ETV Bharat / state

Rapist Father Gets 25 Years: ধর্ষক বাবাকে 25 বছরের সশ্রম কারাদণ্ড দিল কার্শিয়াঙের আদালত

author img

By

Published : Mar 1, 2023, 1:07 PM IST

Updated : Mar 1, 2023, 3:55 PM IST

দিনের পর দিন বাবার হাতে লালসার শিকার হয়েছে নাবালিকা ৷ তার অভিযোগের ভিত্তিতে ধর্ষক (Rapist Father Gets 25 Years) বাবাকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল কার্শিয়াঙের আদালত (Kurseong Court)৷

arrest ETV Bharat
গ্রেফতার
সরকারের পক্ষের বিশেষ আইনজীবী

কার্শিয়াং, 1 মার্চ: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ (Rapist Father Gets 25 Years) করেছে বাবা ৷ কুৎসিত এই ঘটনা কার্শিয়াঙের ৷ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কার্শিয়াঙের অতিরিক্ত দায়রা এবং পকসোর বিশেষ আদালত (Kurseong Court)৷ জঘন্য এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক (25 years rigorous imprisonment)৷ জরিমানা করা হয়েছে 50 হাজার টাকা ৷

প্রায় রোজই বাবার লালসার শিকার কন্যা: সরকারের পক্ষের বিশেষ আইনজীবী রমেশ আগরওয়াল জানিয়েছেন, 2018 সালের 9 জানুয়ারি 15 বছর বয়সি এক কিশোরী কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগ ছিল যে, তার 35 বছর বয়সি বাবা 2017 সালের ডিসেম্বর মাস থেকে বাড়িতেই তার উপর যৌন নিপীড়ন এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছে । প্রায় প্রতিদিনই তাকে তার বাবার লালসার শিকার হতে হয় বলে অভিযোগ করে ওই কিশোরী ৷

সৎ মাকে জানিয়েও লাভ হয়নি: সে পুলিশকে জানায়, গোটা ঘটনা তার সৎ মাকে জানালেও লাভ হয়নি ৷ এরপর বাধ্য হয়ে 2018 সালের 9 জানুয়ারি সে পুলিশের দ্বারস্থ হয় ৷ বাবা দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালায় বলে জানিয়ে কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করে মেয়েটি ।

দোষী সাব্যস্ত করে আদালত: এই অভিযোগ পেয়ে সেই ব্যক্তিকে তার কন্যাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ ৷ পকসোর 6 নং ধারায় কার্শিয়াঙের বিশেষ আদালতে এই নিয়ে মামলা শুরু হয় । প্রায় পাঁচ বছর দুপক্ষের সওয়াল-জবাব শোনার পর মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে ৷ নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের পাশাপাশি তার আত্মীয়ের বক্তব্য এবং অন্যান্য প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পক্সোর 6 নং ধারায় ওই ব্যক্তিকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে কার্শিয়া অতিরিক্ত দায়রা ও বিশেষ পকসো আদালত ৷

আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগে 10 দিন পরেও কেন নেওয়া হয়নি গোপন জবানবন্দি ? ক্ষুব্ধ হাইকোর্ট

25 বছরের কারাদণ্ড: এই অপরাধের জন্য দোষী পিতাকে 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত । এ ছাড়াও তাকে 50,000 টাকা জরিমানাও দিতে বলা হয়েছে ৷ সরকার পক্ষের বিশেষ আইনজীবী রমেশ আগরওয়াল আরও জানিয়েছেন যে, অভিযুক্তের তিন জন স্ত্রী রয়েছে ৷

সরকারের পক্ষের বিশেষ আইনজীবী

কার্শিয়াং, 1 মার্চ: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণ (Rapist Father Gets 25 Years) করেছে বাবা ৷ কুৎসিত এই ঘটনা কার্শিয়াঙের ৷ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে কার্শিয়াঙের অতিরিক্ত দায়রা এবং পকসোর বিশেষ আদালত (Kurseong Court)৷ জঘন্য এই অপরাধের জন্য ওই ব্যক্তিকে 25 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক (25 years rigorous imprisonment)৷ জরিমানা করা হয়েছে 50 হাজার টাকা ৷

প্রায় রোজই বাবার লালসার শিকার কন্যা: সরকারের পক্ষের বিশেষ আইনজীবী রমেশ আগরওয়াল জানিয়েছেন, 2018 সালের 9 জানুয়ারি 15 বছর বয়সি এক কিশোরী কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগ ছিল যে, তার 35 বছর বয়সি বাবা 2017 সালের ডিসেম্বর মাস থেকে বাড়িতেই তার উপর যৌন নিপীড়ন এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছে । প্রায় প্রতিদিনই তাকে তার বাবার লালসার শিকার হতে হয় বলে অভিযোগ করে ওই কিশোরী ৷

সৎ মাকে জানিয়েও লাভ হয়নি: সে পুলিশকে জানায়, গোটা ঘটনা তার সৎ মাকে জানালেও লাভ হয়নি ৷ এরপর বাধ্য হয়ে 2018 সালের 9 জানুয়ারি সে পুলিশের দ্বারস্থ হয় ৷ বাবা দিনের পর দিন তার উপর যৌন নির্যাতন চালায় বলে জানিয়ে কার্শিয়াং থানায় অভিযোগ দায়ের করে মেয়েটি ।

দোষী সাব্যস্ত করে আদালত: এই অভিযোগ পেয়ে সেই ব্যক্তিকে তার কন্যাকে ধর্ষণের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ ৷ পকসোর 6 নং ধারায় কার্শিয়াঙের বিশেষ আদালতে এই নিয়ে মামলা শুরু হয় । প্রায় পাঁচ বছর দুপক্ষের সওয়াল-জবাব শোনার পর মঙ্গলবার দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্তকে ৷ নির্যাতিতার মেডিক্যাল রিপোর্টের পাশাপাশি তার আত্মীয়ের বক্তব্য এবং অন্যান্য প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পক্সোর 6 নং ধারায় ওই ব্যক্তিকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত করে কার্শিয়া অতিরিক্ত দায়রা ও বিশেষ পকসো আদালত ৷

আরও পড়ুন: গণধর্ষণের অভিযোগে 10 দিন পরেও কেন নেওয়া হয়নি গোপন জবানবন্দি ? ক্ষুব্ধ হাইকোর্ট

25 বছরের কারাদণ্ড: এই অপরাধের জন্য দোষী পিতাকে 25 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত । এ ছাড়াও তাকে 50,000 টাকা জরিমানাও দিতে বলা হয়েছে ৷ সরকার পক্ষের বিশেষ আইনজীবী রমেশ আগরওয়াল আরও জানিয়েছেন যে, অভিযুক্তের তিন জন স্ত্রী রয়েছে ৷

Last Updated : Mar 1, 2023, 3:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.