ETV Bharat / state

Investment Proposal for North Bengal: শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব, উত্তরবঙ্গের জন্য এল 11 হাজার কোটি টাকার প্রস্তাব - উত্তরবঙ্গের জন্য বিনিয়োগ

শিলিগুড়িতে (Siliguri News) শিল্পপতিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary meets with industrialists)৷ উত্তরবঙ্গের জন্য 11 হাজার কোটি টাকার বিনিয়োগ (Investment Proposal for North Bengal) প্রস্তাব এসেছে (Investments for North Bengal)৷

Investment Proposal for North Bengal ETV Bharat
মুখ্যসচিব
author img

By

Published : Feb 23, 2023, 4:29 PM IST

Updated : Feb 23, 2023, 6:05 PM IST

শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি: শিলিগুড়িকে (Siliguri News) শিল্প ও বাণিজ্যের দিক দিয়ে করিডর (ইন্ডাস্ট্রিয়াল করিডর) তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার । বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সাত জেলার শিল্পপতি ও বিনিয়োগকারীদের (Investments for North Bengal) সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary meets with industrialists)। পরে আবার উত্তরবঙ্গের চেম্বার অফ কমার্স, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব (Investment Proposal for North Bengal)। মুখ্যসচিব ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন, শিল্প ও বাণিজ্য, কৃষি, কৃষি বিপণন-সহ একাধিক দফতরের সচিব ও আট জেলার জেলাশাসক ৷ শিলিগুড়িতে একটি হোটেলে ওই বৈঠক আয়োজিত হয় ।

পাঁচ বছরে আসবে 11 হাজার কোটির বিনিয়োগ: বৈঠক সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে 11, 026 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে । আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ওই বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে । মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারশিপ কনক্লেভে ওই প্রস্তাব আসে ।

যা বললেন মুখ্যসচিব: মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, "11 হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে । আগামীতে উত্তরের শিল্পতালুকে 3 হাজার 526 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে । এছাড়াও পর্যটন ও চা শিল্পে এসেছে 950 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব । কৃষি ও কৃষি বিপণন সংক্রান্ত বিষয়ে প্রায় 3 হাজার 44 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে কলক্লেভে ।"

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী, মৃতের মায়ের চিকিৎসায় নিজের হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ

জি 20-ই বিনিয়োগে জোয়ার আনবে: মূলত জি 20 সামিটের ফলে উত্তরে এ বার পর্যটনে দারুণ জোয়ার আসবে বলে মনে করছেন মুখ্যসচিব । 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত দার্জিলিং জেলাতে থাকবেন বিভিন্ন দেশ ও রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা । যার ফলে সামিটের পর জেলার পর্যটনে ভালো বিনিয়োগ আসবে বলে মনে করছে রাজ্য সরকার ।

শিলিগুড়ি মেগা করিডর: পাশাপাশি, শিলিগুড়ি যেহেতু উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার সেই কারণে এ বার শিলিগুড়িকেও শিল্প ও বাণিজ্যের দিক দিয়ে মেগা করিডর হিসেবে তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এছাড়াও শিল্পপতি ও বিনিয়োগকারীদের যাতে প্রক্রিয়াগত কোনও সমস্যায় না পড়তে হয়, সেজন্য লিজ জমি হস্তান্তরে সরলীকরণ করা হয়েছে রাজ্যের তরফে । পাশাপাশি পাহাড়ে জমির সমস্যার কথা মাথায় রেখে শিল্পতালুক তৈরিকে 15 একর থেকে কমিয়ে 5 একর করা হয়েছে ।

শিল্পপতিদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি: শিলিগুড়িকে (Siliguri News) শিল্প ও বাণিজ্যের দিক দিয়ে করিডর (ইন্ডাস্ট্রিয়াল করিডর) তৈরি করতে উদ্যোগী হল রাজ্য সরকার । বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের সাত জেলার শিল্পপতি ও বিনিয়োগকারীদের (Investments for North Bengal) সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Chief Secretary meets with industrialists)। পরে আবার উত্তরবঙ্গের চেম্বার অফ কমার্স, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব (Investment Proposal for North Bengal)। মুখ্যসচিব ছাড়াও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন পর্যটন, শিল্প ও বাণিজ্য, কৃষি, কৃষি বিপণন-সহ একাধিক দফতরের সচিব ও আট জেলার জেলাশাসক ৷ শিলিগুড়িতে একটি হোটেলে ওই বৈঠক আয়োজিত হয় ।

পাঁচ বছরে আসবে 11 হাজার কোটির বিনিয়োগ: বৈঠক সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে 11, 026 কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে । আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে ওই বিনিয়োগ আসবে বলে মনে করা হচ্ছে । মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনারশিপ কনক্লেভে ওই প্রস্তাব আসে ।

যা বললেন মুখ্যসচিব: মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, "11 হাজার কোটি টাকার প্রস্তাব এসেছে । আগামীতে উত্তরের শিল্পতালুকে 3 হাজার 526 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে । এছাড়াও পর্যটন ও চা শিল্পে এসেছে 950 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব । কৃষি ও কৃষি বিপণন সংক্রান্ত বিষয়ে প্রায় 3 হাজার 44 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে কলক্লেভে ।"

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী, মৃতের মায়ের চিকিৎসায় নিজের হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ

জি 20-ই বিনিয়োগে জোয়ার আনবে: মূলত জি 20 সামিটের ফলে উত্তরে এ বার পর্যটনে দারুণ জোয়ার আসবে বলে মনে করছেন মুখ্যসচিব । 1 এপ্রিল থেকে 3 এপ্রিল পর্যন্ত দার্জিলিং জেলাতে থাকবেন বিভিন্ন দেশ ও রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা । যার ফলে সামিটের পর জেলার পর্যটনে ভালো বিনিয়োগ আসবে বলে মনে করছে রাজ্য সরকার ।

শিলিগুড়ি মেগা করিডর: পাশাপাশি, শিলিগুড়ি যেহেতু উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার সেই কারণে এ বার শিলিগুড়িকেও শিল্প ও বাণিজ্যের দিক দিয়ে মেগা করিডর হিসেবে তৈরি করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার । এছাড়াও শিল্পপতি ও বিনিয়োগকারীদের যাতে প্রক্রিয়াগত কোনও সমস্যায় না পড়তে হয়, সেজন্য লিজ জমি হস্তান্তরে সরলীকরণ করা হয়েছে রাজ্যের তরফে । পাশাপাশি পাহাড়ে জমির সমস্যার কথা মাথায় রেখে শিল্পতালুক তৈরিকে 15 একর থেকে কমিয়ে 5 একর করা হয়েছে ।

Last Updated : Feb 23, 2023, 6:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.