ETV Bharat / state

প্রবল তুষারপাতে উত্তর সিকিমে আটকে হাজারেরও বেশি পর্যটক, উদ্ধার করল ভারতীয় সেনা - উদ্ধার করল ভারতীয় সেনা

Indian Army rescues one thousand tourists stuck in North Sikkim: আবারও পরিত্রাতার ভূমিকায় ভারতীয় সেনা ৷ উত্তর সিকিমে ঘুরতে যাওয়া পর্যটকরা হঠাৎ খারাপ আবহাওয়ার কারণে আটকে পড়েছিলেন ৷ তাঁদের উদ্ধার করল ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস ৷

ETV Bharat
উত্তর সিকিমে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল ভারতীয় সেনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:10 AM IST

Updated : Dec 14, 2023, 11:53 AM IST

উত্তর সিকিমে প্রবল তুষারপাতে আটকে পড়া প্রায় 1 হাজার পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

দার্জিলিং, 14 ডিসেম্বর: প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমের বিভিন্ন জায়গায় ৷ সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রিতে পৌঁছেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। নিমেষের মধ্যে হাত-পা জমে যাওয়ার অবস্থা ৷ এই ঠান্ডায় প্রায় 1 হাজার 237 জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা ৷ এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "সীমান্ত রক্ষার পাশাপাশি হিমালয়ের অতি-উচ্চতায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় সেনা সবসময় তৎপর ৷"

চলতি বছরে এই নিয়ে ন'টি উদ্ধার অভিযান চালিয়ে প্রায় সাড়ে 8 হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে সেনা ৷ বুধবার সকাল থেকেই সিকিম-সহ কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় প্রবল তুষারপাত শুরু হয় ৷ ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং, সীমানা, পেলিং, ছাঙ্গু- একাধিক জায়গায় ভোর থেকেই তুষারপাত আরম্ভ হয় ৷ লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের উচ্চ পর্বতশৃঙ্গে আচমকা আবহাওয়া খারাপ হতে থাকে ৷ সেই কারণে শুরু হয় তুষারপাত ৷ বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে 400 পর্যটকদের গাড়ি আটকে পড়ে ৷ প্রবল তুষারপাতের কারণে গাড়ি থেকে বেরনোর কোনও উপায় ছিল না ৷

এরপরই উত্তর সিকিম প্রশাসনের থেকে খবর যায় ভারতীয় সেনার কাছে ৷ খবর পাওয়ামাত্র ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস পর্যটকদের উদ্ধার করতে তৎপর হয় ৷ আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে ৷ সেই সময় ওই পর্যটকদের কাছে ভারতীয় সেনা যেন পরিত্রাতা রূপে দেখা দেয় ৷ বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা অভিযান চালায় ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস ৷ উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে 250 জনেরও বেশি মহিলা এবং 60 জনেরও বেশি শিশু রয়েছে ৷

পর্যটকদের উদ্ধার করে সেনার ব্যারাকে নিয়ে যাওয়া হয় ৷ বিশেষ মেডিক্যাল টিমেরও ব্যবস্থা করা হয় ৷ পর্যটকদের জন্য গরম পোশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করা হয় ৷ ছিল প্রাথমিক চিকিৎসা বন্দোবস্ত ৷ এই প্রবল ঠান্ডায় পর্যটকরা যেন নিরাপদে রাত কাটাতে পারেন সে কথা ভেবে জওয়ানরা নিজেদের ব্যারাকটিও খালি করে দেন ৷

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও প্রবল তুষারঝড়ে উত্তর সিকিমের ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েছিল প্রায় এক হাজার পর্যটক ৷ সেই সময় ভারতীয় সেনার তরফে বিশেষ অভিযান 'মিশন স্বস্তিক' চালিয়ে পর্যটকদের উদ্ধার করা হয়েছিল ৷ ওই অভিযানের পরেও দফায় দফায় উত্তর সিকিমে প্রবল তুষারপাতের জেরে আটকে পড়েছিলেন বহু পর্যটক ৷ তখনও অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে ভারতীয় সেনা ৷

আরও পড়ুন:

  1. শীতের শুরুতে বরফে ঢাকল সিকিম-কালিম্পং, খুশিতে ডগমগ পর্যটকরা
  2. পর্যটকদের জন্য সুখবর, 2 মাস পর খুলছে উত্তর সিকিম
  3. জীবন দিয়ে উত্তরবঙ্গকে রক্ষা করে গেলেন দাওয়া লেপচা, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিকিম

উত্তর সিকিমে প্রবল তুষারপাতে আটকে পড়া প্রায় 1 হাজার পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা

দার্জিলিং, 14 ডিসেম্বর: প্রবল তুষারপাত শুরু হয়েছে সিকিমের বিভিন্ন জায়গায় ৷ সর্বোচ্চ তাপমাত্রা 10 ডিগ্রিতে পৌঁছেছে ৷ সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে হিমাঙ্কের নীচে। নিমেষের মধ্যে হাত-পা জমে যাওয়ার অবস্থা ৷ এই ঠান্ডায় প্রায় 1 হাজার 237 জন পর্যটককে উদ্ধার করল ভারতীয় সেনা ৷ এই বিষয়ে ভারতীয় সেনার কর্নেল অঞ্জন কুমার বাসুমাতারি বলেন, "সীমান্ত রক্ষার পাশাপাশি হিমালয়ের অতি-উচ্চতায় স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় সেনা সবসময় তৎপর ৷"

চলতি বছরে এই নিয়ে ন'টি উদ্ধার অভিযান চালিয়ে প্রায় সাড়ে 8 হাজারেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে সেনা ৷ বুধবার সকাল থেকেই সিকিম-সহ কালিম্পং ও দার্জিলিংয়ের একাধিক জায়গায় প্রবল তুষারপাত শুরু হয় ৷ ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচেন, লাচুং, চুংথাং, সীমানা, পেলিং, ছাঙ্গু- একাধিক জায়গায় ভোর থেকেই তুষারপাত আরম্ভ হয় ৷ লাচুং, লাচেন-সহ উত্তর সিকিমের উচ্চ পর্বতশৃঙ্গে আচমকা আবহাওয়া খারাপ হতে থাকে ৷ সেই কারণে শুরু হয় তুষারপাত ৷ বেশ কয়েকটি জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে ৷ এই প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে 400 পর্যটকদের গাড়ি আটকে পড়ে ৷ প্রবল তুষারপাতের কারণে গাড়ি থেকে বেরনোর কোনও উপায় ছিল না ৷

এরপরই উত্তর সিকিম প্রশাসনের থেকে খবর যায় ভারতীয় সেনার কাছে ৷ খবর পাওয়ামাত্র ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস পর্যটকদের উদ্ধার করতে তৎপর হয় ৷ আটকে থাকা পর্যটকদের উদ্ধার করে ৷ সেই সময় ওই পর্যটকদের কাছে ভারতীয় সেনা যেন পরিত্রাতা রূপে দেখা দেয় ৷ বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা অভিযান চালায় ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পস ৷ উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে 250 জনেরও বেশি মহিলা এবং 60 জনেরও বেশি শিশু রয়েছে ৷

পর্যটকদের উদ্ধার করে সেনার ব্যারাকে নিয়ে যাওয়া হয় ৷ বিশেষ মেডিক্যাল টিমেরও ব্যবস্থা করা হয় ৷ পর্যটকদের জন্য গরম পোশাক থেকে শুরু করে খাবারের ব্যবস্থাও করা হয় ৷ ছিল প্রাথমিক চিকিৎসা বন্দোবস্ত ৷ এই প্রবল ঠান্ডায় পর্যটকরা যেন নিরাপদে রাত কাটাতে পারেন সে কথা ভেবে জওয়ানরা নিজেদের ব্যারাকটিও খালি করে দেন ৷

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও প্রবল তুষারঝড়ে উত্তর সিকিমের ছাঙ্গু লেকের কাছে আটকে পড়েছিল প্রায় এক হাজার পর্যটক ৷ সেই সময় ভারতীয় সেনার তরফে বিশেষ অভিযান 'মিশন স্বস্তিক' চালিয়ে পর্যটকদের উদ্ধার করা হয়েছিল ৷ ওই অভিযানের পরেও দফায় দফায় উত্তর সিকিমে প্রবল তুষারপাতের জেরে আটকে পড়েছিলেন বহু পর্যটক ৷ তখনও অভিযান চালিয়ে পর্যটকদের উদ্ধার করে ভারতীয় সেনা ৷

আরও পড়ুন:

  1. শীতের শুরুতে বরফে ঢাকল সিকিম-কালিম্পং, খুশিতে ডগমগ পর্যটকরা
  2. পর্যটকদের জন্য সুখবর, 2 মাস পর খুলছে উত্তর সিকিম
  3. জীবন দিয়ে উত্তরবঙ্গকে রক্ষা করে গেলেন দাওয়া লেপচা, তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সিকিম
Last Updated : Dec 14, 2023, 11:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.