ETV Bharat / state

করোনায় রাশ টানতে বিকেলের পর ব্যবসা বন্ধ, সিদ্ধান্ত শিলিগুড়ির ব্যবসায়ী মহলের

শিলিগুড়িতে দোকান খোলা রাখার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যবসায়ী সংগঠন । এখন থেকে সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত চালু থাকবে ব্যবসা । এতে কিছুটা হলেও সংক্রমণে রাশ টানা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ।

author img

By

Published : Apr 20, 2021, 10:33 PM IST

COVID 19
ছবি

শিলিগুড়ি, 20 এপ্রিল : 15 দিনে শিলিগুড়িতে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ছয় জনের । ক্রমেই লাগামছাড়া হচ্ছে করোনা ৷ অনেকেই বলছেন আবার লকডাউন করা হোক ৷ দোকানে দোকানে ঝুলছে নো মাস্ক, নো এন্ট্রি ৷ ঝুলছে শারীরিক দূরত্ববিধি মানার বার্তা ৷ স্যানিটাইজ়ারও রাখা হচ্ছে প্রতিটি দোকানে ৷

সংক্রমণে রাশ টানতে উদ্যোগী শহরের ব্যবসায়ী মহল । শিলিগুড়িতে দোকান খোলা রাখার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যবসায়ী সংগঠন । এখন থেকে সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত চালু থাকবে ব্যবসা । এতে কিছুটা হলেও সংক্রমণে রাশ টানা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ।

শিলিগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সন্দীপ সিংহল বলেন, "আমরা সদস্য এবং ব্যবসায়ীদের আবেদন করেছি যাতে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ব্যবসা খোলা রাখেন । বাকি সময় যেন বন্ধ রাখা হয় । এতে সংক্রমণে অনেকটাই রাশ টানা যাবে । পাশাপাশি শহরের অন্যান্য ব্যবসায়ী সংগঠনের কাছে আবেদন রেখেছি যাতে তারাও বিকেলের পর ব্যবসা বন্ধ রাখেন ।"

সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত শিলিগুড়ি চালু থাকবে ব্যবসা, সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনের

আরও পড়ুন : করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কায় শিলিগুড়ির প্রার্থীরা

ইস্টার্ন এবিসি চেম্বার এন্ড কমার্সের সম্পাদক সুরজিৎ পাল বলেন, "এই ধরনের সিদ্ধান্তে কিছুটা হলেও সংক্রমণ কম হবে । তবে পুরোপুরি লকডাউন করলে ভালো হত ।" একই কথা বলছেন চিকিৎসক শীর্ষেন্দু পালও ৷

ব্যবসায়ীদের আংশিক লকডাউনকে সমর্থন করেছে ক্রেতারাও । শিলিগুড়িতে প্রতিদিন গড়ে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার ব্যবসা হয়ে থাকে । শিলিগুড়ি থেকে বিহার, অসম, সিকিমের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশেও ব্যবসা হয় । প্রতিদিন ব্যবসার সুবাদে প্রচুর মানুষ ভিন জেলা, রাজ্য কিংবা দেশ থেকে শহরে প্রবেশ করে । আংশিক লকডাউনে সেসবে অনেকটাই হ্রাস টানা যাবে বলে ধারণা ব্যবসায়ীমহলের ।

শিলিগুড়ি, 20 এপ্রিল : 15 দিনে শিলিগুড়িতে প্রায় আড়াই হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত ৷ মৃত্যু হয়েছে ছয় জনের । ক্রমেই লাগামছাড়া হচ্ছে করোনা ৷ অনেকেই বলছেন আবার লকডাউন করা হোক ৷ দোকানে দোকানে ঝুলছে নো মাস্ক, নো এন্ট্রি ৷ ঝুলছে শারীরিক দূরত্ববিধি মানার বার্তা ৷ স্যানিটাইজ়ারও রাখা হচ্ছে প্রতিটি দোকানে ৷

সংক্রমণে রাশ টানতে উদ্যোগী শহরের ব্যবসায়ী মহল । শিলিগুড়িতে দোকান খোলা রাখার সময় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু ব্যবসায়ী সংগঠন । এখন থেকে সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত চালু থাকবে ব্যবসা । এতে কিছুটা হলেও সংক্রমণে রাশ টানা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা ।

শিলিগুড়ি মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি সন্দীপ সিংহল বলেন, "আমরা সদস্য এবং ব্যবসায়ীদের আবেদন করেছি যাতে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ব্যবসা খোলা রাখেন । বাকি সময় যেন বন্ধ রাখা হয় । এতে সংক্রমণে অনেকটাই রাশ টানা যাবে । পাশাপাশি শহরের অন্যান্য ব্যবসায়ী সংগঠনের কাছে আবেদন রেখেছি যাতে তারাও বিকেলের পর ব্যবসা বন্ধ রাখেন ।"

সকাল দশটা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত শিলিগুড়ি চালু থাকবে ব্যবসা, সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনের

আরও পড়ুন : করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে আশঙ্কায় শিলিগুড়ির প্রার্থীরা

ইস্টার্ন এবিসি চেম্বার এন্ড কমার্সের সম্পাদক সুরজিৎ পাল বলেন, "এই ধরনের সিদ্ধান্তে কিছুটা হলেও সংক্রমণ কম হবে । তবে পুরোপুরি লকডাউন করলে ভালো হত ।" একই কথা বলছেন চিকিৎসক শীর্ষেন্দু পালও ৷

ব্যবসায়ীদের আংশিক লকডাউনকে সমর্থন করেছে ক্রেতারাও । শিলিগুড়িতে প্রতিদিন গড়ে প্রায় চার থেকে পাঁচ কোটি টাকার ব্যবসা হয়ে থাকে । শিলিগুড়ি থেকে বিহার, অসম, সিকিমের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশেও ব্যবসা হয় । প্রতিদিন ব্যবসার সুবাদে প্রচুর মানুষ ভিন জেলা, রাজ্য কিংবা দেশ থেকে শহরে প্রবেশ করে । আংশিক লকডাউনে সেসবে অনেকটাই হ্রাস টানা যাবে বলে ধারণা ব্যবসায়ীমহলের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.