শিলিগুড়ি, 9 জুন : করোনা সংক্রমিত হয়ে প্রয়াত হলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (কেপিপি) (Kamtapur Progressive Party) সভাপতি অতুল রায় (Atul Roy) । গত 22 মে থেকে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি । সেখানেই বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
অতুল রায়ের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন বিকেলে তাঁকে শ্রদ্ধা জানাতে নার্সিংহোমে যান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ৷ অতুল রায় কামতাপুর আন্দোলনের অন্যতম নেতা । শেষে কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তিনি । অতুল রায়ের মৃত্যুতে কামতাপুর আন্দোলনের একটা অধ্যায় শেষ হল বলে ধারণা রাজনৈতিক মহলের । তাঁর প্রয়াণে শোকাহত উত্তরবঙ্গ ৷
-
Deeply saddened at the demise of Atul Roy who was serving as the Vice Chairman of Kamtapuri Bhasha Academy. I offer my heartfelt condolences to his family and loves ones.
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
His dedicated & continuous fight for the people of North Bengal will always be etched in our hearts.
">Deeply saddened at the demise of Atul Roy who was serving as the Vice Chairman of Kamtapuri Bhasha Academy. I offer my heartfelt condolences to his family and loves ones.
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2021
His dedicated & continuous fight for the people of North Bengal will always be etched in our hearts.Deeply saddened at the demise of Atul Roy who was serving as the Vice Chairman of Kamtapuri Bhasha Academy. I offer my heartfelt condolences to his family and loves ones.
— Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2021
His dedicated & continuous fight for the people of North Bengal will always be etched in our hearts.
বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গে কামতাপুর আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন অতুল রায় । বাম আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠনপাঠন বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি । 1996 সালের 7 জানুয়ারি কেপিপি দলের প্রতিষ্ঠা করেন অতুল । দলের প্রতিষ্ঠার পর থেকেই কামতাপুর আন্দোলনের মধ্যে দিয়ে কামতাপুরী ভাষাকে স্বীকৃতির দাবি জানিয়ে আন্দোলন আরও তীব্র করেন । 2014 সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়াকে (Surinderjeet Singh Ahluwalia) সমর্থনের কথা ঘোষণা করে ছিলেন তিনি । এছাড়াও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে ছিলেন । 2019 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অতুন । এরপর তাঁকে রাজ্য সরকার কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে বসায় ।
গত 22 মে করোনায় সংক্রামিত হন তিনি । প্রথমে তাঁকে শিলিগুড়ির প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । তবে দীর্ঘদিন ধরে নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলার কারণে আর্থিকভাবে সমস্যায় পড়ায় দলের তরফ থেকে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়েছিল । সেই মতো রাজ্যের তরফে সমস্ত সহযোগিতাও করা হয়েছিল । কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ।
মৃত্যুকালে অতুলের বয়স হয়েছিল 60 ৷ তাঁর পরিবারে রয়েছেন দুই মেয়ে এবং বৃদ্ধ মা ।
শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "খুবই দুর্ভাগ্যজনক । এক অপূরণীয় ক্ষতি হয়েছে । মুখ্যমন্ত্রী বলেছেন, যাতে তাঁর পরিবারের কোনও অসুবিধা না হয় সে-দিকে বিশেষ নজর দিতে ।"
আরও পড়ুন : টিকাকরণ নিয়ে নয়া পোর্টাল এখনই চালু করছে না রাজ্য