ETV Bharat / state

CM Meeting in Siliguri: মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা, মাধ্যমিক পরীক্ষায় ব্যাঘাতের অভিযোগ বামেদের - Madhyamik exam procedure disrupted

মঙ্গলবার থেকে তিনদিনের উত্তরবঙ্গে সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শিলিগুড়িতে মঙ্গলবারই সভা রয়েছে তাঁর । আর এই সভার কারণে ব্যাঘাত ঘটতে পারে মাধ্যমিকের পরীক্ষার (Madhyamik exam) । এমনই অভিযোগ বাম শিক্ষক সংগঠনের ।

Mamata Banerjee Meeting
মুখ্যমন্ত্রীর সভা
author img

By

Published : Feb 20, 2023, 8:33 PM IST

মঙ্গলবার শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা

শিলিগুড়ি, 20 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার মাঝে মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ক্ষোভপ্রকাশ করেছে রাজনৈতিক ও শিক্ষকমহল । মঙ্গলবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনদিনের সফরে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যে মমতার অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব জেলাজুড়ে ।

মঙ্গলবার একদিকে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভা ৷ অন্যদিকে, 23 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik exam) । ফলে যেখানে মাধ্যমিক পরীক্ষা নিয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ব্যস্ত থাকার কথা সেখানে বর্তমানে সমস্ত প্রশাসন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত । এই অভিযোগ তুলতে পিছপা হয়নি বাম শিক্ষক সংগঠনের নেতৃত্ব । তবে বাম শিক্ষক সংগঠনের তোলা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে শাসকদলের নেতৃত্ব । নিখিলবঙ্গ শিক্ষক সংগঠনের দার্জিলিং জেলা সম্পাদক বিদ্যুৎ রাজগুরু বলেন, "মুখ্যমন্ত্রীর সভার ফলে সমস্যায় পরতে হবে মাধ্যমিক পরীক্ষার পরিচালনায় । কারণ মাধ্যমিক পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা । এই পরীক্ষার আগে বহু প্রশাসনিক ও প্রক্রিয়াগত কাজ থাকে ৷ সেগুলিতে ব্যাঘাত ঘটবে।"

প্রাক্তন শিক্ষক তমাল চন্দের বক্তব্য, মাধ্যমিক পরীক্ষার আগে প্রক্রিয়াগত বহু কাজ থাকে । বিশেষ করে প্রশ্নপত্র সংক্রান্ত গোপনীয় কাজ ৷ প্রশাসন যদি মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ব্যস্ত থাকে তবে সেইসব কাজ বন্ধ থাকবে । মাইক বাজানো নিয়েও প্রশ্ন তোলেন এই প্রাক্তন শিক্ষক ৷ তবে এই অভিযোগের বিরোধীতা করেন তৃণমূল কংগ্রেস শিক্ষক সংগঠনের সম্পাদক সুপ্রকাশ রায় ৷ তিনি বলেন, "এইসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন । সব কাজ আগে প্রশাসন ও পুলিশ শেষ করে ফেলেছে । ফলে মুখ্যমন্ত্রীর সফরে বরং জেলার মানুষ উপকৃত হবে ৷ আর মাইকও শব্দ সীমা অনুযায়ী চালানো হবে ।"

উল্লেখ্য, এবারের শিলিগুড়ি শিক্ষা জেলা থেকে সাড়ে 13 হাজার পরীক্ষার্থী মাধ্যমিক দেবে। শতাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতে মূলত শিলিগুড়ি থেকেই প্রশ্নপত্র বিতরণ করা হয় । প্রত্যেক জেলার পাশাপাশি মূল পরীক্ষাকেন্দ্রে প্রশ্ন ও উত্তরপত্র পাঠানো, পরীক্ষাকেন্দ্রে নজরদারির মতো কাজ থাকে ৷ যার গুরু দায়িত্ব প্রশাসন ও পুলিশ আধিকারিকদের উপর ন্যস্ত থাকে । পরিস্থিতি সামাল দিতে তিন কোম্পানি অন্য জেলা থেকে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার আনছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । কিন্তু এসবের পরেও মাধ্যমিক পরিচালনায় সমস্যায় পরতে পারে প্রশাসন ও পুলিশ বলে মনে করা হচ্ছে ।

মঙ্গলবার হেলিকপ্টারে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে রাজ্য সশস্ত্র পুলিশের ব্যারাকে নামবেন মুখ্যমন্ত্রী । সেখান থেকে সড়কপথে যাবেন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ৷ সেখানে সভা করবেন তিনি । এরপর সেখান থেকে ফের শাখা সচিবালয় উত্তরকন্যায় রাত্রিবাস করবেন তিনি । পরের দিন সকালে অর্থাৎ বুধবার উত্তরকন্যা থেকে পুলিশ ব্যারাকে যাবেন । সেখান থেকে হেলিকপ্টারে মেঘালয় যাবেন মুখ্যমন্ত্রী । সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । দু'জনেই আবার সেইদিনই হেলিকপ্টারে ফেরত চলে আসবেন উত্তরকন্যায়। সেখানে রাত্রিবাস করবেন ৷ পরের দিন কলকাতা ফিরবেন।

আরও পড়ুন: মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা, প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.