ETV Bharat / state

Siliguri Murder: খড়িবাড়িতে শ্যালিকা-শ্বশুর-প্রতিবেশীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

নিজের পরিবারের দুই সদস্য-সহ তিনজনকে কুপিয়ে খুনের (Siliguri Murder) অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে । শিলিগুড়ির ঘটনা ৷ পারিবারিক বিবাদের জেরে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

author img

By

Published : Aug 17, 2021, 3:53 PM IST

man killed sister in law, father in law and neighbour at siliguri
খড়িবাড়িতে শ্যালিকা-শ্বশুর-প্রতিবেশীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

দার্জিলিং, 17 অগস্ট : পারিবারিক বিবাদের জেরে খুন (Siliguri Murder) ! নিজের পরিবারের দুই সদস্য-সহ তিনজনকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে ।

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের শচীন্দ্রচন্দ্র চা বাগানের দীপা লাইন এলাকার ঘটনা । খুনের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মারিয়ানুস ওরাওঁকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত ব্যক্তি তার শ্যালিকা, শ্বশুর ও প্রতিবেশী এক যুবককে খুন করেছে বলে অভিযোগ ৷ মৃত্যু হয়েছে মাহারু ওরাওঁ (67), পেনো ওরাওঁ (27) ও আলবার্ট মিনজের ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেনো ওরাওঁ শচীন্দ্রচন্দ্র চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন । সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরেন তিনি । অভিযোগ, পেনো বাড়ি ফিরতেই হঠাৎ জামাইবাবু মারিয়ানুস ওরাওঁ তাঁকে ছুরি দিয়ে কোপাতে থাকে । প্রাণে বাঁচতে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ বাবা মাহারু ওরাওঁয়ের কাছে ছুটে যান । মারিয়ানুস তাঁকেও ছুরি দিয়ে কোপায় । বাড়িতে চিৎকার শুনে তাঁদের বাঁচাতে ছুটে যায় প্রতিবেশী যুবক আলবার্ট মিনজ । এরপর তাঁকেও ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: Khela Divas : ফুটবল ম্যাচ চলাকালীন বচসার জেরে গুলি ; আহত 1

ঘটনার পরই এলাকাবাসীরা ছুটে গেলে সেখান থেকে পালিয়ে যায় মারিয়ানুস । খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়িবাড়ি বাগানের ম্যানেজার ভিপি সিং । তিনিই খড়িবাড়ি থানায় খবর দেন । গুরুতর জখম তিনজনকে প্রথমে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পেনো এবং মাহারুকে মৃত বলে ঘোষণা করেন । অ্যালবার্টকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । গভীর রাতে মৃত্যু হয় তাঁরও । দার্জিলিং জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত জানিয়েছেন, "তিনজন খুন হয়েছেন । ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে গিয়েছিল । তল্লাশি চালিয়ে মাঝরাতে মারিয়ানুস ওরাওঁকে গ্রেফতার করা হয়েছে ।"

man killed sister in law, father in law and neighbour at siliguri
খড়িবাড়িতে শ্যালিকা-শ্বশুর-প্রতিবেশীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন: Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

দেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে মনে করা হলেও, প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Afghanistan : রেস্তরাঁয় মহিলাদের সার্ভ করতে দেখেছি, ওদের চরম বিপদ ; আফগানিস্তানের অভিজ্ঞতা শোনালেন হাওড়ার ইঞ্জিনিয়র

দার্জিলিং, 17 অগস্ট : পারিবারিক বিবাদের জেরে খুন (Siliguri Murder) ! নিজের পরিবারের দুই সদস্য-সহ তিনজনকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে ।

শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি ব্লকের শচীন্দ্রচন্দ্র চা বাগানের দীপা লাইন এলাকার ঘটনা । খুনের পর অভিযান চালিয়ে অভিযুক্ত মারিয়ানুস ওরাওঁকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত ব্যক্তি তার শ্যালিকা, শ্বশুর ও প্রতিবেশী এক যুবককে খুন করেছে বলে অভিযোগ ৷ মৃত্যু হয়েছে মাহারু ওরাওঁ (67), পেনো ওরাওঁ (27) ও আলবার্ট মিনজের ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেনো ওরাওঁ শচীন্দ্রচন্দ্র চা বাগানের স্থায়ী শ্রমিক ছিলেন । সোমবার রাতে কাজ থেকে বাড়ি ফেরেন তিনি । অভিযোগ, পেনো বাড়ি ফিরতেই হঠাৎ জামাইবাবু মারিয়ানুস ওরাওঁ তাঁকে ছুরি দিয়ে কোপাতে থাকে । প্রাণে বাঁচতে মেয়েটি রক্তাক্ত অবস্থায় বৃদ্ধ বাবা মাহারু ওরাওঁয়ের কাছে ছুটে যান । মারিয়ানুস তাঁকেও ছুরি দিয়ে কোপায় । বাড়িতে চিৎকার শুনে তাঁদের বাঁচাতে ছুটে যায় প্রতিবেশী যুবক আলবার্ট মিনজ । এরপর তাঁকেও ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ ।

আরও পড়ুন: Khela Divas : ফুটবল ম্যাচ চলাকালীন বচসার জেরে গুলি ; আহত 1

ঘটনার পরই এলাকাবাসীরা ছুটে গেলে সেখান থেকে পালিয়ে যায় মারিয়ানুস । খবর পেয়ে ঘটনাস্থলে যান খড়িবাড়ি বাগানের ম্যানেজার ভিপি সিং । তিনিই খড়িবাড়ি থানায় খবর দেন । গুরুতর জখম তিনজনকে প্রথমে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে কর্তব্যরত চিকিৎসকরা পেনো এবং মাহারুকে মৃত বলে ঘোষণা করেন । অ্যালবার্টকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় । গভীর রাতে মৃত্যু হয় তাঁরও । দার্জিলিং জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত জানিয়েছেন, "তিনজন খুন হয়েছেন । ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে গিয়েছিল । তল্লাশি চালিয়ে মাঝরাতে মারিয়ানুস ওরাওঁকে গ্রেফতার করা হয়েছে ।"

man killed sister in law, father in law and neighbour at siliguri
খড়িবাড়িতে শ্যালিকা-শ্বশুর-প্রতিবেশীকে কুপিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত

আরও পড়ুন: Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

দেহগুলি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । পারিবারিক বিবাদের জেরেই এই খুন বলে মনে করা হলেও, প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ।

আরও পড়ুন: Afghanistan : রেস্তরাঁয় মহিলাদের সার্ভ করতে দেখেছি, ওদের চরম বিপদ ; আফগানিস্তানের অভিজ্ঞতা শোনালেন হাওড়ার ইঞ্জিনিয়র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.