শিলিগুড়ি, 10 এপ্রিল: নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাছে ট্রেনে চলল গুলি । ট্রেনের কামরার ভিতরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ৷ সোমবার রাতের এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়ায় অন্যান্য ট্রেন যাত্রীর মধ্যে ৷ ঘটনায় রেল পুলিশের ভূমিকা ও যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ এদিন ওই কামরায় মোট তিন রাউন্ড গুলি চলে বলে খবর ৷ এই ঘটনায় মোট সাত জনকে আটক করে আরপিএফ ৷
সোমবার রাতে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের আউটারে । সেই সময় ট্রেনটি কিছুক্ষণের জন্য আউটারে দাঁড়িয়ে ছিল । পুলিশ ও আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ডাউন 12505 নর্থ-ইস্ট এক্সপ্রেসের জেনারেল কামরায় ওই ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে ট্রেনটি অসম থেকে দিল্লি যাচ্ছিল ৷ এদিন আউটারে দাঁড়িয়ে থাকাকালীন ট্রেনটির যাত্রীরা আচমকা পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ।
এরপর ট্রেনটি এনজেপি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই গোটা স্টেশনে হইচই শুরু হয়ে যায় । খবর পেয়ে স্টেশনে ছুটে আসেন আরপিএফ ও রেল পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা । তাঁরা ওই ব্যক্তির রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান । গোটা স্টেশন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ ও রেল পুলিশ ।
আরও পড়ুন: শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় যুবতির দেহ
তবে ঘটনাটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে তদন্তকারীদের মধ্যে । সুপারিনটেন্ডেন্ট অফ রেল পুলিশ পি সেলভামুরুগান বলেন,"ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে । কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে । মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে ।" এই ঘটনা প্রসঙ্গে ট্রেন এক যাত্রী সুনীল কুমার বলেন,"পাশের কামরা থেকে আচমকা তিন রাউন্ড গুলির শব্দ আসে । পরে গিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ।"