ETV Bharat / state

Flood in Sikkim: তিনজনের দেহ উদ্ধার সিকিমে, এনডিআরএফ হেডকোয়ার্টারকে প্রস্তুত থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 1:46 PM IST

ধীরে ধীরে জটিল হচ্ছে সিকিমের বন্যা পরিস্থিতি ৷ ইতিমধ্যেই তিনজনের তলিয়ে যাওয়া দেহ উদ্ধার করেছে এনডিআরএফ ৷ তবে 10 নং জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় শিলিগুড়িতে থাকা এনডিআরএফ জওয়ানরাও সিকিমে উদ্ধারকাজে যেতে পারছেন না ৷

Etv Bharat
উদ্ধারকাজে এনডিআরএফ

দার্জিলিং, 4 অক্টোবর: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম। টানা বৃষ্টির জের ও তিস্তার ব্যাপক জলস্রোতের কারণে উদ্ধারকাজে সমস্যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী। এই প্রতিকূল অবস্থাতেও উদ্ধারকাজ চালিয়ে সিকিমের সিংথাম থেকে উদ্ধার হয়েছে 3 জনের মৃতদেহ ৷ তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। প্রবল জলোচ্ছ্বাসের কারণে তাদের দেহ তলিয়ে যায়। পরে দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

যদিও এখনও তলিয়ে যাওয়া 23 জন ইন্দো-তিব্বত সেনা জওয়ানের কাউকে উদ্ধার করা যায়নি । অন্যদিকে, 60 জন জওয়ান এখনও আটকে রয়েছে বলে জানা গিয়েছে । এদিকে, পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্যের হেড কোয়ার্টার কলকাতার বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দিল্লি বিভাগকেও । প্রায় 100 জওয়ানকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । প্রয়োজনে বিমানে এনডিআরএফ জওয়ানদের উদ্ধারকাজের জন্য পাঠানো হবে উত্তরবঙ্গে ।

আরও পড়ুন : বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম

এদিকে, 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে শিলিগুড়িতে থাকা এনডিআরএফ জওয়ানরা সিকিমে যেতে পারছে না । প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে সিকিমের একমাত্র পাকইয়ং বিমানবন্দরও । একদিকে বৃষ্টি আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর, যে কারণে এয়ারলিফট করেও এনডিআরএফ জওয়ানদের পাঠানো সম্ভব হচ্ছে না । তবে শিলিগুড়িতে 25 জনের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি 20 জন এনডিআরএফের দলকে বিকল্প রুট দিয়ে সিকিমে পাঠানোর ব্যবস্থা হয়েছে ।

এদিন সকালে এনডিআরএফের 25 জনের একটি দল 10 নম্বর জাতীয় সড়ক খারাপ থাকায় বেস ক্যাম্পে ফিরে এসেছে । সিংথামে 25 জনের একটি এনডিআরএফের দল সেনার সঙ্গে উদ্ধারকাজে নেমেছে । তারাই ওই তিনটি দেহ উদ্ধার করে । এছাড়াও এনডিআরএফের 20 জনের একটি দল জলপাইগুড়িতে উদ্ধারকাজে নেমেছে । এই বিষয়ে এনডিআরএফের উত্তরবঙ্গের ডেপুটি কমান্ড্যান্ট বিবেক কুমার বলেন, "সিকিমে এনডিআরএফের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে । তিনটি দেহ উদ্ধার করা হয়েছে । এখনও উদ্ধার কাজ চলছে । তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় জওয়ানদের পাঠাতে সমস্যা হচ্ছে । একটি দলকে বিকল্প পথে পাঠানো হয়েছে । প্রয়োজনে কলকাতা থেকে আরও জওয়ান আনা হবে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে । প্রতিকূল আবহাওয়া থাকায় এয়ারলিফট করাও সম্ভব হচ্ছে না ।"

আরও পড়ুন : লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক

দার্জিলিং, 4 অক্টোবর: প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত সিকিম। টানা বৃষ্টির জের ও তিস্তার ব্যাপক জলস্রোতের কারণে উদ্ধারকাজে সমস্যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও সেনাবাহিনী। এই প্রতিকূল অবস্থাতেও উদ্ধারকাজ চালিয়ে সিকিমের সিংথাম থেকে উদ্ধার হয়েছে 3 জনের মৃতদেহ ৷ তার মধ্যে একজন মহিলাও রয়েছেন। প্রবল জলোচ্ছ্বাসের কারণে তাদের দেহ তলিয়ে যায়। পরে দেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

যদিও এখনও তলিয়ে যাওয়া 23 জন ইন্দো-তিব্বত সেনা জওয়ানের কাউকে উদ্ধার করা যায়নি । অন্যদিকে, 60 জন জওয়ান এখনও আটকে রয়েছে বলে জানা গিয়েছে । এদিকে, পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে স্বরাষ্ট্রমন্ত্রক । প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্যের হেড কোয়ার্টার কলকাতার বিপর্যয় মোকাবিলা বিভাগ ও দিল্লি বিভাগকেও । প্রায় 100 জওয়ানকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । প্রয়োজনে বিমানে এনডিআরএফ জওয়ানদের উদ্ধারকাজের জন্য পাঠানো হবে উত্তরবঙ্গে ।

আরও পড়ুন : বন্ধ জাতীয় সড়ক, তিস্তার ভয়াল গ্রাসে জলের তলায় একাধিক গ্রাম

এদিকে, 10 নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে শিলিগুড়িতে থাকা এনডিআরএফ জওয়ানরা সিকিমে যেতে পারছে না । প্রবল বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে সিকিমের একমাত্র পাকইয়ং বিমানবন্দরও । একদিকে বৃষ্টি আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত বিমানবন্দর, যে কারণে এয়ারলিফট করেও এনডিআরএফ জওয়ানদের পাঠানো সম্ভব হচ্ছে না । তবে শিলিগুড়িতে 25 জনের একটি দলকে প্রস্তুত রাখা হয়েছে । পাশাপাশি 20 জন এনডিআরএফের দলকে বিকল্প রুট দিয়ে সিকিমে পাঠানোর ব্যবস্থা হয়েছে ।

এদিন সকালে এনডিআরএফের 25 জনের একটি দল 10 নম্বর জাতীয় সড়ক খারাপ থাকায় বেস ক্যাম্পে ফিরে এসেছে । সিংথামে 25 জনের একটি এনডিআরএফের দল সেনার সঙ্গে উদ্ধারকাজে নেমেছে । তারাই ওই তিনটি দেহ উদ্ধার করে । এছাড়াও এনডিআরএফের 20 জনের একটি দল জলপাইগুড়িতে উদ্ধারকাজে নেমেছে । এই বিষয়ে এনডিআরএফের উত্তরবঙ্গের ডেপুটি কমান্ড্যান্ট বিবেক কুমার বলেন, "সিকিমে এনডিআরএফের একটি দল উদ্ধার কাজ চালাচ্ছে । তিনটি দেহ উদ্ধার করা হয়েছে । এখনও উদ্ধার কাজ চলছে । তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় জওয়ানদের পাঠাতে সমস্যা হচ্ছে । একটি দলকে বিকল্প পথে পাঠানো হয়েছে । প্রয়োজনে কলকাতা থেকে আরও জওয়ান আনা হবে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিস্থিতির উপর নজর রাখছে । প্রতিকূল আবহাওয়া থাকায় এয়ারলিফট করাও সম্ভব হচ্ছে না ।"

আরও পড়ুন : লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি ! তছনছ গোটা উত্তর সিকিম, নিখোঁজ 23 সেনা আধিকারিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.