ETV Bharat / state

শিলিগুড়িতে মধুচক্রের আসর, গ্রেপ্তার 8 - কোরোনা

শিলিগুড়িতে একটি ফ্ল্যাট ভাড়া করে চলছিল মধুচক্রের আসর । গতকাল রাতে খবর পাওয়া মাত্রই অভিযানে নামে পুলিশ ৷ গ্রেপ্তার হয় 8 জন ৷

siliguri
শিলিগুড়িতে মধুচক্রের আসার, গ্রেপ্তার 8
author img

By

Published : Jun 15, 2020, 1:50 PM IST

শিলিগুড়ি, 15 জুন : শিলিগুড়ি পৌর এলাকার শাস্ত্রীনগরের একটি ফ্ল্যাট ভাড়া করে চলছিল মধুচক্রের আসর । গোপন সূত্রে মারফৎ খবরটা পৌঁছেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় ৷ গতকাল রাতে এই খবরের ভিত্তিতে গোপন অভিযানে নামে পুলিশ৷পুলিশের জালে ধড়া পড়ে 4 জন মহিলা এবং 4 জন ব্যক্তি ৷ মোট 8 জন ৷ তাঁদের সকলকে আজ জেলা আদালতে তোলা হয়েছে ৷

একদিকে কোরোনা আবহ, অন্যদিকে লকডাউন ৷ তারই মাঝে শিলিগুড়ি পৌর এলাকার শাস্ত্রীনগরের একটি ফ্ল্যাটে চলছিল মধুচক্রের আসর ৷ খবর পেয়েই অভিযানে নামে ভক্তিনগর থানার পুলিশ ৷ অভিযান চলাকালীন পুলিশের জালে ধড়া পড়ে চার ব্যক্তি সহ চার মহিলা । জানা গিয়েছে ,ধৃত চার মহিলার মধ্যে একজন ওই ফ্ল্যাটেই থাকতেন । এই ঘটনায় বড় কোনও মাথা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

শিলিগুড়ি, 15 জুন : শিলিগুড়ি পৌর এলাকার শাস্ত্রীনগরের একটি ফ্ল্যাট ভাড়া করে চলছিল মধুচক্রের আসর । গোপন সূত্রে মারফৎ খবরটা পৌঁছেছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানায় ৷ গতকাল রাতে এই খবরের ভিত্তিতে গোপন অভিযানে নামে পুলিশ৷পুলিশের জালে ধড়া পড়ে 4 জন মহিলা এবং 4 জন ব্যক্তি ৷ মোট 8 জন ৷ তাঁদের সকলকে আজ জেলা আদালতে তোলা হয়েছে ৷

একদিকে কোরোনা আবহ, অন্যদিকে লকডাউন ৷ তারই মাঝে শিলিগুড়ি পৌর এলাকার শাস্ত্রীনগরের একটি ফ্ল্যাটে চলছিল মধুচক্রের আসর ৷ খবর পেয়েই অভিযানে নামে ভক্তিনগর থানার পুলিশ ৷ অভিযান চলাকালীন পুলিশের জালে ধড়া পড়ে চার ব্যক্তি সহ চার মহিলা । জানা গিয়েছে ,ধৃত চার মহিলার মধ্যে একজন ওই ফ্ল্যাটেই থাকতেন । এই ঘটনায় বড় কোনও মাথা জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.