দার্জিলিং, 12 জুন : বৃষ্টি শুরু হতেই ফের ধসের কবলে পাহাড়ের একাধিক এলাকা ৷ এর আগে কালিম্পঙের রিশির পেডংগামী রাস্তায় ধস নেমেছিল ৷ এবার টানা বৃষ্টির জেরে ফের ধস পাহাড়ে । রবিবার সকালে সেবকের কালীমন্দির পার করে করোনেশন সেতুর কাছে ধসে অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক (Landslide cut off Road Communication) ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিনের ধসে পাহাড় থেকে নেমে আসে বড় বড় পাথর । রাস্তার পাশে থাকা একটি গাড়ির উপর পাথর পড়লে তা উলটে যায়। গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে । অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন ওই গাড়ির চালক ও যাত্রীরা । তাঁরা রাস্তার পাশে গাড়ি রেখে মন্দিরে পূজো দিতে গিয়েছিলেন । ঠিক সেই সময় ধস নামে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সেবক ফাঁড়ির পুলিশ ।
আরও পড়ুন : শিলিগুড়ি থেকে সিকিমগামী একাধিক রাস্তায় ধস
পরে জেলাপ্রশাসন ও পুলিশ রাস্তা পরিষ্কারের কাজ শুরু করে। কয়েক ঘণ্টা পর ফের যান চলাচল স্বাভাবিক হয় । ধস কবলিত এলাকায় পৌঁছে পর্যবেক্ষণ করছে জেলা প্রশাসন, পুলিশ ও বর্ডার রোড অর্গানাইজেশনের আধিকারিকরা ।