ETV Bharat / state

পুলিশের দুই পৃথক অভিযানে পাচারের আগে উদ্ধার 200 গরু, গ্রেফতার 8 পাচারকারী - মুরালিগঞ্জ চেকপোস্ট

recovered 200 cows before smuggling in two separate operations. বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ ও অসমে পাচারের আগে তিনটি পিকআপ-সহ 78টি গরু উদ্ধার করে ফাঁসিদেওয়া ও বিধাননগর থানা। ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে 31 নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় 10টি গরু।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 10:58 PM IST

দার্জিলিং, 18 নভেম্বর: উত্তরবঙ্গ জুরে ফের একবার সক্রিয় হয়েছে গরুপাচার চক্র। গত 84 ঘণ্টায় দুটি পৃথক অভিযানে উদ্ধার প্রায় 200টি গরু। গ্রেফতার করা হয়েছে আট পাচারকারীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ইন্দো-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে গরুপাচারচক্র। শুক্রবার মাঝরাতে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সন্দেহভাজন তিনটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। তবে ওই ঘটনায় দুটি ট্রাকের চালক পালিয়ে গেলেও একটি ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সাকাপদ আলাম (24) ও আবু সামা (21)। দু'জনেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দৌলতপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তিনটি ট্রাক থেকে মোট 108টি গরু উদ্ধার হয়। গরুগুলোকে বিহারের কাটিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ ও অসমে পাচারের আগে তিনটি পিকআপ-সহ 78টি গরু উদ্ধার করে ফাঁসিদেওয়া ও বিধাননগর থানা। ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে 31 নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় 10টি গরু। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি এদিনই ফাঁসিদেওয়া থানার পুলিশ গোয়ালটুলি মোড়ে নাকা তল্লাশির সময় আরও তিনটি পিকআপ ভ্যান আটক করে। গাড়িগুলো থেকে 78টি গরু উদ্ধার হয়।

পুলিশ পিকআপ ভ্যানের চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে, চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ ৷ এরপরই চালক ও সহকারী চালক-সহ মোট ছয় জনকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গরুগুলিকে ফুলবাড়ি খোয়ারে পাঠানো হয়েছে বলে খবর। গরুগুলিকে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপারা থেকে অসম ও বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ রহমান, এমডি আব্দুল খালেক, আব্দুল বক্কর, নিসি মোহাম্মদ, মহম্মদ রহমান, মেহেদী হোসেন নামে ছয় জনকে। প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত।

দার্জিলিং, 18 নভেম্বর: উত্তরবঙ্গ জুরে ফের একবার সক্রিয় হয়েছে গরুপাচার চক্র। গত 84 ঘণ্টায় দুটি পৃথক অভিযানে উদ্ধার প্রায় 200টি গরু। গ্রেফতার করা হয়েছে আট পাচারকারীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ইন্দো-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে গরুপাচারচক্র। শুক্রবার মাঝরাতে ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সন্দেহভাজন তিনটি ট্রাক আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। তবে ওই ঘটনায় দুটি ট্রাকের চালক পালিয়ে গেলেও একটি ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সাকাপদ আলাম (24) ও আবু সামা (21)। দু'জনেই উত্তর দিনাজপুর জেলার করণদিঘির দৌলতপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তিনটি ট্রাক থেকে মোট 108টি গরু উদ্ধার হয়। গরুগুলোকে বিহারের কাটিহার থেকে অসমে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।

অন্যদিকে, বৃহস্পতিবার ভোররাতে বাংলাদেশ ও অসমে পাচারের আগে তিনটি পিকআপ-সহ 78টি গরু উদ্ধার করে ফাঁসিদেওয়া ও বিধাননগর থানা। ঘটনায় মোট ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে বিধাননগর থানার পুলিশ মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে 31 নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশির সময় একটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। সেই গাড়ি থেকে উদ্ধার হয় 10টি গরু। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি এদিনই ফাঁসিদেওয়া থানার পুলিশ গোয়ালটুলি মোড়ে নাকা তল্লাশির সময় আরও তিনটি পিকআপ ভ্যান আটক করে। গাড়িগুলো থেকে 78টি গরু উদ্ধার হয়।

পুলিশ পিকআপ ভ্যানের চালকের কাছে গরুগুলির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে, চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ ৷ এরপরই চালক ও সহকারী চালক-সহ মোট ছয় জনকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে গরুগুলিকে ফুলবাড়ি খোয়ারে পাঠানো হয়েছে বলে খবর। গরুগুলিকে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপারা থেকে অসম ও বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেফতার করা হয় মহম্মদ রহমান, এমডি আব্দুল খালেক, আব্দুল বক্কর, নিসি মোহাম্মদ, মহম্মদ রহমান, মেহেদী হোসেন নামে ছয় জনকে। প্রত্যেকের বাড়ি উত্তর দিনাজপুর জেলায়। ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত।

আরও পড়ুন

প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে খুনের চেষ্টার অভিযোগ, নেশাগ্রস্ত যুবককে ধরে গণধোলাই স্থানীয়দের

শব্দবাজির বিরুদ্ধে ট্রেনে-স্টেশনে রেলের অভিযান, গ্রেফতার শতাধিক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.