ETV Bharat / state

মানসিক অবসাদের জের, শিলিগুড়িতে মেয়েকে খুন করে আত্মঘাতী মা

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 5:49 PM IST

Mother and Daughter Bodies Recovered in Siliguri: শিলিগুড়িতে ঘর থেকে মা ও মেয়ের দেহ উদ্ধার হয়েছে ৷ প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে কলেজ ছাত্রীকে মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন মহিলা ৷

Mother and Daughter Bodies Recovere
মা ও মেয়ের দেহ উদ্ধার

শিলিগুড়িতে ঘরে মা ও মেয়ের দেহ উদ্ধার

শিলিগুড়ি, 3 ডিসেম্বর: মানসিক অবসাদের জেরে মেয়েকে খুন করে আত্মঘাতী মা ৷ রবিবার বিকেলে ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের দেহ ৷ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী মায়ের নাম লতা সরকার (45) ও মেয়ের নাম তিয়াশা সরকার (21)। তিনি কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 36 নম্বর ওয়ার্ডের শান্তিনগর বউবাজার এলাকায় ।

মেয়ের দেহ খাটে ও মায়ের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে আশিঘর ফাঁড়ির পুলিশ। তদন্তাকারীদের প্রাথমিক অনুমান, মেয়েকে শ্বাসরোধ করে খুনের পর মা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন । জানা গিয়েছে, এদিন দুপুরে পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘক্ষণ মা ও মেয়েকে ডাকাডাকি করে ৷ তবে ঘর থেকে মা-মেয়ের কোনও সাড়াশব্দ মেলেনি ৷ শেষে সাড়া না-মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকতে বাধ্য পরিবারের অন্যান্যরা। তখনই তারা দু'জনের দেহ দেখতে পায় । এরপর খবর দেওয়া হয় পুলিশে।

ঘটনাস্থলে আশিঘর ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । মৃতদের পরিবারের সদস্যদের অনুমান মানসিক অবসাদের জেরেই এই ঘটনা ঘটেছে । পরিবারের সদস্য দুলাল সরকার বলেন, "বড় বউদি কয়েকদিন ধরে মানসিক আবসাদে ভুগছিল ৷ বলছিল আমার মেয়েকে দেখে রাখ ৷ আজকে দুপুরে অনেকক্ষণ দরজা বন্ধ ছিল ৷ ছুটির দিন দেখে প্রথমে ভেবেছি ঘুমোচ্ছে হয়তো । তবে বিকেল হয়ে গেলেও দরজা না-খোলায় তখন সন্দেহ হয় । এরপরই দাদাকে ডেকে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি এই কাণ্ড । আমার তো বিশ্বাসই হচ্ছে না বউদি এই কাজ করেছে।"

আরও পড়ুন:

  1. সুইসাইড নোটে সময় উল্লেখ করে আত্মহত্যা মা ও ছেলের! তদন্তে পুলিশ
  2. আর্থিক অনটন, সংসার খরচ দেন না স্বামীও; 18 দিনের সন্তানকে বিক্রি করলেন মা!
  3. ক্যানেলে স্নান করা নিয়ে নাবালক ছেলেকে বকুনি, আত্মঘাতী সৎ মা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.