ETV Bharat / state

কর্মীর স্ত্রী কোরোনা আক্রান্ত, বন্ধ করা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে কর্মরত এক কর্মীর স্ত্রী কোরোনায় আক্রান্ত। এই খবর পেতেই বন্ধ করে দেওয়া হয় লাইব্রেরি। পাশাপাশি ওই ব্যক্তির সংস্পর্শে আসা 10 জনকে পাঠানো হয়েছে কোয়ারানটিনে।

siliguri coronavirus panic
কোরোনা আতঙ্কে বন্ধ লাইব্রেরী
author img

By

Published : Jun 10, 2020, 8:37 PM IST

শিলিগুড়ি, 10 জুন: এবার কোরোনা আতঙ্ক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। লাইব্রেরিতে কর্মরত এক কর্মীর স্ত্রী কোরোনায় আক্রান্ত । এই খবর জানার পর আতঙ্কে আজ বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। পাশাপাশি গত দুদিন লাইব্রেরি খোলার পর ওই কর্মীর সঙ্গে যাঁরা একত্রে কাজ করেছেন এমন 10 জনকে চিহ্নিত করে পাঠানো হল কোয়ারানটিনে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ দে সরকার জানান, “আমাদের লাইব্রেরিতে কর্মরত এক কর্মীর স্ত্রী কোরোনাায় আক্রান্ত । ওই মহিলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের চাকরি করতেন। অভিযোগ, স্ত্রী আক্রান্ত জেনেও আমাদের কাউকে কিছুই না জানিয়ে গত দুদিন লাইব্রেরিতে এসে কাজ করেছিলেন ওই কর্মী। এর জেরেই বিশ্ববিদ্যাালয়ে প্রবল আতঙ্ক ছড়ায়। এই পরিস্থিতে আমরা আজ থেকে লাইব্রেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ”

দিলীপবাবু আরও জানিয়েছেন, “স্যানিটাইজেশ়ন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফের খুলবে লাইব্রেরি। পাশাপাশি গত দু'দিনে ওই কর্মীর সঙ্গে যারা কাজ করেছেন এমন 10 জনকে চিহ্নিত করে তাদের 14 দিনের জন্য বাড়িতেই থাকতে নির্দেশিকা দেওয়া হয়েছে। বাকি কর্মীদের কাছেও আমাদের আবেদন, কেউ আক্রান্ত হলে লুকোবেন না। বরং স্বাস্থ্য বিধি মেনে কোয়ারানটিনে থাকতে হবে। এতে সকলেই সুরক্ষিত থাকবেন। ”

শিলিগুড়ি, 10 জুন: এবার কোরোনা আতঙ্ক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। লাইব্রেরিতে কর্মরত এক কর্মীর স্ত্রী কোরোনায় আক্রান্ত । এই খবর জানার পর আতঙ্কে আজ বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। পাশাপাশি গত দুদিন লাইব্রেরি খোলার পর ওই কর্মীর সঙ্গে যাঁরা একত্রে কাজ করেছেন এমন 10 জনকে চিহ্নিত করে পাঠানো হল কোয়ারানটিনে।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ দে সরকার জানান, “আমাদের লাইব্রেরিতে কর্মরত এক কর্মীর স্ত্রী কোরোনাায় আক্রান্ত । ওই মহিলা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের চাকরি করতেন। অভিযোগ, স্ত্রী আক্রান্ত জেনেও আমাদের কাউকে কিছুই না জানিয়ে গত দুদিন লাইব্রেরিতে এসে কাজ করেছিলেন ওই কর্মী। এর জেরেই বিশ্ববিদ্যাালয়ে প্রবল আতঙ্ক ছড়ায়। এই পরিস্থিতে আমরা আজ থেকে লাইব্রেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ”

দিলীপবাবু আরও জানিয়েছেন, “স্যানিটাইজেশ়ন প্রক্রিয়া সম্পন্ন করার পর ফের খুলবে লাইব্রেরি। পাশাপাশি গত দু'দিনে ওই কর্মীর সঙ্গে যারা কাজ করেছেন এমন 10 জনকে চিহ্নিত করে তাদের 14 দিনের জন্য বাড়িতেই থাকতে নির্দেশিকা দেওয়া হয়েছে। বাকি কর্মীদের কাছেও আমাদের আবেদন, কেউ আক্রান্ত হলে লুকোবেন না। বরং স্বাস্থ্য বিধি মেনে কোয়ারানটিনে থাকতে হবে। এতে সকলেই সুরক্ষিত থাকবেন। ”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.