ETV Bharat / state

IT Raids in Siliguri: কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ, শিলিগুড়িতে বহুজাতিক সংস্থার অফিসেও হানা কেন্দ্রীয় সংস্থার - রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়ির পর এবার তাঁর সঙ্গে ব্যবসায়ীক যোগ মেলায় শিলিগুড়িতে বহুজাতিক সংস্থার অফিসে হানা ৷ বুধবার ওই সংস্থার দুটি অফিসে তল্লাশি চলছে ৷ তবে আয়কর না ইডি? কোন সংস্থা তল্লাশি চালিয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ৷

Income Tax Raid
বহুজাতিক সংস্থার অফিসে হানা
author img

By

Published : May 3, 2023, 4:12 PM IST

শিলিগুড়িতে বহুজাতিক সংস্থার অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

শিলিগুড়ি, 3 মে: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ মিলেছে। আর সেই যোগসূত্র ধরেই এবার শিলিগুড়িতে একটি নামকরা রিয়েল এস্টেট বা বহুজাতিক সংস্থার দু'টি অফিসে হানা দিল কেন্দ্রীয় সংস্থা। তবে আয়কর না ইডি? কোন সংস্থা তল্লাশি চালিয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । বুধবার সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় আয়কর, সঙ্গে ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা হেমন্ত শর্মার বাড়িতেও হানা দিয়েছে আয়কর দফতর । আর শিলিগুড়িতে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ থাকার সুবাদে এবার এই অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ।

জানা গিয়েছে, শিলিগুড়ির সেভক রোডের জীবনদীপ কমপ্লেক্সে অবস্থিত বেগরাজ গ্রুপের পিআরএম রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের অফিস ৷ প্রথমে সেই অফিসেই এ দিন হানা দেয় কেন্দ্রীয় সংস্থা । সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । এরপর এ দিন বেগরাজ গ্রুপের দ্বিতীয় অফিসেও হানা দিল কেন্দ্রীয় সংস্থা । মূল অফিসের থেকে কিছু দূরে অবস্থিত ওই অফিসটি ৷ সেখানে যান আধিকারিকরা ৷

central agency Raid
বহুজাতিক সংস্থার অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

প্রাথমিক সূত্রে খবর, আয়কর বিভাগের চারজনের একটি দল ওই অফিসে হানা দেয় । মূলত বেগরাজ সংস্থার কর্ণধারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে কৃষ্ণ কল্যাণীর । বেগরাজ গ্রুপে রিয়েল এস্টেটের ব্যবসায় অংশীদারইও রয়েছে তাঁর । বেগরাজ গ্রুপে 25 থেকে 27 শতাংশ শেয়ার রয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বলে খবর ৷ মালদা আর রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর দুটো শপিং মল তৈরি করেছে বেগরাজ গ্রুপ ৷

central agency Raid
বহুজাতিক সংস্থার অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

আর সেই সংক্রান্ত তথ্য খুঁজে বের করতেই বুধবার হানা দেয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা । তবে এই বিষয়ে কোনও কথা বলতে চায়নি সংস্থার সদস্য বা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা । এ দিন সকাল 11টা নাগাদ ওই দলটি শিলিগুড়ির এই অফিসে প্রবেশ করে । ভিতরে এই সময় 12 থেকে 15 জন কর্মী উপস্থিত রয়েছে । কাউকে অফিস থেকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না । একাধিক নথি আধিকারিকরা যাচাই করে দেখছেন বলে জানা গিয়েছে ।

central agency Raid
সংস্থার দুটি অফিসে তল্লাশি চলছে
আরও পড়ুন: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা, বাড়ি-অফিসে জারি তল্লাশি

শিলিগুড়িতে বহুজাতিক সংস্থার অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

শিলিগুড়ি, 3 মে: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ মিলেছে। আর সেই যোগসূত্র ধরেই এবার শিলিগুড়িতে একটি নামকরা রিয়েল এস্টেট বা বহুজাতিক সংস্থার দু'টি অফিসে হানা দিল কেন্দ্রীয় সংস্থা। তবে আয়কর না ইডি? কোন সংস্থা তল্লাশি চালিয়েছে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । বুধবার সকালে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে হানা দেয় আয়কর, সঙ্গে ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতা হেমন্ত শর্মার বাড়িতেও হানা দিয়েছে আয়কর দফতর । আর শিলিগুড়িতে কৃষ্ণ কল্যাণীর সঙ্গে ব্যবসায়ীক যোগ থাকার সুবাদে এবার এই অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা ।

জানা গিয়েছে, শিলিগুড়ির সেভক রোডের জীবনদীপ কমপ্লেক্সে অবস্থিত বেগরাজ গ্রুপের পিআরএম রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেডের অফিস ৷ প্রথমে সেই অফিসেই এ দিন হানা দেয় কেন্দ্রীয় সংস্থা । সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । এরপর এ দিন বেগরাজ গ্রুপের দ্বিতীয় অফিসেও হানা দিল কেন্দ্রীয় সংস্থা । মূল অফিসের থেকে কিছু দূরে অবস্থিত ওই অফিসটি ৷ সেখানে যান আধিকারিকরা ৷

central agency Raid
বহুজাতিক সংস্থার অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

প্রাথমিক সূত্রে খবর, আয়কর বিভাগের চারজনের একটি দল ওই অফিসে হানা দেয় । মূলত বেগরাজ সংস্থার কর্ণধারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে কৃষ্ণ কল্যাণীর । বেগরাজ গ্রুপে রিয়েল এস্টেটের ব্যবসায় অংশীদারইও রয়েছে তাঁর । বেগরাজ গ্রুপে 25 থেকে 27 শতাংশ শেয়ার রয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বলে খবর ৷ মালদা আর রায়গঞ্জে কৃষ্ণ কল্যাণীর দুটো শপিং মল তৈরি করেছে বেগরাজ গ্রুপ ৷

central agency Raid
বহুজাতিক সংস্থার অফিসে হানা কেন্দ্রীয় সংস্থার

আর সেই সংক্রান্ত তথ্য খুঁজে বের করতেই বুধবার হানা দেয় কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা । তবে এই বিষয়ে কোনও কথা বলতে চায়নি সংস্থার সদস্য বা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা । এ দিন সকাল 11টা নাগাদ ওই দলটি শিলিগুড়ির এই অফিসে প্রবেশ করে । ভিতরে এই সময় 12 থেকে 15 জন কর্মী উপস্থিত রয়েছে । কাউকে অফিস থেকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না । একাধিক নথি আধিকারিকরা যাচাই করে দেখছেন বলে জানা গিয়েছে ।

central agency Raid
সংস্থার দুটি অফিসে তল্লাশি চলছে
আরও পড়ুন: রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাড়িতে ইডির হানা, বাড়ি-অফিসে জারি তল্লাশি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.