ETV Bharat / state

শিলিগুড়িতে চা বাগানে লকআউট, কাজ হারালেন বহু শ্রমিক - 1100 people jobless

শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় ভোজ নারায়ণ চা বাগান বন্ধ ৷ এর জেরে প্রায় 1100 জন মানুষ কাজ হারিয়েছেন ইতিমধ্যে ৷ শিলিগুড়ি শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাগান খোলাতে দ্রুত দু'পক্ষকে নিয়ে বৈঠক করা হবে ।

ছবি
author img

By

Published : Nov 12, 2019, 4:51 AM IST

শিলিগুড়ি, 12 নভেম্বর : শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বন্ধ হল চা বাগান । এর জেরে কাজ হারিয়েছেন প্রায় 1100 জন শ্রমিক । রবিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, বাগানে তালা ঝুলছে৷ বেশ কয়েকদিন ধরেই ওই বাগানে বেতন বৈষম্য নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বিরোধ চলছিল ।

লিন পিরিয়ডে এবার বন্ধ হল ফাঁসিদেওয়ার ভোজ নারায়ণ চা বাগান । প্রায় 1100 জন শ্রমিক এই বাগানে কাজ করতেন । শ্রমিক সংগঠন সূত্রে খবর, বেতন বৈষম্য নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই বাগানের মালিক পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ ছিল । তবে শনিবার অবধি বাগানের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছিল । রবিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন, বাগান লক আউট ঘোষণা করেছে মালিকপক্ষ । এরপর বাগানের সামনে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় । বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । শ্রমিকপক্ষের অভিযোগ বাগানে এমন কোনও পরিস্থিতি হয়নি, যাতে বাগান বন্ধ ঘোষণা করতে হয় । আসলে লিন পিরিয়ডে বাগানের আর্থিক দায় ঝেড়ে ফেলতেই চলে গেলেন মালিকপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের বকেয়া টাকা রবিবারের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা দিয়েছিল মালিকপক্ষ । রবিবার ছুটির দিনেও শ্রমিকরা বাগানে আসেন । কিন্তু মালিক পক্ষের কেউ বাগানে ছিলেন না । ছুটির দিন বলে বাগান বন্ধ ভেবে শ্রমিকরা বাড়ি ফিরে যান । গতকাল সকালে জানা যায় বাগান লকআউট হয়ে গেছে । এনিয়ে, বাগান মালিকদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে শিলিগুড়ি শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাগান খোলাতে দ্রুত দু'পক্ষকে নিয়ে বৈঠক করা হবে ।

শিলিগুড়ি, 12 নভেম্বর : শিলিগুড়ির ফাঁসি দেওয়ায় বন্ধ হল চা বাগান । এর জেরে কাজ হারিয়েছেন প্রায় 1100 জন শ্রমিক । রবিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন, বাগানে তালা ঝুলছে৷ বেশ কয়েকদিন ধরেই ওই বাগানে বেতন বৈষম্য নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বিরোধ চলছিল ।

লিন পিরিয়ডে এবার বন্ধ হল ফাঁসিদেওয়ার ভোজ নারায়ণ চা বাগান । প্রায় 1100 জন শ্রমিক এই বাগানে কাজ করতেন । শ্রমিক সংগঠন সূত্রে খবর, বেতন বৈষম্য নিয়ে বেশ কয়েকদিন ধরেই ওই বাগানের মালিক পক্ষের সঙ্গে তাঁদের বিরোধ ছিল । তবে শনিবার অবধি বাগানের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছিল । রবিবার সাপ্তাহিক ছুটির পর গতকাল শ্রমিকরা কাজে যোগ দিতে এসে জানতে পারেন, বাগান লক আউট ঘোষণা করেছে মালিকপক্ষ । এরপর বাগানের সামনে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয় । বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । শ্রমিকপক্ষের অভিযোগ বাগানে এমন কোনও পরিস্থিতি হয়নি, যাতে বাগান বন্ধ ঘোষণা করতে হয় । আসলে লিন পিরিয়ডে বাগানের আর্থিক দায় ঝেড়ে ফেলতেই চলে গেলেন মালিকপক্ষ।

শ্রমিকদের অভিযোগ, তাঁদের বকেয়া টাকা রবিবারের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা দিয়েছিল মালিকপক্ষ । রবিবার ছুটির দিনেও শ্রমিকরা বাগানে আসেন । কিন্তু মালিক পক্ষের কেউ বাগানে ছিলেন না । ছুটির দিন বলে বাগান বন্ধ ভেবে শ্রমিকরা বাড়ি ফিরে যান । গতকাল সকালে জানা যায় বাগান লকআউট হয়ে গেছে । এনিয়ে, বাগান মালিকদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি । তবে শিলিগুড়ি শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে, বাগান খোলাতে দ্রুত দু'পক্ষকে নিয়ে বৈঠক করা হবে ।

Intro:শিলিগুড়ি মহকুমা ফাঁসি দেওয়া এলাকায় ফের বন্ধ হল চা বাগান। কাজ হারালেন বাগানের এগারোশো শ্রমিক। গতকাল রবিবার সাপ্তাহিক ছুটির পর আজ কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখেন বাগানে তালা ঝুলানো হয়েছে। বেশ কিছুদিন ধরেই ওই বাগানে বেতন বৈষম্য নিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে বিরোধ চলছিল।


Body:লিন পিরিয়ডে এবার বন্ধ হল ফাঁসিদেওয়ার ভোজ নারায়ন চা বাগান। এই চা বাগানে কাজ করতেন 1100 শ্রমিক। শ্রমিক সংগঠন সূত্রে খবর, বেতন বৈষম্য নিয়ে বেশ কিছুদিন ধরেই ওই বাগানের মালিক পক্ষের সঙ্গে তাদের বিরোধ ছিল। তবে গত শনিবার অবধি বাগানের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলেছিল। রবিবার সাপ্তাহিক ছুটির পর আজ কাজে যোগ দিতে এসে শ্রমিকরা জানতে পারেন বাগান লক আউট ঘোষণা করেছে মালিকপক্ষ। এরপর বাগানের সামনে শুরু হয় শ্রমিকদের বিক্ষোভ। বিভিন্ন ইউনিয়নের শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। শ্রমিকপক্ষের অভিযোগ বাগানে এমন কোনো পরিস্থিতি হয়নি যাতে বাগান বন্ধ ঘোষণা করতে হয়। আসলে লিন পিরিয়ডে বাগানের আর্থিক দায় ঝেড়ে ফেলতেই চলে গেলেন মালিকপক্ষ।

শ্রমিকরা অভিযোগ করেন, শ্রমিকদের বেশকিছু বকেয়া রবিবারের মধ্যে মিটিয়ে দেওয়ার কথা দিয়েছিল মালিকপক্ষ। গতকাল রবিবার ছুটির দিনেও শ্রমিকরা বাগানে আসেন। কিন্তু মালিক পক্ষের কেউ বাগানে ছিলেন না। ছুটির দিন বলে বাগান বন্ধ ভেবে শ্রমিকরা বাড়ি ফিরে যান। আজ সকালে জানা যায় বাগান নকআউট হয়ে গিয়েছে। তরাই অঞ্চলের নাম করা এই বাগান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে হতবাক হয়েছে শ্রমিক সংগঠনগুলো। এ নিয়ে বাগান মালিকদের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শিলিগুড়িতে শ্রম দপ্তর সূত্রে জানানো হয়েছে এই বাগান খোলাতে দ্রুত দুই পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.