ETV Bharat / state

Rare Surgery at NBMC: শ্বাসনালীতে আটকে দুল, জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ - গলায় শ্বাসনালীতে আটকে থাকা কানের দুল অস্ত্রোপচার করে বের করে সাফল্য দেখালেন হাসপাতালের চিকিৎসকরা

জটিল অস্ত্রোপচার করে এক রত্তির প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। জটিল অস্ত্রোপচার করে ওই শিশুর প্রাণ বাঁচানোর পরই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা প্রশংসায় পঞ্চমুখ (One Year Old Gets New Life Through Rare Surgery at NBMC)।

Rare Surgery at NBMC
জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ
author img

By

Published : Jun 30, 2022, 10:22 PM IST

শিলিগুড়ি, 30 জুন : গলায় শ্বাসনালীতে আটকে থাকা কানের দুল অস্ত্রোপচার করে বের করে সাফল্য দেখালেন হাসপাতালের চিকিৎসকরা (One Year Old Gets New Life Through Rare Surgery at NBMC)।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটির বয়স মাত্র এক বছর দু'মাস। ওই শিশুটির পরিবার বিহারের কিশানগঞ্জের বাসিন্দা। খেলার সময় কোনওভাবে শিশুটি কানের দুল গিলে ফেলে যা শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। মঙ্গলবার ওই সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান শিশুটির বাবা-মা।

চিকিৎসককে জানানো মাত্র শিশুটিকে ইএনটি বিভাগে ভর্তি করা হয়। তৎক্ষণাৎ শিশুটির গলার সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় একটি বিশেষ টিমও গঠন করা হয়। ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতোর নেতৃত্বে চিকিৎসকের একটি টিম গঠন করা হয়। ওই দলে ছিলেন সার্জেন রাধেশ্যাম মাহাতো, সঙ্গীত প্রকাশ, আজহারউদ্দিন। বুধবার ওই শিশুটির অস্ত্রোপচার করা হয়। টানা তিন ঘণ্টা ওই অস্ত্রোপচার চলার পর শ্বাসনালী থেকে ওই কানের দুল বের করতে সক্ষম হন চিকিৎসকরা ৷ শিশুটির প্রাণ ফিরে পেয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বাবা ও মা।

আরও পড়ুন : গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

বাবা আকবর আলি বলেন, "মেয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। খেলার সময় কানের দুল গিলে ফেলে। জানা মাত্র দেড়ি না করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা খুব তৎপরতার সঙ্গে ও গুরুত্ব দিয়ে চিকিৎসা করেন। তাদের অনেক ধন্যবাদ আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য।"

চিকিৎসক রাধেশ্যাম মাহাতো বলেন, "সমস্যা শোনার পরই দ্রুত ভর্তি নিয়ে আমরা বিশেষ পদক্ষেপ করি। এইসব বিষয়ে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এইসব বিষয় বেশি ও চিন্তার হয়ে দাঁড়ায়। আমরা সময় নষ্ট না করে বিশেষ দল গঠন করে অস্ত্রোপচার করি। আমি আমার সহকারি চিকিৎসক ও কর্মীদের প্রত্যেককে এর জন্য ধন্যবাদ জানাই।"

শিলিগুড়ি, 30 জুন : গলায় শ্বাসনালীতে আটকে থাকা কানের দুল অস্ত্রোপচার করে বের করে সাফল্য দেখালেন হাসপাতালের চিকিৎসকরা (One Year Old Gets New Life Through Rare Surgery at NBMC)।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই শিশুটির বয়স মাত্র এক বছর দু'মাস। ওই শিশুটির পরিবার বিহারের কিশানগঞ্জের বাসিন্দা। খেলার সময় কোনওভাবে শিশুটি কানের দুল গিলে ফেলে যা শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। মঙ্গলবার ওই সমস্যা নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান শিশুটির বাবা-মা।

চিকিৎসককে জানানো মাত্র শিশুটিকে ইএনটি বিভাগে ভর্তি করা হয়। তৎক্ষণাৎ শিশুটির গলার সিটি স্ক্যান ও এক্স-রে করা হয়। দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় একটি বিশেষ টিমও গঠন করা হয়। ইএনটি বিভাগের বিভাগীয় প্রধান রাধেশ্যাম মাহাতোর নেতৃত্বে চিকিৎসকের একটি টিম গঠন করা হয়। ওই দলে ছিলেন সার্জেন রাধেশ্যাম মাহাতো, সঙ্গীত প্রকাশ, আজহারউদ্দিন। বুধবার ওই শিশুটির অস্ত্রোপচার করা হয়। টানা তিন ঘণ্টা ওই অস্ত্রোপচার চলার পর শ্বাসনালী থেকে ওই কানের দুল বের করতে সক্ষম হন চিকিৎসকরা ৷ শিশুটির প্রাণ ফিরে পেয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বাবা ও মা।

আরও পড়ুন : গলায় আটকে পেরেক, উত্তরবঙ্গ মেডিক্যালে জটিল অস্ত্রোপচারে বাঁচল একরত্তির প্রাণ

বাবা আকবর আলি বলেন, "মেয়ের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। খেলার সময় কানের দুল গিলে ফেলে। জানা মাত্র দেড়ি না করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা খুব তৎপরতার সঙ্গে ও গুরুত্ব দিয়ে চিকিৎসা করেন। তাদের অনেক ধন্যবাদ আমার মেয়ের প্রাণ বাঁচানোর জন্য।"

চিকিৎসক রাধেশ্যাম মাহাতো বলেন, "সমস্যা শোনার পরই দ্রুত ভর্তি নিয়ে আমরা বিশেষ পদক্ষেপ করি। এইসব বিষয়ে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন হয়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এইসব বিষয় বেশি ও চিন্তার হয়ে দাঁড়ায়। আমরা সময় নষ্ট না করে বিশেষ দল গঠন করে অস্ত্রোপচার করি। আমি আমার সহকারি চিকিৎসক ও কর্মীদের প্রত্যেককে এর জন্য ধন্যবাদ জানাই।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.