ETV Bharat / state

Landslide : টানা বৃষ্টির জেরে পাহাড়ে জাতীয় সড়কে ধস, শিলিগুড়িতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা - Darjeeling

টানা 24 ঘণ্টা মুষলধারায় বৃষ্টির জেরে একদিকে যেমন পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে, অন্যদিকে সমতলে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা । শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলের নিচে চলে গিয়েছে । ফলে ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে ।

landslide at darjeeling hill due to heavy rain
Landslide : টানা বৃষ্টির জেরে পাহাড়ে জাতীয় সড়কে ধস, শিলিগুড়িতে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
author img

By

Published : Aug 28, 2021, 5:42 PM IST

দার্জিলিং, 28 অগস্ট : টানা 24 ঘণ্টা মুষলধারায় বৃষ্টির জেরে একদিকে যেমন পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে, অন্যদিকে সমতলে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা । শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলের নিচে চলে গিয়েছে । ফলে ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে ।

আরও পড়ুন : Heroin Seized : ফাঁসিদেওয়ায় বাজেয়াপ্ত 2 কোটির হেরোইন, গ্রেফতার 4

টানা বৃষ্টির জেরে এদিন কালিম্পংয়ের 29 মাইলে একাধিক ধসের ঘটনা ঘটে । ধসের জেরে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী জাতীয় সড়ক । রাস্তার দু’ধারে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে কালিম্পং জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল, দমকল ও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, বর্ডার রোড অর্গানাইজেশন রাস্তা থেকে ধস সরানোর কাজে নামে ।

আরও পড়ুন : Vistadome Coach: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

এদিন বিকেল পর্যন্ত রাস্তা থেকে ধস সরানোর কাজ চলেছে বলে খবর । সিকিম ও কালিম্পংগামী সমস্ত গাড়ি দার্জিলিং ও ডুয়ার্স দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ধসপ্রবণ এলাকায় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ । তবে বিকেলের মধ্যে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ।

অন্যদিকে টানা বৃষ্টির ফলে শিলিগুড়ি পৌরনিগমের অন্তত 14টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে গিয়েছে । মহাকালপল্লি, অশোকনগর, হায়দরপাড়া, 4, 16, 36, 42, 47 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় জল ঢুকে পড়ে । মহানন্দা নদীর জলও বিপদসীমার কাছাকাছি বইছে ।

আরও পড়ুন : Protest In Darjeeling : হেরিটেজ টয়ট্রেনকে বেসরকারিকরণের প্রতিবাদে 11টি রেল স্টেশনে বিক্ষোভ

জলমগ্ন পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে শিলিগুড়ি পৌরনিগমের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে । তবে অভিযোগ উঠেছে, শহরের নিকাশি নালা ঠিকমতো পরিষ্কার না করার ফলে প্রতিবারই ওইসব এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ৷

দার্জিলিং, 28 অগস্ট : টানা 24 ঘণ্টা মুষলধারায় বৃষ্টির জেরে একদিকে যেমন পাহাড়ে ধসের ঘটনা ঘটেছে, অন্যদিকে সমতলে জলমগ্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা । শিলিগুড়ি শহরের একাধিক ওয়ার্ড জলের নিচে চলে গিয়েছে । ফলে ক্ষোভ ছড়িয়েছে শহরবাসীর মধ্যে ।

আরও পড়ুন : Heroin Seized : ফাঁসিদেওয়ায় বাজেয়াপ্ত 2 কোটির হেরোইন, গ্রেফতার 4

টানা বৃষ্টির জেরে এদিন কালিম্পংয়ের 29 মাইলে একাধিক ধসের ঘটনা ঘটে । ধসের জেরে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী জাতীয় সড়ক । রাস্তার দু’ধারে তীব্র যানজটের সৃষ্টি হয় । খবর পেয়ে কালিম্পং জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দল, দমকল ও গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, বর্ডার রোড অর্গানাইজেশন রাস্তা থেকে ধস সরানোর কাজে নামে ।

আরও পড়ুন : Vistadome Coach: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে

এদিন বিকেল পর্যন্ত রাস্তা থেকে ধস সরানোর কাজ চলেছে বলে খবর । সিকিম ও কালিম্পংগামী সমস্ত গাড়ি দার্জিলিং ও ডুয়ার্স দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে । ধসপ্রবণ এলাকায় যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ । তবে বিকেলের মধ্যে রাস্তা পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করা হবে বলে জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ।

অন্যদিকে টানা বৃষ্টির ফলে শিলিগুড়ি পৌরনিগমের অন্তত 14টি ওয়ার্ড সম্পূর্ণ জলমগ্ন হয়ে গিয়েছে । মহাকালপল্লি, অশোকনগর, হায়দরপাড়া, 4, 16, 36, 42, 47 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় জল ঢুকে পড়ে । মহানন্দা নদীর জলও বিপদসীমার কাছাকাছি বইছে ।

আরও পড়ুন : Protest In Darjeeling : হেরিটেজ টয়ট্রেনকে বেসরকারিকরণের প্রতিবাদে 11টি রেল স্টেশনে বিক্ষোভ

জলমগ্ন পরিস্থিতি সামাল দিতে সকাল থেকে শিলিগুড়ি পৌরনিগমের তরফে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করা হয়েছে । তবে অভিযোগ উঠেছে, শহরের নিকাশি নালা ঠিকমতো পরিষ্কার না করার ফলে প্রতিবারই ওইসব এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.