শিলিগুড়ি, 16 সেপ্টেম্বর: করোনার পর (Corona Effect) বাজার স্বাভাবিক হলেও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মনমরা প্রতিমা শিল্পীরা। শিলিগুড়িতে বসল প্রতিমা শিল্পীদের পসরা (Vishwakarma Puja 2022)।
বাজার স্বাভাবিক হলেও মূল্যবৃদ্ধির জেরে হাসি কিছুটা ম্লান প্রতিমা শিল্পীদের (Vishwakarma Puja in Siliguri) করোনার ধাক্কা সামলে দু'বছর পর আবার চেনা ছন্দে ফিরেছে বিশ্ব। দু'বছর বাদে বিশ্বকর্মা পুজো হওয়ায় আয়োজনের কোনওরকম ঘাটতি নেই পুজো উদ্যোক্তাদের। সেইমতো বিভিন্ন গ্যারাজ, অফিস, কারখানায় পুজোর আয়োজন শুরু হয়েছে।
অন্যদিকে, পুজোর মরশুমে বাড়তি লাভের আশায় প্রতিমা বিক্রেতারা। ইতিমধ্যে বিপুল সংখ্যায় প্রতিমা নিয়ে শিলিগুড়ির শহরের বিভিন্ন পথে পসরা সাজিয়ে বসেছেন শিল্পীরা। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যে বাজারে প্রত্যাশামতো প্রতিমা বিক্রি হচ্ছে না। যে ছোট প্রতিমার গত বছর দাম ছিল 300 টাকা এবার সেই প্রতিমার দাম 400 থেকে 600 টাকা এবং বড়ো প্রতিমা 2 হাজার টাকা থেকে বেড়ে 2 হাজার 500 থেকে 3 হাজার হয়েছে।
আরও পড়ুন: বিশ্বকর্মা পুজোয় ঘুড়ির দোকানে নেই ভিড়, কপালে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের
এদিন প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল এবং পরিতোষ পাল বলেন, "প্রতিমার দাম আগের তুলনায় বেশি রয়েছে। আগে 2 হাজার থেকে 2 হাজার 500 টাকা গাড়ি মাটির দাম ছিল। দুর্গাপুজো সামনে তাই মূর্তির সংখ্যাটা কম হয়েছে। এখন মাটির দাম বেড়ে 5 হাজার টাকা হয়েছে। গতবছর বৃষ্টির কারণে অনেক প্রতিমা তৈরি হয়নি। এ বছর আমরা আশাবাদী ছিলাম ৷ অন্যদিকে, প্রতিমা কিনতে আসা শুভঙ্কর ঘোষ এবং সুজিত দাস বলেন, প্রতিমার দাম আগের তুলনায় অনেকটাই বেড়েছে। জিনিসপত্রের যে হারে দাম বেড়েছে। তাই এবার দাম অনেকটাই চড়া। পুজো তো করতেই হবে তবে সমস্তটাই বাজেটের বাইরে চলে যাচ্ছে।