ETV Bharat / state

Darjeeling Tourism : নতুন রূপে পর্যটকদের মন কাড়ছে দার্জিলিংয়ের ঐতিহাসিক ক্লক টাওয়ার

author img

By

Published : Jun 20, 2022, 9:48 PM IST

শৈলরানিতে ক্লক টাওয়ারের সৌন্দর্যায়ন (Darjeeling Tourism)৷ রকমারি আলোতে সেজেছে পুরনো এই ক্লক টাওয়ার ৷ যা দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ৷ অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই ক্লক টাওয়ারের রংবেরংয়ের আলো নজর কাড়ছে পর্যটকদের ৷

Darjeeling
দার্জিলিংয়ের ক্লক টাওয়ার

দার্জিলিং, 20 জুন : রাজাবাই ক্লক টাওয়ার হোক, কিংবা মুম্বইয়ের মিরজাপুরের । বিশ্বের ঐতিহাসিক ক্লক টাওয়ারগুলির মধ্যে অন্যতম দার্জিলিংয়ের ক্লক টাওয়ার । রবিবার সেই ক্লক টাওয়ারের মেরামত ও সংস্কারের কাজের পাশাপাশি সেখানে আলোর সৌন্দর্যায়নের উদ্বোধন হয় ।

ক্ষমতায় এসেই ক্লক টাওয়ারের হাল ফেরানোর উদ্যোগ নেয় দার্জিলিং পৌরসভা (New Look of Darjeeling Clock Tower)। সেই মতো প্রায় আট লক্ষ টাকা খরচ করে ওই ঐতিহাসিক টাওয়ার সংস্কারের কাজ শুরু করে পৌরসভা । রাতেরবেলা ক্লক টাওয়ারের অপরূপ সৌন্দর্য এখন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মন কেড়েছে । পাহাড়ের পর্যটনে এই ক্লক টাওয়ার আলাদা মাত্রা এনে দেবে বলে মনে করছে পর্যটনমহল ।

সংস্কারের পর পর্যটক টানছে দার্জিলিং ক্লক টাওয়ার

আরও পড়ুন : Sukna War Museum : ভারতীয় সেনার অজানা ইতিহাস বলবে এই মিউজিয়াম

1850 সালে দার্জিলিংয়ের লাদেন লা রোডে অবস্থিত ওই ক্লক টাওয়ারের কাজ শুরু করে ব্রিটিশরা । পরবর্তীকালে সেটিকে টাউন হলে রূপান্তরিত করা হয় । 1917 সালে ব্রিটিশ সেনাধিপতি লর্ড রোনাল্ডসে ওই টাওয়ার পুনর্নির্মাণের জন্য শিলান্যাস করেন । আড়াই লাখ টাকার বিনিময়ে ওই টাওয়ার ও টাউন হল নির্মাণের কাজ শুরু হয় । যার অর্ধেক টাকা দিয়েছিলেন কোচবিহারের তৎকালীন রাজা । ওই টাউন হলে অন্তত 600 জন মানুষ একত্রিত হতে পারে । 1996 সালে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ক্লক টাওয়ারটি । এরপর 2006 সালে ফের সেটিকে মেরামত ও সংস্কার করা হয় । কিন্তু এখন একদম নতুন আঙ্গিকে পাহাড়বাসী থেকে পর্যটকদের জন্য তুলে ধরা হল ক্লক টাওয়ারটিকে ।

আরও পড়ুন : Toy Train Joy Ride : ভরা মরশুমে ব্যাপক চাহিদা টয়ট্রেনের, সংখ্যা বাড়ল জয় রাইডের

দার্জিলিং, 20 জুন : রাজাবাই ক্লক টাওয়ার হোক, কিংবা মুম্বইয়ের মিরজাপুরের । বিশ্বের ঐতিহাসিক ক্লক টাওয়ারগুলির মধ্যে অন্যতম দার্জিলিংয়ের ক্লক টাওয়ার । রবিবার সেই ক্লক টাওয়ারের মেরামত ও সংস্কারের কাজের পাশাপাশি সেখানে আলোর সৌন্দর্যায়নের উদ্বোধন হয় ।

ক্ষমতায় এসেই ক্লক টাওয়ারের হাল ফেরানোর উদ্যোগ নেয় দার্জিলিং পৌরসভা (New Look of Darjeeling Clock Tower)। সেই মতো প্রায় আট লক্ষ টাকা খরচ করে ওই ঐতিহাসিক টাওয়ার সংস্কারের কাজ শুরু করে পৌরসভা । রাতেরবেলা ক্লক টাওয়ারের অপরূপ সৌন্দর্য এখন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের মন কেড়েছে । পাহাড়ের পর্যটনে এই ক্লক টাওয়ার আলাদা মাত্রা এনে দেবে বলে মনে করছে পর্যটনমহল ।

সংস্কারের পর পর্যটক টানছে দার্জিলিং ক্লক টাওয়ার

আরও পড়ুন : Sukna War Museum : ভারতীয় সেনার অজানা ইতিহাস বলবে এই মিউজিয়াম

1850 সালে দার্জিলিংয়ের লাদেন লা রোডে অবস্থিত ওই ক্লক টাওয়ারের কাজ শুরু করে ব্রিটিশরা । পরবর্তীকালে সেটিকে টাউন হলে রূপান্তরিত করা হয় । 1917 সালে ব্রিটিশ সেনাধিপতি লর্ড রোনাল্ডসে ওই টাওয়ার পুনর্নির্মাণের জন্য শিলান্যাস করেন । আড়াই লাখ টাকার বিনিময়ে ওই টাওয়ার ও টাউন হল নির্মাণের কাজ শুরু হয় । যার অর্ধেক টাকা দিয়েছিলেন কোচবিহারের তৎকালীন রাজা । ওই টাউন হলে অন্তত 600 জন মানুষ একত্রিত হতে পারে । 1996 সালে ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় ক্লক টাওয়ারটি । এরপর 2006 সালে ফের সেটিকে মেরামত ও সংস্কার করা হয় । কিন্তু এখন একদম নতুন আঙ্গিকে পাহাড়বাসী থেকে পর্যটকদের জন্য তুলে ধরা হল ক্লক টাওয়ারটিকে ।

আরও পড়ুন : Toy Train Joy Ride : ভরা মরশুমে ব্যাপক চাহিদা টয়ট্রেনের, সংখ্যা বাড়ল জয় রাইডের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.