ETV Bharat / state

শুধু ভূস্বর্গে নয়, এবার কেশর চাষ হবে বাংলার মাটিতেই; বাজিমাত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের - Kashmir

Saffron cultivation in North Bengal: শুধু জম্মু ও কাশ্মীরেই নয়, এ বার কেশর চাষ হবে উত্তরবঙ্গের মাটিতেই ৷ গবেষণায় সফল হয়ে বাজিমাত করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ ৷

Saffron cultivation in North Bengal
এবার কেশর চাষ হবে বাংলার মাটিতেই
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 21, 2023, 6:59 PM IST

এবার কেশর চাষ হবে বাংলার মাটিতেই

শিলিগুড়ি/কালিম্পং, 21 নভেম্বর: ভুস্বর্গ কাশ্মীরে নয় । এ বার উত্তরবঙ্গের মাটিতে চাষ হবে 'নাইটিঙ্গল অফ কাশ্মীর'-এর । গবেষণার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চাষ করে বাজিমাত করে দেখিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । আর সেই পরীক্ষায় সফলতা মিলতেই এ বার কেশর চাষে কৃষকদের জন্য নতুন দিশা দেখাতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ (সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট)।

কোফাম বিভাগের ওই সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের পাশাপাশি পাহাড়েও চাষে মিলেছে সফলতা । কালিম্পঙে পরীক্ষামূলকভাবে কেশর চাষে সাফল্য এসেছে । সুদূর কাশ্মীর থেকে বীজ এনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের গবেষণাগার ও পাহাড়ে শুরু হয়েছিল পরীক্ষামূলকভাবে চাষ । আর তাতেই সেই অসাধ্য সাধন করেছে কোফাম ।

বড় জমি নয় । 100 বর্গফুটের একটি ঘর থাকলেই কেশর চাষ করে মাসে আয় করা যাবে লক্ষ লক্ষ টাকা । আগামীতে কেশর চাষের মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীদের আয়ের নতুন পথ দেখাতে চলেছে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গোটা দেশের মধ্যে এই প্রথম গবেষণাগারে কেশর চাষ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের কোফাম ডিপার্টমেন্ট । মিলেছে সাফল্যও । একইভাবে কালিম্পংয়েও পরীক্ষামূলকভাবে চাষ করে 15 দিনেই মিলেছে সফলতা । কালিম্পংয়ের আপার ইচ্ছের দাঁড়াগাঁওয়ে আশিটি বীজ দিয়ে পরীক্ষামূলকভাব চাষ করা হয় ।

স্যাফ্রন অর্থাৎ কেশর চাষ হয় মূলত ভারতের জম্মু কাশ্মীরে । কিন্তু পরীক্ষার জন্য কাশ্মীর থেকে কেশরের 100 টি ব্ল্যাব (চারা গাছ) নিয়ে এসে প্রাথমিকভাবে তিনটি পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন কোফাম বিভাগের আধিকারিকরা । একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে শুরু হয় চাষ । একটি কালিম্পঙের জমিতে এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের চত্বরের পোলি হাউসে হাইড্রোফোনিক পদ্ধতিতে শুরু করা হয় ।

এই তিনটি পদ্ধতির মধ্যে যেই পদ্ধতিতে কেশর চাষ সফল হবে সেই পদ্ধতি উত্তরবঙ্গের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে । সাধারণত বছরের অক্টোবর মাসে কেশর চাষের জন্য চারা রোপন করা হয় । এর ফুল পেতে প্রায় 15 থেকে 20 দিন সময় লেগে যায় । কালিম্পংয়ে পরীক্ষামূলকভাবে আশিটি চারা রোপন করা হয় 28 অক্টোবর । আর 15 দিনের মধ্যেই সিংহভাগ ফুল ফুটেছে ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বায়োটেকনিস্ট অমরেন্দ্র পান্ডে বলেন, "একটি 100 বর্গফুটের ঘরে প্রায় এক হাজার কেশরের চারা গাছ লাগানো যাবে । এই এক হাজার গাছ থেকে চার কেজি কেশর পাওয়া যাবে । বর্তমানে বাজারে 1 কেজি কেশরের দাম প্রায় 3 লক্ষ টাকা । পাহাড়েও ভালো সাফল্য মিলেছে । আর কিছু পরীক্ষা হলে এ বার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও এই চাষ হবে ।"

কালিম্পংয়ের কৃষক মহেন্দ্র ছেত্রী বলেন, "খুব ভালো লাগছে । আমি এর আগে চাষ করতে চেয়েছিলাম । কিন্তু বীজ পাইনি । এ বার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বীজ দিয়ে আমাকে পরীক্ষামূলকভাবে চাষ করতে দিয়েছে । তারা সবরকম সহযোগিতা করেছে । চাষে সাফল্য মেলায় আমি খুশি । আগামীতে এই কেশর চাষ পাহাড়ের চাষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে ।"

আরও পড়ুন:

  1. বাড়িতেই সহজে ক্যাপসিকাম ফলাতে চান ? রইল চাষের পদ্ধতি
  2. চিন-জাপানকে টেক্কা দেবে মালদার রেশম সুতো, সরকারি উদ্যোগে বসল মাল্টি এন্ড রিলিং মেশিন

এবার কেশর চাষ হবে বাংলার মাটিতেই

শিলিগুড়ি/কালিম্পং, 21 নভেম্বর: ভুস্বর্গ কাশ্মীরে নয় । এ বার উত্তরবঙ্গের মাটিতে চাষ হবে 'নাইটিঙ্গল অফ কাশ্মীর'-এর । গবেষণার মাধ্যমে পরীক্ষামূলকভাবে চাষ করে বাজিমাত করে দেখিয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় । আর সেই পরীক্ষায় সফলতা মিলতেই এ বার কেশর চাষে কৃষকদের জন্য নতুন দিশা দেখাতে চলেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগ (সেন্টার অফ ফ্লোরিকালচার অ্যান্ড এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট)।

কোফাম বিভাগের ওই সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারের পাশাপাশি পাহাড়েও চাষে মিলেছে সফলতা । কালিম্পঙে পরীক্ষামূলকভাবে কেশর চাষে সাফল্য এসেছে । সুদূর কাশ্মীর থেকে বীজ এনে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বিভাগের গবেষণাগার ও পাহাড়ে শুরু হয়েছিল পরীক্ষামূলকভাবে চাষ । আর তাতেই সেই অসাধ্য সাধন করেছে কোফাম ।

বড় জমি নয় । 100 বর্গফুটের একটি ঘর থাকলেই কেশর চাষ করে মাসে আয় করা যাবে লক্ষ লক্ষ টাকা । আগামীতে কেশর চাষের মধ্যে দিয়ে বেকার যুবক যুবতীদের আয়ের নতুন পথ দেখাতে চলেছে শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । গোটা দেশের মধ্যে এই প্রথম গবেষণাগারে কেশর চাষ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের কোফাম ডিপার্টমেন্ট । মিলেছে সাফল্যও । একইভাবে কালিম্পংয়েও পরীক্ষামূলকভাবে চাষ করে 15 দিনেই মিলেছে সফলতা । কালিম্পংয়ের আপার ইচ্ছের দাঁড়াগাঁওয়ে আশিটি বীজ দিয়ে পরীক্ষামূলকভাব চাষ করা হয় ।

স্যাফ্রন অর্থাৎ কেশর চাষ হয় মূলত ভারতের জম্মু কাশ্মীরে । কিন্তু পরীক্ষার জন্য কাশ্মীর থেকে কেশরের 100 টি ব্ল্যাব (চারা গাছ) নিয়ে এসে প্রাথমিকভাবে তিনটি পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন কোফাম বিভাগের আধিকারিকরা । একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে বৈজ্ঞানিক পদ্ধতিতে শুরু হয় চাষ । একটি কালিম্পঙের জমিতে এবং অন্যটি বিশ্ববিদ্যালয়ের চত্বরের পোলি হাউসে হাইড্রোফোনিক পদ্ধতিতে শুরু করা হয় ।

এই তিনটি পদ্ধতির মধ্যে যেই পদ্ধতিতে কেশর চাষ সফল হবে সেই পদ্ধতি উত্তরবঙ্গের কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে । সাধারণত বছরের অক্টোবর মাসে কেশর চাষের জন্য চারা রোপন করা হয় । এর ফুল পেতে প্রায় 15 থেকে 20 দিন সময় লেগে যায় । কালিম্পংয়ে পরীক্ষামূলকভাবে আশিটি চারা রোপন করা হয় 28 অক্টোবর । আর 15 দিনের মধ্যেই সিংহভাগ ফুল ফুটেছে ।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোফাম বায়োটেকনিস্ট অমরেন্দ্র পান্ডে বলেন, "একটি 100 বর্গফুটের ঘরে প্রায় এক হাজার কেশরের চারা গাছ লাগানো যাবে । এই এক হাজার গাছ থেকে চার কেজি কেশর পাওয়া যাবে । বর্তমানে বাজারে 1 কেজি কেশরের দাম প্রায় 3 লক্ষ টাকা । পাহাড়েও ভালো সাফল্য মিলেছে । আর কিছু পরীক্ষা হলে এ বার থেকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলেও এই চাষ হবে ।"

কালিম্পংয়ের কৃষক মহেন্দ্র ছেত্রী বলেন, "খুব ভালো লাগছে । আমি এর আগে চাষ করতে চেয়েছিলাম । কিন্তু বীজ পাইনি । এ বার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় বীজ দিয়ে আমাকে পরীক্ষামূলকভাবে চাষ করতে দিয়েছে । তারা সবরকম সহযোগিতা করেছে । চাষে সাফল্য মেলায় আমি খুশি । আগামীতে এই কেশর চাষ পাহাড়ের চাষীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে ।"

আরও পড়ুন:

  1. বাড়িতেই সহজে ক্যাপসিকাম ফলাতে চান ? রইল চাষের পদ্ধতি
  2. চিন-জাপানকে টেক্কা দেবে মালদার রেশম সুতো, সরকারি উদ্যোগে বসল মাল্টি এন্ড রিলিং মেশিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.