দার্জিলিং, 15 জুলাই : কোরোনা পরিস্থিতির মধ্যেও দলবদলের পালা চলছে পাহাড়ে । দার্জিলিঙের মিরিক মহকুমায় বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত । এনিয়ে বুধবার সন্তোষ প্রকাশ করেছেন পাহাড়ের তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মিরিক পৌরসভার চেয়ারম্যান এল বি রাই ।
পাহাড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন বৃদ্ধিসহ লকডাউন ও কোরোনা পরিস্থিতিতে থিতিয়ে পড়া দলীয় কাজকর্ম চাঙ্গা করতে এদিন সাংগঠনিক বৈঠক সারেন তিনি । এই বৈঠকে দলীয় কাজকর্ম ও জনসংযোগ নিয়ে আলোচনা হয় ।
পাহাড় তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, বুধবার মিরিক পৌরসভার 3 নম্বর ওয়ার্ড থেকে 60 টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দেয় । তার আগে সুখিয়াপোখরির চামোংগোঠ গ্রামে বিভিন্ন দলের 200-র বেশি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।
এই প্রসঙ্গে এল বি রাই বলেন, "পাহাড়ে তৃণমূল কংগ্রেস ক্রমেই শক্তি বাড়াচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েই তৃণমূলে এই যোগদানের হিড়িক ।
কেন্দ্রের BJP সরকারকে আক্রমণ করে বলেন, "পেট্রল-ডিজ়েল ও রান্নার গ্যাসের দাম বাড়াচ্ছে । এছাড়াও জনহিতকা নীতির নামে কার্যত জনবিরোধী নীতি নেওয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ মানুষ । পাহাড়েও তার প্রভাব পড়ছে ।