দার্জিলিং, 29 অগস্ট: মাটিগাড়ার পর এবার নকশালবাড়ি ৷ 17 বছরের এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগ ৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নকশালবাড়ি ব্লকে। ওই নাবালিকাকে বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে মুখ চেপে বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সে নকশালবাড়ির বাসিন্দা বলেই জানা গিয়েছে । যদিও এই ঘটনায় এলাকার আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে নকশালবাড়ি থানা ঘেরাও করে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি । এদিকে ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ৷ বিচারক জামিনের আবেদন খারিজ করে তাকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।
জানা গিয়েছে, নকশালবাড়ি ব্লকের আদিবাসী ওই নাবালিকার বাবা-মা বছরখানেক আগেই মারা গিয়েছেন । নাবালিকা চা-বাগানে শ্রমিকের কাজ করে দিনযাপন করে। সোমবার রাতে ওই নাবালিকা পাড়ারই এক বান্ধবীর বাড়ি থেকে ফিরছিল। অভিযোগ, সেই সময় বাঁশঝাড় থেকে আচমকা বেরিয়ে আসে অভিযুক্ত । পিছন থেকে নাবালিকার মুখ চেপে বাঁশঝাড়ের আড়ালে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
এলাকারই এক যুবক বিষয়টি দেখে ফেলেন। যুবক এরপর নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যান। প্রথমে নাবালিকাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে নাবালিকাকে মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সকালে বিষয়টি জানাজানি হতেই নকশালবাড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির কর্মী সমর্থকরা। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানানো হয় গেরুয়া শিবিরের তরফে ।
আরও পড়ুন: ধর্ষণে বাধা পেয়েই নাবালিকাকে খুন, মাটিগাড়ার ঘটনায় জেরায় স্বীকার মূল অভিযুক্তের
মাটিগাড়ায় স্কুল ইউনিফর্ম পরিহিত নাবালিকার খুনের ঘটনার ক্ষত এখনও মেটেনি । এরই মাঝে ফের এক নাবালিকার ধর্ষণের ঘটনায় রীতিমতো শোরগোল পরে গিয়েছে জেলাজুড়ে। প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ।