ETV Bharat / state

Dengue Death: ডেঙ্গিতে প্রাণ গেল এক জেলবন্দির, কাঠগড়ায় কারা কর্তৃপক্ষ - সংশোধনাগারের ভিতরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়

এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল (Dengue Death) শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের (Siliguri Correctional Home) এক বিচারাধীন বন্দির। চূড়ান্ত গাফিলতির অভিযোগ কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ আরও উঠছে, শিলিগুড়ির এই বিশেষ সংশোধনাগার পরিণত হয়েছে ডেঙ্গির আঁতুড়ঘরে ৷

Dengue Death
এবার ডেঙ্গিতে প্রাণ গেল এক জেলবন্দির
author img

By

Published : Oct 20, 2022, 9:21 PM IST

শিলিগুড়ি, 20 অক্টোবর: এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল (Dengue Death) এক বিচারাধীন বন্দির। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের ওই বিচারাধীন বন্দির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) মৃত্যু হয়। স্বভাবতই ওই ঘটনায় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কয়েদির নাম গোবিন্দ মণ্ডল (40)। সে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ার বাসিন্দা। তবে বিহারের দারভাঙাতেও তার আরেকটি বাড়ি রয়েছে। মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) শিলিগুড়ি থানার পুলিশ। চলতি বছরের 2 মার্চ থেকে সে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে ছিল। সংশোধনাগারের ভিতরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়।

এরপর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে সংশোধনাগারের ভিতরেই ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। পরে শারীরিক পরিস্থিতি খারাপ হলে তাকে 10 অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হলে সিসিইউ-তে (ক্রিটিকাল কেয়ার ইউনিট) স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে

আরও পড়ুন: পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ

হাসপাতাল কর্তৃপক্ষর তরফে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "গোবিন্দ মণ্ডল নামে এক বন্দির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। সিসিইউতে চিকিৎসা চলছিল।" অন্যদিকে, ওই বন্দির মৃত্যুর পরই মুখে কুলুপ এঁটেছে সংশোধনাগার কর্তৃপক্ষ বা আধিকারিকরা। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিলিগুড়ি কারাগারে এক হাজারের বেশি কয়েদি রয়েছে।

তাদের মধ্যে ছয়জন ডেঙ্গির সংক্রমণ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি অন্তত দশজন রোগী জ্বরে আক্রান্ত রয়েছে। তাদের কারার ভিতরেই চিকিৎসা চলছে। তবে সংশোধনাগারের পৌরনিগমের তরফে সাফাই অভিযান চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষর গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকী অভিযোগ উঠেছে শিলিগুড়ির এই বিশেষ সংশোধনাগার পরিণত হয়েছে ডেঙ্গির আঁতুড়ঘরে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত ডেঙ্গিতে 15 জনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা 2 হাজার 113 জন।

শিলিগুড়ি, 20 অক্টোবর: এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল (Dengue Death) এক বিচারাধীন বন্দির। বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারের ওই বিচারাধীন বন্দির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (North Bengal Medical College and Hospital) মৃত্যু হয়। স্বভাবতই ওই ঘটনায় সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে।

সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই কয়েদির নাম গোবিন্দ মণ্ডল (40)। সে শিলিগুড়ি পৌরনিগমের 4 নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ার বাসিন্দা। তবে বিহারের দারভাঙাতেও তার আরেকটি বাড়ি রয়েছে। মাদক পাচারের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের (Siliguri Police Commissionerate) শিলিগুড়ি থানার পুলিশ। চলতি বছরের 2 মার্চ থেকে সে শিলিগুড়ি বিশেষ সংশোধনাগারে ছিল। সংশোধনাগারের ভিতরেই ডেঙ্গিতে আক্রান্ত হয়।

এরপর জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে প্রথমে তাকে সংশোধনাগারের ভিতরেই ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। পরে শারীরিক পরিস্থিতি খারাপ হলে তাকে 10 অক্টোবর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও তার চিকিৎসার পর পরিস্থিতির অবনতি হলে সিসিইউ-তে (ক্রিটিকাল কেয়ার ইউনিট) স্থানান্তরিত করা হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

সংশোধনাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে

আরও পড়ুন: পাঁচ বছরের রেকর্ড ভেঙে আসানসোলের সর্বাধিক ডেঙ্গির প্রকোপ

হাসপাতাল কর্তৃপক্ষর তরফে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "গোবিন্দ মণ্ডল নামে এক বন্দির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। সিসিইউতে চিকিৎসা চলছিল।" অন্যদিকে, ওই বন্দির মৃত্যুর পরই মুখে কুলুপ এঁটেছে সংশোধনাগার কর্তৃপক্ষ বা আধিকারিকরা। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে শিলিগুড়ি কারাগারে এক হাজারের বেশি কয়েদি রয়েছে।

তাদের মধ্যে ছয়জন ডেঙ্গির সংক্রমণ নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি অন্তত দশজন রোগী জ্বরে আক্রান্ত রয়েছে। তাদের কারার ভিতরেই চিকিৎসা চলছে। তবে সংশোধনাগারের পৌরনিগমের তরফে সাফাই অভিযান চালানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষর গাফিলতির অভিযোগ উঠেছে। এমনকী অভিযোগ উঠেছে শিলিগুড়ির এই বিশেষ সংশোধনাগার পরিণত হয়েছে ডেঙ্গির আঁতুড়ঘরে ৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত ডেঙ্গিতে 15 জনের মৃত্যু হয়েছে শিলিগুড়িতে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা 2 হাজার 113 জন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.