ETV Bharat / state

"দিদিকে বলো"-র ধাঁচে শিলিগুড়িতে অশোকের "মেয়রকে বলো"

রাজ্যজুড়ে "দিদিকে বলো" কর্মসূচি চলছে ৷ অনেকটা সেই ধাঁচেই শিলিগুড়িতে এবার মেয়রকে বলো কর্মসূচি নিচ্ছেন পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । শহরে রাখা একাধিক সাজেশন বক্সে লিখিত প্রস্তাব ও অভিযোগ মেয়রকে জানাতে পারবেন বাসিন্দারা ।

author img

By

Published : Aug 20, 2019, 3:08 PM IST

Updated : Aug 20, 2019, 3:35 PM IST

ফাইল ফোটো

শিলিগুড়ি, 20 অগাস্ট : রাজ্যজুড়ে "দিদিকে বলো" কর্মসূচি চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । নেতা, মন্ত্রী, বিধায়করা গ্রাম ও শহরে গিয়ে শুনছেন মানুষের নানা অভিযোগ । সমস্ত কাজকর্ম অন্দর থেকে দেখভাল করছে প্রশান্ত কিশোর ও তাঁর টিম । অনেকটা সেই ধাঁচেই শিলিগুড়িতে এবার মেয়রকে বলো কর্মসূচি নিচ্ছেন পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । তবে এক্ষেত্রে পেশাদার কাউকে নিয়োগ করবে না পৌরনিগম । শহরে রাখা একাধিক সাজেশন বক্সে লিখিত প্রস্তাব ও অভিযোগ মেয়রকে জানাতে পারবেন বাসিন্দারা ।

কেন হঠাৎ এই উদ্যোগ? তাহলে কি "দিদিকে বলো"-য় সুফল মিলছে বলেই মনে হচ্ছে? মেয়র বলেন, "পিকে টিকেতে বিশ্বাসী নই । আসলে গতকাল শহরে নাগরিক কনভেনশন করেছি । সেখানেই সাজেশন বক্স রাখা হয়েছিল । 150 জন নাগরিক সেই বক্সে লিখিতভাবে শহরের পরিষেবা নিয়ে তাদের মতামত দিয়েছেন । সেগুলি খতিয়ে দেখেছি । কিছু মতামত গ্রহণযোগ্য । মানুষ কি চান তা জানতে এবার পৌরনিগমে পাকাপাকিভাবে সাজেশন বক্স রাখব । কাউন্সিলররা চাইলে নিজ নিজ ওয়ার্ডে এই ধরনের বক্স রাখবেন । বক্সে আসা বাসিন্দাদের মতামত, অভাব-অভিযোগ ও প্রত্যাশা জেনে আমরাও সঠিক দিশায় এগোতে পারব ।"

ভিডিয়োয় দেখুন...

এক্ষেত্রেও কি অভাব অভিযোগ শুনতে কোনও পেশাদার নিয়োগ করবে বাম পৌরবোর্ড? মেয়র জানান, কাউকে নিয়োগ করা হবে না । ওয়ার্ড কমিটি এবং পৌরনিগম নিজেরাই সাজেশন বক্সে আসা অভাব অভিযোগ বা মতামত দেখে সিদ্ধান্ত নেবেন ।

শিলিগুড়ি, 20 অগাস্ট : রাজ্যজুড়ে "দিদিকে বলো" কর্মসূচি চালাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস । নেতা, মন্ত্রী, বিধায়করা গ্রাম ও শহরে গিয়ে শুনছেন মানুষের নানা অভিযোগ । সমস্ত কাজকর্ম অন্দর থেকে দেখভাল করছে প্রশান্ত কিশোর ও তাঁর টিম । অনেকটা সেই ধাঁচেই শিলিগুড়িতে এবার মেয়রকে বলো কর্মসূচি নিচ্ছেন পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য । তবে এক্ষেত্রে পেশাদার কাউকে নিয়োগ করবে না পৌরনিগম । শহরে রাখা একাধিক সাজেশন বক্সে লিখিত প্রস্তাব ও অভিযোগ মেয়রকে জানাতে পারবেন বাসিন্দারা ।

কেন হঠাৎ এই উদ্যোগ? তাহলে কি "দিদিকে বলো"-য় সুফল মিলছে বলেই মনে হচ্ছে? মেয়র বলেন, "পিকে টিকেতে বিশ্বাসী নই । আসলে গতকাল শহরে নাগরিক কনভেনশন করেছি । সেখানেই সাজেশন বক্স রাখা হয়েছিল । 150 জন নাগরিক সেই বক্সে লিখিতভাবে শহরের পরিষেবা নিয়ে তাদের মতামত দিয়েছেন । সেগুলি খতিয়ে দেখেছি । কিছু মতামত গ্রহণযোগ্য । মানুষ কি চান তা জানতে এবার পৌরনিগমে পাকাপাকিভাবে সাজেশন বক্স রাখব । কাউন্সিলররা চাইলে নিজ নিজ ওয়ার্ডে এই ধরনের বক্স রাখবেন । বক্সে আসা বাসিন্দাদের মতামত, অভাব-অভিযোগ ও প্রত্যাশা জেনে আমরাও সঠিক দিশায় এগোতে পারব ।"

ভিডিয়োয় দেখুন...

এক্ষেত্রেও কি অভাব অভিযোগ শুনতে কোনও পেশাদার নিয়োগ করবে বাম পৌরবোর্ড? মেয়র জানান, কাউকে নিয়োগ করা হবে না । ওয়ার্ড কমিটি এবং পৌরনিগম নিজেরাই সাজেশন বক্সে আসা অভাব অভিযোগ বা মতামত দেখে সিদ্ধান্ত নেবেন ।

Intro:রাজ্যজুড়ে দিদিকে বলো কর্মসূচি চালাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নেতা মন্ত্রী বিধায়করা গ্রাম ও শহরে গিয়ে শুনছেন মানুষের নানা অভিযোগ। সমস্ত কাজকর্ম অন্দর থেকে দেখভাল করছে টিম পিকের সংস্থা। অনেকটা সেই ধাঁচেই শিলিগুড়িতে এবার কর্মসূচি হাতে নিচ্ছেন পৌরনিগমের মেয়র সিপিএমের অশোক ভট্টাচার্য। তবে এক্ষেত্রে পেশাদার কাউকে নিয়োগ করবে না পৌরসভা। শহরে রাখা একাধিক সাজেশন বক্সে লিখিত প্রস্তাব ও অভিযোগ মেয়রকে জানাতে পারবেন শহরের বাসিন্দারা।


Body:কেন হঠাৎ এমন উদ্যোগ? তাহলে কি দিদিকে বলো য় সুফল মিলছে বলেই মনে হচ্ছে? মেয়র অশোক ভট্টাচার্য বলেন পিকে টিকেতে বিশ্বাসী নই। আসলে গতকাল শহরে নাগরিক কনভেনশন করেছি। সেখানেই সাজেশন বক্স রাখা হয়েছিল। 150 জন নাগরিক সেই বক্সে লিখিত ভাবে শহরের পরিষেবা নিয়ে তাদের মতামত দিয়েছেন। সেগুলি খতিয়ে দেখেছি। কিছু মতামত গ্রহণযোগ্য। মানুষ কি চান তা জানতে এবার পৌরসভায় পাকাপাকি ভাবে সাজেশন বক্স রাখব। কাউন্সিলররা চাইলে নিজ নিজ ওয়ার্ডে এই ধরণের বক্স রাখবেন।সেই বক্সে আসা বাসিন্দাদের মতামত ও অভাব অভিযোগ, প্রত্যাশা জেনে আমরাও সঠিক দিশায় এগোতে পারব।


Conclusion:এক্ষেত্রেও কি অভাব অভিযোগ শুনতে কোনও পেশাদার নিয়োগ করবে বাম পৌরবোর্ড? মেয়র জানান কাউকে নিয়োগ করা হবে না। ওয়ার্ড কমিটি এবং পৌরণীগমে নিজেরাই সাজেশন বক্সে আসা অভাব অভিযোগ বা মতামত দেখে সিদ্ধান্ত নেবেন।
Last Updated : Aug 20, 2019, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.