ETV Bharat / state

Rape in Classroom: ক্লাসরুমের ভিতরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ! অভিযুক্ত বহিরাগত নাবালক

ক্লাসরুমে ঢুকে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বহিরাগত এক নাবালকের বিরুদ্ধে ৷ সঙ্গে তার বন্ধুরা থাকলেও তাদের ভূমিকা কী ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ ৷

Etv Bharat
মিরিকে ক্লাসরুমে ধর্ষণের অভিযোগ
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:45 PM IST

Updated : Sep 29, 2023, 11:08 PM IST

দার্জিলিং, 29 সেপ্টেম্বর: ফের দার্জিলিং জেলায় ধর্ষণের অভিযোগ ৷ এবার ঘটনাস্থল মিরিক ৷ এক সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলের ভিতরেই ধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগত এক নাবালকের বিরুদ্ধে । শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দার্জিলিং জেলার মিরিক মহকুমার একটি স্কুলে ঘটনাটি ঘটে 12 সেপ্টেম্বর । বিষয়টি প্রকাশ্যে আসে 16 দিন পর ৷

জানা গিয়েছে, শিক্ষক দিবস পেরিয়ে গেলেও 12 সেপ্টেম্বর স্কুলে সেই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই নাবালক অন্য স্কুলে পড়লেও তার বেশ কয়েকজন বন্ধু নাবালিকার স্কুলেই পড়ে । সেই সুযোগে স্কুলে প্রবেশ করে অভিযুক্ত নাবালক । এরপর অনুষ্ঠানের শেষে একটি ক্লাসরুমে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ওই সময় বাকি বন্ধুরা কী করছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

অভিযুক্তের বাবা প্রভাবশালী হওয়ার কারণে প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ । কিন্তু শেষমেষ নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে চলতি সপ্তাহে মিরিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷

অভিযোগের পরই মূল অভিযুক্ত ওই নাবালককে গ্রেফতার করে মিরিক থানার পুলিশ । তাকে বর্তমানে হোমে রাখা হয়েছে । এই ঘটনায় নাবালিকার স্কুলের আরও তিন নাবালক ছাত্রের নাম উঠে এসেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও পুলিশের তরফে ধামাচাপার বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে । যদিও ঘটনাটি ধর্ষণ না গণধর্ষণ তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও ।

এই বিষয়ে মিরিকের এসডিপিও রুদ্রনারায়ণ সাহু বলেন, "ইতিমধ্যেই ঘটনায় পদক্ষেপ করা হয়েছে । পকসো ধারায় মামলা রুজু হয়েছে ।" অন্যদিকে জানা গিয়েছে, কীভাবে ওই ঘটনা ঘটল সব কিছুরই তদন্ত চলছে শিক্ষা বিভাগের তরফেও । ওই বিষয়ে বুধবারই স্কুল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত একটি লিখিত রিপোর্ট চেয়েছে জেলা শিক্ষা বিভাগ। দার্জিলিংয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক (হিল) রবিনা তামাং বলেন, "কীভাবে স্কুলে বাইরের ছাত্র ঢুকে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।"

আরও পড়ুন : মাটিগাড়ার পর ফাঁসিদেওয়া! আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ট্রাকচালক

দার্জিলিং, 29 সেপ্টেম্বর: ফের দার্জিলিং জেলায় ধর্ষণের অভিযোগ ৷ এবার ঘটনাস্থল মিরিক ৷ এক সপ্তম শ্রেণির ছাত্রীকে স্কুলের ভিতরেই ধর্ষণের অভিযোগ উঠেছে বহিরাগত এক নাবালকের বিরুদ্ধে । শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । দার্জিলিং জেলার মিরিক মহকুমার একটি স্কুলে ঘটনাটি ঘটে 12 সেপ্টেম্বর । বিষয়টি প্রকাশ্যে আসে 16 দিন পর ৷

জানা গিয়েছে, শিক্ষক দিবস পেরিয়ে গেলেও 12 সেপ্টেম্বর স্কুলে সেই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । ওই নাবালক অন্য স্কুলে পড়লেও তার বেশ কয়েকজন বন্ধু নাবালিকার স্কুলেই পড়ে । সেই সুযোগে স্কুলে প্রবেশ করে অভিযুক্ত নাবালক । এরপর অনুষ্ঠানের শেষে একটি ক্লাসরুমে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । ওই সময় বাকি বন্ধুরা কী করছিল তা খতিয়ে দেখছে পুলিশ ।

অভিযুক্তের বাবা প্রভাবশালী হওয়ার কারণে প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ । কিন্তু শেষমেষ নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে চলতি সপ্তাহে মিরিক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় । তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে ৷

অভিযোগের পরই মূল অভিযুক্ত ওই নাবালককে গ্রেফতার করে মিরিক থানার পুলিশ । তাকে বর্তমানে হোমে রাখা হয়েছে । এই ঘটনায় নাবালিকার স্কুলের আরও তিন নাবালক ছাত্রের নাম উঠে এসেছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও পুলিশের তরফে ধামাচাপার বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে । যদিও ঘটনাটি ধর্ষণ না গণধর্ষণ তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশও ।

এই বিষয়ে মিরিকের এসডিপিও রুদ্রনারায়ণ সাহু বলেন, "ইতিমধ্যেই ঘটনায় পদক্ষেপ করা হয়েছে । পকসো ধারায় মামলা রুজু হয়েছে ।" অন্যদিকে জানা গিয়েছে, কীভাবে ওই ঘটনা ঘটল সব কিছুরই তদন্ত চলছে শিক্ষা বিভাগের তরফেও । ওই বিষয়ে বুধবারই স্কুল কর্তৃপক্ষের কাছে বিস্তারিত একটি লিখিত রিপোর্ট চেয়েছে জেলা শিক্ষা বিভাগ। দার্জিলিংয়ের জেলা বিদ্যালয় পরিদর্শক (হিল) রবিনা তামাং বলেন, "কীভাবে স্কুলে বাইরের ছাত্র ঢুকে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ।"

আরও পড়ুন : মাটিগাড়ার পর ফাঁসিদেওয়া! আড়াই বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ট্রাকচালক

Last Updated : Sep 29, 2023, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.