শিলিগুড়ি, 15 ডিসেম্বর: অপহরণের পর নিখোঁজ নাবালিকার পচাগলা দেহ উদ্ধারের ঘটনার পর (Minor Girl Body Recovered) শুরু হয়েছে রাজনৈতিক তরজা । বৃহস্পতিবার মৃতের বাড়ি যান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পাপিয়া ঘোষ । পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি পালটা বিজেপির বিরুদ্ধে রাজনীতিকরণের অভিযোগ তুলে ধরেন ৷ পাশাপাশি অপরাধীকে আড়াল করার অভিযোগ করেছেন পাপিয়া ।
অন্যদিকে, এদিনই বিকেলে অবিলম্বে অপরাধীকে গ্রেফতারের দাবি ও পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে শহরের রাজপথে নেমে বিক্ষোভ দেখায় বিজেপি । প্রায় আট দিন নিখোঁজ থাকার পর নাবালিকা স্কুল পড়ুয়ার দেহ উদ্ধার হয় শিলিগুড়ি সংলগ্ন সুকনা চা বাগান এলাকা থেকে । এরপর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মৃতের পরিবারের সদস্যরা । ঘটনায় সিবিআই তদন্তের দাবি ওঠে ৷ দোষীর কঠোর শাস্তির দাবি জানানো হয় পরিবারের তরফে (Minor Girl Death) ।
পরিবারের দাবিকে সমর্থন জানিয়ে বুধবার প্রধাননগর থানায় স্মারকলিপিও জমা দেয় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা । দোষীকে গ্রেফতারের ক্ষেত্রে 24 ঘণ্টা সময়ও বেধে দেওয়া হয় গেরুয়া শিবিরের তরফে । উলটোদিকে এদিন সকালে মৃতের বাড়ি পৌঁছন পাপিয়া ঘোষ । পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "পরিবার পুলিশের ভূমিকা নিয়ে খুশি নয় । মায়ের সঙ্গে কথা হয়েছে । তাঁর কথায়, ঘটনার কিনারা করতে একটু দেরি হয়েছে ঠিকই । কিন্তু কেন হয়েছে তাও খতিয়ে দেখা হবে । কিন্তু একটি রাজনৈতিক দল অপরাধীকে আড়াল করছে । এখন রাজনীতি করছে ৷ মাটির নীচে লুখিয়ে থাকলেও পুলিশ অপরাধীকে খুঁজে বের করবে ।"
আরও পড়ুন: চা বাগান থেকে উদ্ধার নাবালিকার দেহ, খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে
এদিন হাশমি চক থেকে বিক্ষোভ মিছিল করে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার কর্মী সমর্থকরা । মিছিলটি শহর পরিক্রমার পর হাশমি চকে গিয়ে শেষ হয় । বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "পুলিশ ঠিকমতো কাজ করেনি । এখনও অপরাধীকে গ্রেফতার করতে পারেনি । অবিলম্বে অপরাধীকে গ্রেফতার করতে হবে ।"