ETV Bharat / state

North Bengal Weather: কমেছে বৃষ্টি, অক্টোবরেও বেশ গরম উত্তরবঙ্গে - পশ্চিমবঙ্গের আবহাওয়া

প্রতিবারের মতো এবার পুজোর মরসুমে উত্তরে নেই হিমেল হাওয়া । বিদায় নেয়নি মৌসুমী বায়ু । নেই নিম্নচাপের প্রভাবও। উত্তরবঙ্গ জুড়ে কমেছে বৃষ্টিপাত। ফলে বেশ গরম অনুভূত হচ্ছে ।

North Bengal Weather: people experienced hot and humid weather in October
কমেছে বৃষ্টি, অক্টোবরেও বেশ গরম উত্তরবঙ্গে
author img

By

Published : Oct 1, 2021, 5:00 PM IST

Updated : Oct 1, 2021, 10:10 PM IST

শিলিগুড়ি, 1 অক্টোবর : চারিদিকে আগমনীর সুর । মাঠে ঘাটে কাশবনের ঢেউ । বাতাসে শিউলির গন্ধ । বাংলাজুড়ে দেবী দুর্গার আগমনের বার্তা । প্রতিবছর পুজোর আগে উত্তরবঙ্গজুড়ে হিমেল পরশের দেখা মেলে । রাতে থাকে কুয়াশার ছোঁয়া । কিন্তু এবছর সে সব গায়েব । উত্তরবঙ্গ জুড়ে এখনও বেশ গরম ৷

দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফেরের ফলে উত্তরে মেঘ রোদ্দুরের খেলা চলছে । এখনও কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ উত্তরের আট জেলাতে শীতের ছোঁয়া নেই । পাহাড়-সহ তরাই ও ডুয়ার্সে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও টানা বৃষ্টি হয়নি কোথাও । আকাশে পেঁজা তুলোর মেঘের দেখা মিললেও পরিবেশে এখনও গুমোট ভাব ৷

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রঞ্জন রায় বললেন, "উত্তরবঙ্গজুড়ে বৃষ্টিপাত ভীষণ ভাবে কমেছে । দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও গুলাবের প্রভাব থাকলেও উত্তরবঙ্গে তা প্রভাব ফেলেনি । স্থানীয় নিম্নচাপের ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে । আগামী সাতদিন উত্তরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও এলাকায় ।"

আরও পড়ুন: Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?

জানা গিয়েছে, অক্টোবরের প্রথম দিকেই মৌসুমী বায়ু বিদায় নেওয়ার কথা থাকলেও এখনও সে রকম কোনও সম্ভাবনা নেই । নিম্নচাপ ধীরে ধীরে সরলেও চলতি সপ্তাহে কিছুটা ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে উত্তরবঙ্গবাসী। বিশেষ করে আগামী দু'দিনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি-সহ জলপাইগুড়ির একটা অংশে অল্প থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : Ajoy High Tide : অজয়ে হঠাৎ বান, গোরু চরাতে গিয়ে চরের জঙ্গলে আটকে তিন গ্রামবাসী

শিলিগুড়ি, 1 অক্টোবর : চারিদিকে আগমনীর সুর । মাঠে ঘাটে কাশবনের ঢেউ । বাতাসে শিউলির গন্ধ । বাংলাজুড়ে দেবী দুর্গার আগমনের বার্তা । প্রতিবছর পুজোর আগে উত্তরবঙ্গজুড়ে হিমেল পরশের দেখা মেলে । রাতে থাকে কুয়াশার ছোঁয়া । কিন্তু এবছর সে সব গায়েব । উত্তরবঙ্গ জুড়ে এখনও বেশ গরম ৷

দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফেরের ফলে উত্তরে মেঘ রোদ্দুরের খেলা চলছে । এখনও কোচবিহার, মালদা, জলপাইগুড়ি, শিলিগুড়ি-সহ উত্তরের আট জেলাতে শীতের ছোঁয়া নেই । পাহাড়-সহ তরাই ও ডুয়ার্সে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও টানা বৃষ্টি হয়নি কোথাও । আকাশে পেঁজা তুলোর মেঘের দেখা মিললেও পরিবেশে এখনও গুমোট ভাব ৷

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রঞ্জন রায় বললেন, "উত্তরবঙ্গজুড়ে বৃষ্টিপাত ভীষণ ভাবে কমেছে । দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও গুলাবের প্রভাব থাকলেও উত্তরবঙ্গে তা প্রভাব ফেলেনি । স্থানীয় নিম্নচাপের ফলে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে । আগামী সাতদিন উত্তরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও এলাকায় ।"

আরও পড়ুন: Weather Forecast : পুজোয় কি এবার বঙ্গে বৃষ্টির ভ্রুকুটি ?

জানা গিয়েছে, অক্টোবরের প্রথম দিকেই মৌসুমী বায়ু বিদায় নেওয়ার কথা থাকলেও এখনও সে রকম কোনও সম্ভাবনা নেই । নিম্নচাপ ধীরে ধীরে সরলেও চলতি সপ্তাহে কিছুটা ঠান্ডার আমেজ উপভোগ করতে পারবে উত্তরবঙ্গবাসী। বিশেষ করে আগামী দু'দিনের মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি-সহ জলপাইগুড়ির একটা অংশে অল্প থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : Ajoy High Tide : অজয়ে হঠাৎ বান, গোরু চরাতে গিয়ে চরের জঙ্গলে আটকে তিন গ্রামবাসী

Last Updated : Oct 1, 2021, 10:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.