ETV Bharat / state

Ration Dealers Agitation : 'দিদির পায়ে ডিলারদের আর্তনাদ' - Ration dealers are agitating to close duyare ration project

'দুয়ারে রেশন' প্রকল্প থেকে অব্যহতি পেতে "দিদির পায়ে ডিলারদের আর্তনাদ" কর্মসূচি গ্রহণ করতে চলেছেন রেশন ডিলাররা (Ration dealers are agitating to close duare ration project) ৷ 27 ডিসেম্বর এবিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপিও জমা দেবেন তাঁরা ।

Ration Dealers Agitation
'দুয়ারে রেশন' প্রকল্প থেকে অব্যহতি পেতে প্রতিবাদে শামিল রেশন ডিলাররা
author img

By

Published : Dec 21, 2021, 9:44 AM IST

শিলিগুড়ি, 21 ডিসেম্বর : একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলির একটি ছিল 'দুয়ারে রেশন' প্রকল্প (Ration dealers are agitating to close duare ration project)৷ অর্থাৎ ক্ষমতায় এলে রেশন আর কাউকে রেশন দোকানে গিয়ে নিয়ে আসতে হবে বরং তা পৌঁছে দেওয়া হবে সকলের বাড়িতে বাড়িতে ৷ ইতিমধ্যে এই প্রকল্প শুরুও করে দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু এবার এই নিয়েই প্রতিবাদে সরব হলেন খোদ রেশন ডিলাররাই ৷ দিদির এই নতুন প্রকল্প থেকে অব্যহতি চান তাঁরা ৷ তাঁদের দাবি দুয়ারে রেশনের কারণে রেশন ব্যবস্থায় অচলাবস্থার পাশাপাশি বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

আর তাই এবার প্রতিবাদ কর্মসূচি গ্রহন করতে চলেছে তাঁরা ৷ শিলিগুড়িতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্মেলনে রেশন ডিলারদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মসূচির নাম হতে চলেছে "দিদির পায়ে ডিলারদের আর্তনাদ" । খবর অনুযায়ী, 27 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কলকাতায় দুটো মিছিল করা হবে । একটি মিছিল শুরু হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এবং অন্যটি শুরু হবে বাবুঘাট থেকে ৷ দুটি মিছিল মিলিত হবে রানি রাসমণি রোডে । তারপর মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপিও জমা দেবেন তাঁরা ।

আরও পড়ুন : দ্বিতীয় দফায় কলকাতাতেই দুয়ারে সরকারের নামমাত্র শিবির

নির্বাচনে জয়ের পরে নভেম্বর মাস থেকেই 'দুয়ারে রেশন' প্রকল্পের সূচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই চরম বিপাকে পড়েছেন ডিলাররা । সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "দুয়ারে রেশন প্রকল্প যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমিও উপস্থিত ছিলাম । ওই প্রকল্প নিয়ে সেদিনই আমি সন্দেহ প্রকাশ করেছিলাম । কিন্তু কিছু আমলার বুদ্ধিতে এই পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী । আর তাতে সবথেকে বেশি বিপদে পড়েছি আমরা । প্রতি মাসে আমাদের 19 হাজার টাকা করে ক্ষতি হচ্ছে । মানুষও ফুটপাতে দাঁড়িয়ে রেশন নিতে চাইছেন না । তাঁরাও দোকানে এসেই রেশন নিচ্ছেন ।"

'দুয়ারে রেশন' প্রকল্প থেকে অব্যহতি পেতে আর্জি রেশন ডিলারদের

তিনি আরও বলেন, "সরকার আমাদের বলেছে সকলে যাতে রেশন পায় । কিন্তু বায়োমেট্রিকে আঙুলের ছাপ না মিললে রেশন কার্ড থাকা সত্বেও তাঁকে রেশন দিতে পারছিনা । এতে আমাদেরই খারাপ লাগছে । তাই আমরা দুয়ারে রেশন থেকে অব্যহতি চাওয়ার পাশাপাশি এই পদ্ধতিতে রেশন দেওয়া বন্ধের দাবি করছি । আর এই দাবিতেই আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব । কারণ এই রাজ্যে উনি ছাড়া আমাদের এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবেন না ।"

শিলিগুড়ি, 21 ডিসেম্বর : একুশের নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবচেয়ে বড় প্রতিশ্রুতিগুলির একটি ছিল 'দুয়ারে রেশন' প্রকল্প (Ration dealers are agitating to close duare ration project)৷ অর্থাৎ ক্ষমতায় এলে রেশন আর কাউকে রেশন দোকানে গিয়ে নিয়ে আসতে হবে বরং তা পৌঁছে দেওয়া হবে সকলের বাড়িতে বাড়িতে ৷ ইতিমধ্যে এই প্রকল্প শুরুও করে দিয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু এবার এই নিয়েই প্রতিবাদে সরব হলেন খোদ রেশন ডিলাররাই ৷ দিদির এই নতুন প্রকল্প থেকে অব্যহতি চান তাঁরা ৷ তাঁদের দাবি দুয়ারে রেশনের কারণে রেশন ব্যবস্থায় অচলাবস্থার পাশাপাশি বড়সড় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের ।

আর তাই এবার প্রতিবাদ কর্মসূচি গ্রহন করতে চলেছে তাঁরা ৷ শিলিগুড়িতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্মেলনে রেশন ডিলারদের পাঁচটি সংগঠনের যৌথ মঞ্চের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মসূচির নাম হতে চলেছে "দিদির পায়ে ডিলারদের আর্তনাদ" । খবর অনুযায়ী, 27 ডিসেম্বর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কলকাতায় দুটো মিছিল করা হবে । একটি মিছিল শুরু হবে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে এবং অন্যটি শুরু হবে বাবুঘাট থেকে ৷ দুটি মিছিল মিলিত হবে রানি রাসমণি রোডে । তারপর মুখ্যমন্ত্রীকে একটি স্মারকলিপিও জমা দেবেন তাঁরা ।

আরও পড়ুন : দ্বিতীয় দফায় কলকাতাতেই দুয়ারে সরকারের নামমাত্র শিবির

নির্বাচনে জয়ের পরে নভেম্বর মাস থেকেই 'দুয়ারে রেশন' প্রকল্পের সূচনাও করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকেই চরম বিপাকে পড়েছেন ডিলাররা । সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "দুয়ারে রেশন প্রকল্প যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন আমিও উপস্থিত ছিলাম । ওই প্রকল্প নিয়ে সেদিনই আমি সন্দেহ প্রকাশ করেছিলাম । কিন্তু কিছু আমলার বুদ্ধিতে এই পদক্ষেপ নেন মুখ্যমন্ত্রী । আর তাতে সবথেকে বেশি বিপদে পড়েছি আমরা । প্রতি মাসে আমাদের 19 হাজার টাকা করে ক্ষতি হচ্ছে । মানুষও ফুটপাতে দাঁড়িয়ে রেশন নিতে চাইছেন না । তাঁরাও দোকানে এসেই রেশন নিচ্ছেন ।"

'দুয়ারে রেশন' প্রকল্প থেকে অব্যহতি পেতে আর্জি রেশন ডিলারদের

তিনি আরও বলেন, "সরকার আমাদের বলেছে সকলে যাতে রেশন পায় । কিন্তু বায়োমেট্রিকে আঙুলের ছাপ না মিললে রেশন কার্ড থাকা সত্বেও তাঁকে রেশন দিতে পারছিনা । এতে আমাদেরই খারাপ লাগছে । তাই আমরা দুয়ারে রেশন থেকে অব্যহতি চাওয়ার পাশাপাশি এই পদ্ধতিতে রেশন দেওয়া বন্ধের দাবি করছি । আর এই দাবিতেই আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব । কারণ এই রাজ্যে উনি ছাড়া আমাদের এই সমস্যার সমাধান আর কেউ করতে পারবেন না ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.