ETV Bharat / state

Corona : করোনায় প্রয়াত কেপিপি নেতা অতুল রায়, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর - KPP leader Atul Roy

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (কেপিপি) (Kamtapur Progressive Party) সভাপতি অতুল রায়ের (Atul Roy) ৷ গত 22 মে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ চিকিৎসা চলছিল শিলিগুড়ির একটি নার্সিংহোমে ৷ এদিন বিকেলে সেখানেই মৃত্যু হয় তাঁর ৷ শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷

করোনায় মৃত্যু অতুল রায়ের ৷
করোনায় মৃত্যু অতুল রায়ের ৷
author img

By

Published : Jun 9, 2021, 7:44 PM IST

শিলিগুড়ি, 9 জুন : করোনা সংক্রমিত হয়ে প্রয়াত হলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (কেপিপি) (Kamtapur Progressive Party) সভাপতি অতুল রায় (Atul Roy) । গত 22 মে থেকে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি । সেখানেই বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

অতুল রায়ের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন বিকেলে তাঁকে শ্রদ্ধা জানাতে নার্সিংহোমে যান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ৷ অতুল রায় কামতাপুর আন্দোলনের অন্যতম নেতা । শেষে কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তিনি । অতুল রায়ের মৃত্যুতে কামতাপুর আন্দোলনের একটা অধ্যায় শেষ হল বলে ধারণা রাজনৈতিক মহলের । তাঁর প্রয়াণে শোকাহত উত্তরবঙ্গ ৷

  • Deeply saddened at the demise of Atul Roy who was serving as the Vice Chairman of Kamtapuri Bhasha Academy. I offer my heartfelt condolences to his family and loves ones.

    His dedicated & continuous fight for the people of North Bengal will always be etched in our hearts.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গে কামতাপুর আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন অতুল রায় । বাম আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠনপাঠন বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি । 1996 সালের 7 জানুয়ারি কেপিপি দলের প্রতিষ্ঠা করেন অতুল । দলের প্রতিষ্ঠার পর থেকেই কামতাপুর আন্দোলনের মধ্যে দিয়ে কামতাপুরী ভাষাকে স্বীকৃতির দাবি জানিয়ে আন্দোলন আরও তীব্র করেন । 2014 সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়াকে (Surinderjeet Singh Ahluwalia) সমর্থনের কথা ঘোষণা করে ছিলেন তিনি । এছাড়াও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে ছিলেন । 2019 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অতুন । এরপর তাঁকে রাজ্য সরকার কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে বসায় ।

করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিকেলে মৃত্যু হল কেপিপি নেতা অতুল রায়ের ৷

গত 22 মে করোনায় সংক্রামিত হন তিনি । প্রথমে তাঁকে শিলিগুড়ির প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । তবে দীর্ঘদিন ধরে নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলার কারণে আর্থিকভাবে সমস্যায় পড়ায় দলের তরফ থেকে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়েছিল । সেই মতো রাজ্যের তরফে সমস্ত সহযোগিতাও করা হয়েছিল । কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেপিপি নেতা অতুল রায় ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেপিপি নেতা অতুল রায় ৷

মৃত্যুকালে অতুলের বয়স হয়েছিল 60 ৷ তাঁর পরিবারে রয়েছেন দুই মেয়ে এবং বৃদ্ধ মা ।

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "খুবই দুর্ভাগ্যজনক । এক অপূরণীয় ক্ষতি হয়েছে । মুখ্যমন্ত্রী বলেছেন, যাতে তাঁর পরিবারের কোনও অসুবিধা না হয় সে-দিকে বিশেষ নজর দিতে ।"

আরও পড়ুন : টিকাকরণ নিয়ে নয়া পোর্টাল এখনই চালু করছে না রাজ্য

শিলিগুড়ি, 9 জুন : করোনা সংক্রমিত হয়ে প্রয়াত হলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির (কেপিপি) (Kamtapur Progressive Party) সভাপতি অতুল রায় (Atul Roy) । গত 22 মে থেকে করোনা ভাইরাসে সংক্রামিত হয়ে শিলিগুড়িতে একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন তিনি । সেখানেই বুধবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

অতুল রায়ের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন বিকেলে তাঁকে শ্রদ্ধা জানাতে নার্সিংহোমে যান শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব ৷ অতুল রায় কামতাপুর আন্দোলনের অন্যতম নেতা । শেষে কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন তিনি । অতুল রায়ের মৃত্যুতে কামতাপুর আন্দোলনের একটা অধ্যায় শেষ হল বলে ধারণা রাজনৈতিক মহলের । তাঁর প্রয়াণে শোকাহত উত্তরবঙ্গ ৷

  • Deeply saddened at the demise of Atul Roy who was serving as the Vice Chairman of Kamtapuri Bhasha Academy. I offer my heartfelt condolences to his family and loves ones.

    His dedicated & continuous fight for the people of North Bengal will always be etched in our hearts.

    — Mamata Banerjee (@MamataOfficial) June 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বেশ কয়েক বছর আগে উত্তরবঙ্গে কামতাপুর আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়ে ছিলেন অতুল রায় । বাম আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় পঠনপাঠন বাধ্যতামূলক করার দাবিতে আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন তিনি । 1996 সালের 7 জানুয়ারি কেপিপি দলের প্রতিষ্ঠা করেন অতুল । দলের প্রতিষ্ঠার পর থেকেই কামতাপুর আন্দোলনের মধ্যে দিয়ে কামতাপুরী ভাষাকে স্বীকৃতির দাবি জানিয়ে আন্দোলন আরও তীব্র করেন । 2014 সালে লোকসভা নির্বাচনে দার্জিলিং বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুয়ালিয়াকে (Surinderjeet Singh Ahluwalia) সমর্থনের কথা ঘোষণা করে ছিলেন তিনি । এছাড়াও উত্তরবঙ্গকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে ছিলেন । 2019 সালে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন অতুন । এরপর তাঁকে রাজ্য সরকার কামতাপুর ভাষা অ্যাকাডেমির ভাইস চেয়ারম্যান পদে বসায় ।

করোনায় আক্রান্ত হয়ে বুধবার বিকেলে মৃত্যু হল কেপিপি নেতা অতুল রায়ের ৷

গত 22 মে করোনায় সংক্রামিত হন তিনি । প্রথমে তাঁকে শিলিগুড়ির প্রধাননগরের একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হলে শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । তবে দীর্ঘদিন ধরে নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলার কারণে আর্থিকভাবে সমস্যায় পড়ায় দলের তরফ থেকে চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করা হয়েছিল । সেই মতো রাজ্যের তরফে সমস্ত সহযোগিতাও করা হয়েছিল । কিন্তু তাতেও শেষ রক্ষা হল না ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেপিপি নেতা অতুল রায় ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেপিপি নেতা অতুল রায় ৷

মৃত্যুকালে অতুলের বয়স হয়েছিল 60 ৷ তাঁর পরিবারে রয়েছেন দুই মেয়ে এবং বৃদ্ধ মা ।

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "খুবই দুর্ভাগ্যজনক । এক অপূরণীয় ক্ষতি হয়েছে । মুখ্যমন্ত্রী বলেছেন, যাতে তাঁর পরিবারের কোনও অসুবিধা না হয় সে-দিকে বিশেষ নজর দিতে ।"

আরও পড়ুন : টিকাকরণ নিয়ে নয়া পোর্টাল এখনই চালু করছে না রাজ্য

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.