ETV Bharat / state

illegal turpentine oil factory : শিলিগুড়িতে ভেজাল তারপিন তেল তৈরির কারখানায় হানা পুলিশের - siliguri

শিলিগুড়িতে জাল তারপিন তেল তৈরির কারখানার হদিস পেল পুলিশ । গ্রেফতার করা হয়েছে তিনজনকে । ধৃতরা হল, সন্তোষ রায়, মনোজ মাহাত ও ব্রিজমোহন মাহাত ।

siliguri
শিলিগুড়িতে ভেজাল তারপিন তেল তৈরির কারখানায় হানা পুলিশের
author img

By

Published : Jul 29, 2021, 10:14 PM IST

শিলিগুড়ি, 29 জুলাই : অভিযান চালিয়ে শিলিগুড়িতে জাল তারপিন তেল তৈরির কারখানার হদিস পেল পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । কেরোসিন তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ভেজাল তারপিন তেল তৈরির রমরমা কারবার । এমনকি সেই তেলের বোতলে ভুয়ো স্টিকার লাগিয়ে দিয়ে পৌঁছে দেওয়া হত শহরের রং ব্যবসায়ী ও হার্ডওয়ারের দোকানে । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশের অভিযান চালাতেই ভেজাল কারবারের ঘটনা সামনে আসে । গ্রেফতার করা হয়েছে তিনজনকে । ধৃতরা হল, সন্তোষ রায়, মনোজ মাহাত ও ব্রিজমোহন মাহাত ।

প্রায় দু'লক্ষ টাকার কেরোসিন তেল সহ বোতলের স্টিকার, তেল মজুতের ড্রাম সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে ভক্তিনগর থানার পুলিশ । বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনির আশিকঘাট রোডের একটি বাড়িতে হানা দেয় পুলিশ । অভিযোগ, এই বাড়িতেই দীর্ঘদিন ধরে চলছিল ভেজাল তেল তৈরির কারবার । সেই বাড়িতে হানা দিতেই পুলিশ কর্মীরা দেখেন বাড়ির ভিতরে কয়েক হাজার লিটার কেরোসিন তেল অবৈধভাবে মজুত রাখা হয়েছে । সেই কেরোসিনের সঙ্গে রাসায়নিক মিলিয়ে তৈরি করা হত ভেজাল তারপিন তেল । সেই ভেজাল তেল নানা মাপের বোতলে ভরে ভুয়ো স্টিকার লাগিয়ে শিলিগুড়ি ও আশপাশের এলাকায় দোকানে-দোকানে বিক্রি করা হত ।

আরও পড়ুন: শিলিগুড়িতে পানীয় জলের অপচয় রুখতে স্টপকক বসালেন বিধায়ক

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শহরের এক কেরোসিন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ কেরোসিন তেল সংগ্রহ করত অভিযুক্তরা । এরপর সেগুলি বাড়িতে এনে ভেজাল তারপিন তেল বানাত । এই বেআইনি চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ কতদিন ধরে এই ব্যবসা চলছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

শিলিগুড়ি, 29 জুলাই : অভিযান চালিয়ে শিলিগুড়িতে জাল তারপিন তেল তৈরির কারখানার হদিস পেল পুলিশ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । কেরোসিন তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে দীর্ঘদিন ধরে চলছিল ভেজাল তারপিন তেল তৈরির রমরমা কারবার । এমনকি সেই তেলের বোতলে ভুয়ো স্টিকার লাগিয়ে দিয়ে পৌঁছে দেওয়া হত শহরের রং ব্যবসায়ী ও হার্ডওয়ারের দোকানে । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার পুলিশের অভিযান চালাতেই ভেজাল কারবারের ঘটনা সামনে আসে । গ্রেফতার করা হয়েছে তিনজনকে । ধৃতরা হল, সন্তোষ রায়, মনোজ মাহাত ও ব্রিজমোহন মাহাত ।

প্রায় দু'লক্ষ টাকার কেরোসিন তেল সহ বোতলের স্টিকার, তেল মজুতের ড্রাম সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে ভক্তিনগর থানার পুলিশ । বৃহস্পতিবার শিলিগুড়ি পৌরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের বিদ্যাচক্র কলোনির আশিকঘাট রোডের একটি বাড়িতে হানা দেয় পুলিশ । অভিযোগ, এই বাড়িতেই দীর্ঘদিন ধরে চলছিল ভেজাল তেল তৈরির কারবার । সেই বাড়িতে হানা দিতেই পুলিশ কর্মীরা দেখেন বাড়ির ভিতরে কয়েক হাজার লিটার কেরোসিন তেল অবৈধভাবে মজুত রাখা হয়েছে । সেই কেরোসিনের সঙ্গে রাসায়নিক মিলিয়ে তৈরি করা হত ভেজাল তারপিন তেল । সেই ভেজাল তেল নানা মাপের বোতলে ভরে ভুয়ো স্টিকার লাগিয়ে শিলিগুড়ি ও আশপাশের এলাকায় দোকানে-দোকানে বিক্রি করা হত ।

আরও পড়ুন: শিলিগুড়িতে পানীয় জলের অপচয় রুখতে স্টপকক বসালেন বিধায়ক

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, শহরের এক কেরোসিন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ কেরোসিন তেল সংগ্রহ করত অভিযুক্তরা । এরপর সেগুলি বাড়িতে এনে ভেজাল তারপিন তেল বানাত । এই বেআইনি চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ কতদিন ধরে এই ব্যবসা চলছিল তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.