরিমাণ 145.4 মিমি । আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টি হয়েছে । সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 345.4 মিমি । শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে 232.0 মিমি ।

বৃষ্টির জেরে ডাবগ্রাম-ফুলবাড়ি সহ শিলিগুড়ির কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শক্তিগড় সংলগ্ন অশোকনগর এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে । জল জমেছে ইস্টার্ন বাইপাস লাগোয়া একাধিক এলাকায় । দার্জিলিং মোড় সংলগ্ন কয়েকটি এলাকায় জল জমেছে । এছাড়া মাটিগাড়া ব্লক ও ফাঁসিদেওয়া ব্লকের বহু এলাকা জলমগ্ন ।

টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, মহানন্দা, কালজানি, তোর্ষা সহ একাধিক নদী । পাহাড়ে টানা বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায় । ময়নাগুড়ির দোমহনি থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । শুক্রবারই তিস্তার জলে জলমগ্ন মালবাজারের বেশ কয়েকটি এলাকা । জলমগ্ন বোয়ালমারি, চাপাডাঙা এলাকা । লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে জলপাইগুড়ি শহরের কয়েকটি নিচু এলাকায় । মহানন্দাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

তিস্তায় জলস্তর বৃদ্ধির ফলে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকাও জলমগ্ন ৷ 300-র বেশি বাড়ি ভেসে গেছে ৷ বিপদসীমার মধ্যে রয়েছে প্রায় 50টি পরিবার ৷

আগেই আলিপুর আবহাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল ৷ পাহাড়ি এলাকাগুলিতে ধস ও বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছিল ৷

শিলিগুড়ি , 12 জুলাই : দু'দিন ধরে টানা বৃষ্টিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ৷ সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, উত্তরবঙ্গে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে ৷ আজও পরিস্থিতি একইরকম থাকবে ৷

আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে , গত 24 ঘণ্টায় গজলডোবায় বৃষ্টি হয়েছে 463.4 মিমি, নেওড়া এলাকায় বৃষ্টি হয়েছে 235.6 মিমি । জলপাইগুড়িতে কিছুটা কম বৃষ্টি হয়েছে । সেখানে বৃষ্টির পরিমাণ 145.4 মিমি । আলিপুরদুয়ারেও প্রবল বৃষ্টি হয়েছে । সেখানে বৃষ্টিপাতের পরিমাণ 345.4 মিমি । শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে 232.0 মিমি ।

বৃষ্টির জেরে ডাবগ্রাম-ফুলবাড়ি সহ শিলিগুড়ির কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । শক্তিগড় সংলগ্ন অশোকনগর এলাকায় একাধিক বাড়িতে জল ঢুকেছে । জল জমেছে ইস্টার্ন বাইপাস লাগোয়া একাধিক এলাকায় । দার্জিলিং মোড় সংলগ্ন কয়েকটি এলাকায় জল জমেছে । এছাড়া মাটিগাড়া ব্লক ও ফাঁসিদেওয়া ব্লকের বহু এলাকা জলমগ্ন ।

টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা, মহানন্দা, কালজানি, তোর্ষা সহ একাধিক নদী । পাহাড়ে টানা বৃষ্টির জেরে জল বেড়েছে তিস্তায় । ময়নাগুড়ির দোমহনি থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মেখলিগঞ্জ পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে । শুক্রবারই তিস্তার জলে জলমগ্ন মালবাজারের বেশ কয়েকটি এলাকা । জলমগ্ন বোয়ালমারি, চাপাডাঙা এলাকা । লাগাতার বৃষ্টির জেরে জল জমেছে জলপাইগুড়ি শহরের কয়েকটি নিচু এলাকায় । মহানন্দাতেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷

তিস্তায় জলস্তর বৃদ্ধির ফলে কোচবিহারের মেখলিগঞ্জ এলাকাও জলমগ্ন ৷ 300-র বেশি বাড়ি ভেসে গেছে ৷ বিপদসীমার মধ্যে রয়েছে প্রায় 50টি পরিবার ৷

আগেই আলিপুর আবহাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল ৷ পাহাড়ি এলাকাগুলিতে ধস ও বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.