ETV Bharat / state

কোরোনা ভাইরাস: চিনা সামগ্রীর কালোবাজারিতে নাজেহাল হংকং মার্কেটের ব্যবসায়ীরা

কোরোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব পড়ল এবার শিলিগুড়ির হংকং মার্কেটে ৷ চিনের সঙ্গে আমদানি-রপ্তানি একপ্রকার বন্ধ হয়ে যাওয়ায় একদল ব্যবসায়ী চিনা সামগ্রীর কালোবাজারি করছে বলে অভিযোগ ৷

impact of Corona virus at Hong Kong market
কোরোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব হংকং মার্কেটে
author img

By

Published : Feb 27, 2020, 11:26 PM IST

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব পড়ল হংকং মার্কেটে । সেখানকার ব্যবসায়ীদের বক্তব্য, কোরোনা আতঙ্কে চিনের সঙ্গে আমদানি-রপ্তানি একপ্রকার বন্ধ ৷ যার জেরে একদল ব্যবসায়ী চিনা সামগ্রীর কালোবাজারি করছে বলে অভিযোগ ৷ সমস্যায় পড়েছেন খুচরো ব্যবসায়ীরা ৷

কোরোনা আতঙ্কে প্রায় এক মাস ধরে আমদানি-রপ্তানি বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে শিলিগুড়ির হংকং মার্কেটে ৷ দাম বাড়ছে চিনা সামগ্রীর ৷ ব্যবসায়ীদের বক্তব্য, চিন থেকে আমদানি বন্ধ হতেই একাধিক সামগ্রীর দাম বেড়েছে ৷ বেশি দামে জিনিস কিনতে হচ্ছে স্থানীয় মজুতদারদের থেকে ৷ সেক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে ৷ ব্যবসায়ীদের আশঙ্কা, শীঘ্রই চিনের সঙ্গে আমদানি শুরু না হলে আগামী দিনে বড় ধরনের সমস্যা দেখা দেবে ৷ একপ্রকার ব্যবসা গুটিয়ে বাড়িতে বসতে হবে তাদের ৷ ব্যবসায়ী বিপ্লব ঘোষ বলেন, ‘‘চিনা সামগ্রীর ভালোই চাহিদা শুরু থেকেই ৷ বিশেষ করে ঘড়ি, চশমা, তালা ৷ তবে কোরোনা ভাইরাসের জেরে এই সব সামগ্রীর আমদানি বন্ধ হতেই সমস্যায় পড়েছি আমরা ৷ মহাজনদের থেকে বেশি দরে জিনিস কিনতে হচ্ছে ৷ ফলে ব্যবসা একপ্রকার লাটে উঠেছে ৷

কোরোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব হংকং মার্কেটে

আর এক ব্যবসায়ী দেবাশিস সাহা বলেন, ‘‘চিনা সামগ্রীর আমদানি বন্ধ হতেই সমস্যা শুরু হয়েছে ৷ এরকম চলতে থাকলে ভবিষ্যতে বড়সড় সমস্যা দেখা দেবে ।" তিনি আরও বলেন, চিনা সামগ্রীর আমদানি বন্ধ হওয়ার পরই স্থানীয় বাজারে এর কালোবাজারি শুরু হয়েছে ৷ আমাদের চড়া দরে জিনিস কিনতে হচ্ছে ৷ কমবেশি প্রতিটি জিনিসের দামই বেড়েছে ৷ ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন ৷’’

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারি : কোরোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব পড়ল হংকং মার্কেটে । সেখানকার ব্যবসায়ীদের বক্তব্য, কোরোনা আতঙ্কে চিনের সঙ্গে আমদানি-রপ্তানি একপ্রকার বন্ধ ৷ যার জেরে একদল ব্যবসায়ী চিনা সামগ্রীর কালোবাজারি করছে বলে অভিযোগ ৷ সমস্যায় পড়েছেন খুচরো ব্যবসায়ীরা ৷

কোরোনা আতঙ্কে প্রায় এক মাস ধরে আমদানি-রপ্তানি বন্ধ হওয়ায় প্রভাব পড়েছে শিলিগুড়ির হংকং মার্কেটে ৷ দাম বাড়ছে চিনা সামগ্রীর ৷ ব্যবসায়ীদের বক্তব্য, চিন থেকে আমদানি বন্ধ হতেই একাধিক সামগ্রীর দাম বেড়েছে ৷ বেশি দামে জিনিস কিনতে হচ্ছে স্থানীয় মজুতদারদের থেকে ৷ সেক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হচ্ছে ৷ ব্যবসায়ীদের আশঙ্কা, শীঘ্রই চিনের সঙ্গে আমদানি শুরু না হলে আগামী দিনে বড় ধরনের সমস্যা দেখা দেবে ৷ একপ্রকার ব্যবসা গুটিয়ে বাড়িতে বসতে হবে তাদের ৷ ব্যবসায়ী বিপ্লব ঘোষ বলেন, ‘‘চিনা সামগ্রীর ভালোই চাহিদা শুরু থেকেই ৷ বিশেষ করে ঘড়ি, চশমা, তালা ৷ তবে কোরোনা ভাইরাসের জেরে এই সব সামগ্রীর আমদানি বন্ধ হতেই সমস্যায় পড়েছি আমরা ৷ মহাজনদের থেকে বেশি দরে জিনিস কিনতে হচ্ছে ৷ ফলে ব্যবসা একপ্রকার লাটে উঠেছে ৷

কোরোনা ভাইরাসের পরোক্ষ প্রভাব হংকং মার্কেটে

আর এক ব্যবসায়ী দেবাশিস সাহা বলেন, ‘‘চিনা সামগ্রীর আমদানি বন্ধ হতেই সমস্যা শুরু হয়েছে ৷ এরকম চলতে থাকলে ভবিষ্যতে বড়সড় সমস্যা দেখা দেবে ।" তিনি আরও বলেন, চিনা সামগ্রীর আমদানি বন্ধ হওয়ার পরই স্থানীয় বাজারে এর কালোবাজারি শুরু হয়েছে ৷ আমাদের চড়া দরে জিনিস কিনতে হচ্ছে ৷ কমবেশি প্রতিটি জিনিসের দামই বেড়েছে ৷ ক্রেতারা মুখ ফিরিয়ে নিচ্ছেন ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.