ETV Bharat / state

NICED in North Bengal: পুজোর উপহার ! উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নাইসেডের গবেষণাগার - নাইসেডের গবেষণাগার

পুজোর আগেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু হতে চলেছে নাইসেডের গবেষণাগার ৷ এতে উত্তরবঙ্গবাসীকে চিকিৎসার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে অনেক দূরে যেতে হবে না ৷ জমি জটিলতা কাটিয়ে স্বস্তির খবর দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷

North Bengal Medical College Hospital
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল
author img

By

Published : May 9, 2023, 2:02 PM IST

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চালু হতে চলেছে নাইসেডের গবেষণাগার

শিলিগুড়ি, 9 মে: স্বস্তির খবর উত্তরবঙ্গবাসীর জন্য ৷ দীর্ঘ জট কাটিয়ে এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চালু হতে চলেছে নাইসেডের (ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ) গবেষণাগার ৷ সব ঠিক থাকলে পুজোর আগেই তা চালু হতে পারে ৷ নাইসেড ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ প্রসঙ্গত তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ।

জানা গিয়েছে, নাইসেড ও আইসিএমআরের প্রতিনিধিদের সঙ্গে সোমবার একদফা বৈঠক হয়েছে ৷ আজ মঙ্গলবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী 15 মে মেডিক্যাল কলেজের একটি তিনতলা ভবন নাইসেডকে হস্তান্তর করা হবে ৷ ওই ভবনটি মূলত রেকর্ড মজুত রাখার জন্য ব্যবহার করা হত ৷ রেকর্ডগুলি সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে ৷

দীর্ঘদিন ধরে নাইসেডের গবেষণাগার খোলা নিয়ে নানা টালবাহানা চলছিল ৷ 2012-13 সালে রাজ্য সরকার নাইসেডের গবেষণাগার চালুর উদ্যোগ নেয় ৷ কিন্তু জমি জটের কারণে তা থমকে যায় ৷ ওই সমস্যা মেটাতে হস্তক্ষেপ করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ তিনি জানান, আগামী সোমবার, 15 মে নাইসেডকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একটি তিনতলা ভবন হস্তান্তর করা হবে ৷ আশা করছি, পুজোর আগেই এখানে নাইসেড তার গবেষণার কাজ শুরু করতে পারবে ৷ এতে উত্তরবঙ্গে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে ৷ পাশাপাশি এলাকার মানুষের চিকিৎসার প্রয়োজনে নানা ধরনের পরীক্ষার করাতে আর বাইরে যেতে হবে না ৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নাইসেডের নোডাল অফিসার সন্দীপ মুখোপাধ্যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত, হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক-সহ অন্যরা ৷ নাইসেডের নোডাল অফিসার জানিয়েছেন, কেন্দ্রের তরফে এখানে নাইসেডের শাখা খোলার ব্যাপারে সবরকম প্রস্তুতি নেওয়ার পরও রাজ্য সরকারের তরফে এনওসি পাওয়া যাচ্ছিল না ৷ জায়গা পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল ৷ এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ একটি তিনতলা ভবন দিচ্ছে ৷ সেটি হস্তান্তর হলে ওই ভবনে সিপিডব্লুডিকে দিয়ে প্রয়োজন অনুযায়ী পরিকাঠামো গড়ে তোলা হবে ৷ দু'জন বিজ্ঞানী-সহ আটজন কর্মীকে সেখানে নিযুক্ত করা হবে ৷ নাইসেডের শাখা চালু হলে উত্তরের মানুষের রোগব্যাধি নিয়ে ধারাবাহিক গবেষণা করা সম্ভব হবে ৷

আরও পড়ুন: কাটল জটিলতা! উত্তরবঙ্গ মেডিক্যালে শুরু অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চালু হতে চলেছে নাইসেডের গবেষণাগার

শিলিগুড়ি, 9 মে: স্বস্তির খবর উত্তরবঙ্গবাসীর জন্য ৷ দীর্ঘ জট কাটিয়ে এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই চালু হতে চলেছে নাইসেডের (ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজ) গবেষণাগার ৷ সব ঠিক থাকলে পুজোর আগেই তা চালু হতে পারে ৷ নাইসেড ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ-এর (আইসিএমআর) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ প্রসঙ্গত তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও ।

জানা গিয়েছে, নাইসেড ও আইসিএমআরের প্রতিনিধিদের সঙ্গে সোমবার একদফা বৈঠক হয়েছে ৷ আজ মঙ্গলবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী 15 মে মেডিক্যাল কলেজের একটি তিনতলা ভবন নাইসেডকে হস্তান্তর করা হবে ৷ ওই ভবনটি মূলত রেকর্ড মজুত রাখার জন্য ব্যবহার করা হত ৷ রেকর্ডগুলি সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে ৷

দীর্ঘদিন ধরে নাইসেডের গবেষণাগার খোলা নিয়ে নানা টালবাহানা চলছিল ৷ 2012-13 সালে রাজ্য সরকার নাইসেডের গবেষণাগার চালুর উদ্যোগ নেয় ৷ কিন্তু জমি জটের কারণে তা থমকে যায় ৷ ওই সমস্যা মেটাতে হস্তক্ষেপ করেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ তিনি জানান, আগামী সোমবার, 15 মে নাইসেডকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের একটি তিনতলা ভবন হস্তান্তর করা হবে ৷ আশা করছি, পুজোর আগেই এখানে নাইসেড তার গবেষণার কাজ শুরু করতে পারবে ৷ এতে উত্তরবঙ্গে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে ৷ পাশাপাশি এলাকার মানুষের চিকিৎসার প্রয়োজনে নানা ধরনের পরীক্ষার করাতে আর বাইরে যেতে হবে না ৷

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন নাইসেডের নোডাল অফিসার সন্দীপ মুখোপাধ্যায়, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, ডিন সন্দীপ সেনগুপ্ত, হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক, দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক-সহ অন্যরা ৷ নাইসেডের নোডাল অফিসার জানিয়েছেন, কেন্দ্রের তরফে এখানে নাইসেডের শাখা খোলার ব্যাপারে সবরকম প্রস্তুতি নেওয়ার পরও রাজ্য সরকারের তরফে এনওসি পাওয়া যাচ্ছিল না ৷ জায়গা পাওয়া নিয়ে সমস্যা হচ্ছিল ৷ এবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ একটি তিনতলা ভবন দিচ্ছে ৷ সেটি হস্তান্তর হলে ওই ভবনে সিপিডব্লুডিকে দিয়ে প্রয়োজন অনুযায়ী পরিকাঠামো গড়ে তোলা হবে ৷ দু'জন বিজ্ঞানী-সহ আটজন কর্মীকে সেখানে নিযুক্ত করা হবে ৷ নাইসেডের শাখা চালু হলে উত্তরের মানুষের রোগব্যাধি নিয়ে ধারাবাহিক গবেষণা করা সম্ভব হবে ৷

আরও পড়ুন: কাটল জটিলতা! উত্তরবঙ্গ মেডিক্যালে শুরু অ্যাডিনো ভাইরাসের পরীক্ষা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.