দার্জিলিং, কালিম্পং, 20 জুন: রাতভর ভারী বৃষ্টির জেরে ধস নামল 10 নম্বর জাতীয় সড়কে ৷ সোমবার ভোরে 10 নম্বর জাতীয় সড়কের দার্জিলিং ও কালিম্পং জেলা মিলিয়ে মোট তিন জায়গায় ধস নেমেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে (Landslide at NH10 in Darjeeling-Kalimpong Due to Heavy Rainfall) ৷ যার ফলে জাতীয় সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে ৷
এ দিন ভোরে দার্জিলিং জেলার আন্ধেরিঝোড়ায় ধস নামে ৷ ভোরের দিকে যান চলাচল কম থাকায় সে ভাবে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ৷ অন্যদিকে, কালিম্পঙের মংপো ফটকের কাছে জাতীয় সড়কে দু’টি জায়গায় ধস নামে (Landslide in Darjeeling-Kalimpong) ৷ যদিও, খবর পাওয়া মাত্র কালিম্পং জেলা প্রশাসন ও বর্ডার রোড অর্গানাইজেশন ওই দু’টি ধস সরিয়ে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করে দেয় ৷ কিন্তু, আন্ধেরিঝোড়ার ধস বড়সড় হওয়ায় এখনও তা সরানো সম্ভব হয়নি ৷
ধস সরানো না যাওয়ায় সিকিম ও কালিম্পংগামী সমস্ত গাড়ি পেশক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন ৷ ইতিমধ্যে জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন ৷ এ দিকে জাতীয় সড়কে ধসের জেরে তীব্র যানজট তৈরি হয়েছে ৷ ধসের কারণে সেভকের করোনেশন বা বাগপুল, রম্ভি ও কালিঝোড়ায় অনেক গাড়ি দাঁড়িয়ে গিয়েছে ৷ কালিম্পঙের জেলাশাসক আর বিমলা বলেন, ‘‘জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ চলছে ৷ খুব দ্রুত সড়ক খুলে যাবে ৷ রাতভর টানা ভারী বৃষ্টির কারণে ধসের ঘটনা ঘটেছে ৷ আমরা পরিস্থিতির উপর নজর রাখছি ৷ ইতিমধ্যে এক জায়গার ধস সরানো হয়েছে ৷’’