ETV Bharat / state

"নিশ্চিন্তে থাকুন আমরাই পাহারাদার", NRC ইশুতে বললেন মুখ্যমন্ত্রী - mamata banerjee on nrc issue news today

আবার NRC ইশুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন তিনি ৷ বলেন, নিশ্চিন্তে থাকুন ৷ আমরাই পাহারাদার । এরাজ্যে NRC হবে না ।

ছবি
author img

By

Published : Oct 21, 2019, 9:33 PM IST

শিলিগুড়ি, 21 অক্টোবর : উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে ফের NRC ইশুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেও NRC ইশুতে BJP-কে একাধিকবার আক্রমণ করেছেন তিনি ৷ আজকের অনুষ্ঠানেও তিনি এই ইশুতে কেন্দ্রের শাসক দলের সমালোচনা করেন । পাশাপাশি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, "রাজ্যের মানুষ নিশ্চিন্তে থাকুন ৷ আমরাই পাহারাদার । এরাজ্যে NRC হবে না ।"

উত্তরবঙ্গে লোকসভা ভোটে রাজ্যের শাসকদলের কার্যত ভরাডুবি হয়েছে । সেখানে 8টি লোকসভা কেন্দ্রেই জিতেছে BJP । সেকথা মাথায় রেখে শিলিগুড়িতে আজকের সভা থেকে NRC ইশুতে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রী বলেন, "ওরা কাউকে বলছে হিন্দিভাষীদের তাড়াব ৷ কাউকে আবার বলছে অন্যদের তাড়াব । আসলে ভেদাভেদ তৈরি করে ওরা সকলকে আলাদা করতে চায় । স্পষ্ট করে বলতে চাই, এরাজ্যে সব ভাষার মানুষ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকুন । রাজ্যে NRC করতে দেব না । আমরাই আপনাদের পাহারাদার ।"

দেখুন ভিডিয়ো

উত্তরবঙ্গে রাজবংশী ভোটের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন, "অসমে যাঁদের নাম তালিকা থেকে বাদ গেছিল, তাঁদের একটা বড় অংশ রাজবংশী । কিন্তু এরাজ্যে এসব হবে না । আমরা বহু ভাষাকে স্বীকৃতি দিয়েছি । রাজ্যে সব ধর্মের মানুষ থাকে । তাদের সব অধিকার সুরক্ষিত এখানে । বিভেদের রাজনীতির চেষ্টা সফল হবে না এখানে । এই বাংলা শান্তির বাংলা । বাংলার মানুষকে ভাগ করতে দেব না ।"

রাজ্যের সরকারিকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "শনি ও রবিবার পুজো ৷ অন্যান্য বিশেষ দিনগুলি পড়লেও আমি ছুটি অ্যাডজাস্ট করে দিই । কালীপুজো রবিবারে হবে তাই সোমবার ছুটি দিয়েছি ৷ সরকারি অফিস সোমবার ছুটি থাকবে ।"

শিলিগুড়িতে পুলিশের তরফে আয়োজিত বিজয় সম্মিলনীতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ যোগ দিয়েছিলেন ৷ উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, মন্ত্রিসভার সদস্য গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মণ প্রমুখ ৷ আগামীকাল উত্তরকন্যায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর । এরপর বিকেলে কার্শিয়াং যাবেন তিনি ৷

শিলিগুড়ি, 21 অক্টোবর : উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এসে ফের NRC ইশুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগেও NRC ইশুতে BJP-কে একাধিকবার আক্রমণ করেছেন তিনি ৷ আজকের অনুষ্ঠানেও তিনি এই ইশুতে কেন্দ্রের শাসক দলের সমালোচনা করেন । পাশাপাশি রাজ্যবাসীকে আশ্বস্ত করে বলেন, "রাজ্যের মানুষ নিশ্চিন্তে থাকুন ৷ আমরাই পাহারাদার । এরাজ্যে NRC হবে না ।"

উত্তরবঙ্গে লোকসভা ভোটে রাজ্যের শাসকদলের কার্যত ভরাডুবি হয়েছে । সেখানে 8টি লোকসভা কেন্দ্রেই জিতেছে BJP । সেকথা মাথায় রেখে শিলিগুড়িতে আজকের সভা থেকে NRC ইশুতে নিজের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী ৷

মুখ্যমন্ত্রী বলেন, "ওরা কাউকে বলছে হিন্দিভাষীদের তাড়াব ৷ কাউকে আবার বলছে অন্যদের তাড়াব । আসলে ভেদাভেদ তৈরি করে ওরা সকলকে আলাদা করতে চায় । স্পষ্ট করে বলতে চাই, এরাজ্যে সব ভাষার মানুষ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকুন । রাজ্যে NRC করতে দেব না । আমরাই আপনাদের পাহারাদার ।"

দেখুন ভিডিয়ো

উত্তরবঙ্গে রাজবংশী ভোটের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন, "অসমে যাঁদের নাম তালিকা থেকে বাদ গেছিল, তাঁদের একটা বড় অংশ রাজবংশী । কিন্তু এরাজ্যে এসব হবে না । আমরা বহু ভাষাকে স্বীকৃতি দিয়েছি । রাজ্যে সব ধর্মের মানুষ থাকে । তাদের সব অধিকার সুরক্ষিত এখানে । বিভেদের রাজনীতির চেষ্টা সফল হবে না এখানে । এই বাংলা শান্তির বাংলা । বাংলার মানুষকে ভাগ করতে দেব না ।"

রাজ্যের সরকারিকর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "শনি ও রবিবার পুজো ৷ অন্যান্য বিশেষ দিনগুলি পড়লেও আমি ছুটি অ্যাডজাস্ট করে দিই । কালীপুজো রবিবারে হবে তাই সোমবার ছুটি দিয়েছি ৷ সরকারি অফিস সোমবার ছুটি থাকবে ।"

শিলিগুড়িতে পুলিশের তরফে আয়োজিত বিজয় সম্মিলনীতে আজ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ যোগ দিয়েছিলেন ৷ উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র, মন্ত্রিসভার সদস্য গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ, বিনয় বর্মণ প্রমুখ ৷ আগামীকাল উত্তরকন্যায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর । এরপর বিকেলে কার্শিয়াং যাবেন তিনি ৷

Intro:রাজ্যের মানুষ নিশ্চিন্তে থাকুন আমরাই পাহারাদার। এ রাজ্যে এনআরসি হবে না। মানুষের মধ্যে বিভেদ তৈরি করে এই এনআরসি করতে দেব না। আজ শিলিগুড়িতে ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের তরফে আয়োজিত বিজয়া সম্মিলনী যোগ দিয়ে মানুষের প্রতি তার আহবান জোট বেঁধে একত্রিত থাকুন। ভুল করবেন না।


Body:উত্তরবঙ্গে রাজ্যের শাসকদলের লোকসভা ভোটের ফলাফল ভালো হয়নি। সে কথা মাথায় রেখেই সরকারি সভা থেকে বিজেপির নাম না করেও বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন উত্তরবঙ্গকে অনেক দিয়েছি । নানা উন্নয়নের কর্মকাণ্ড চলছে এখানে। আগে কী ছিল উত্তরবঙ্গে? আমরা আপনাদের পাশে রয়েছি। এনআরসি প্রসঙ্গে তিনি বলেন ওরা কাউকে বলছে হিন্দি ভাষীদের তাড়াবো আপনারা নিশ্চিন্ত থাকুন। কাউকে আবার বলছে আপনারা নিশ্চিন্তে থাকুন অন্যদের তাড়াব। আসলে ভেদাভেদ তৈরি করে ওরা সকলকে আলাদা করতে চায়। স্পষ্ট করে বলতে চাই এ রাজ্যে সব ভাষার মানুষ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকুন। এ রাজ্যে এনআরসি করতে দেব না। আমরাই আপনাদের পাহারাদার। উত্তরবঙ্গের রাজবংশী ভোটের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন অসমে যাদের নাম তালিকা থেকে বাদ গিয়েছিলো তার একটা বড় অংশের মানুষ রাজবংশী। কিন্তু এ রাজ্যে এসব হবে না। আমরা বহু ভাষাকে স্বীকৃতি দিয়েছি। এ রাজ্যে সব ধর্মের মানুষ থাকেন। তাদের সব অধিকার সুরক্ষিত এখানে। বিভেদের রাজনীতি চেষ্টা হবে সফল হবেনা এখানে। এই বাংলা শান্তির বাংলা। বাংলার মানুষককে ভাগ করতে দেব না।

এদিন রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি সুখবর জানান তিনি। বলেন শনি এবং রবিবার পুজো ও অন্যান্য বিশেষ দিন গুলি পড়লে আমি ছুটি এডজাস্ট করে দেই। কালীপুজো রবিবারে হবে তাই সোমবার ছুটি দিয়েছি সরকারি অফিস সোমবার ছুটি থাকবে।


এদিন শিলিগুড়িতে পুলিশের তরফে আয়োজিত বিজয় সম্মিলনীতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বেশ কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়। ক্লাব শিক্ষাপ্রতিষ্ঠান সহ প্রতিটি জেলা থেকেই বহু মানুষ এদিন শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভায় হাজির হন। মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র মন্ত্রিসভার সদস্য গৌতম দেব রবীন্দ্রনাথ ঘোষ বিনয় বর্মন প্রমূখ।

আগামীকাল উত্তরকন্যায় আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি জেলার প্রশাসনিক সভা করার কথা মুখ্যমন্ত্রীর। এরপর বিকেলে কার্শিয়াং যাবেন তিনি


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.