ETV Bharat / state

SMP Election 2022 : লক্ষ্য প্রকৃত 'দুয়ারে সরকার', শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনী ইস্তেহারে জানাল বামফ্রন্ট - শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে জয় পেলে পঞ্চায়েত ব্যবস্থাকে প্রকৃত দুয়ারে সরকারে পরিণত করাই লক্ষ্য বামফ্রন্টের (If Leftfront Win They Will Provide Original Duare Sarkar Service)।

SMP Election 2022
শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন
author img

By

Published : Jun 14, 2022, 10:06 PM IST

শিলিগুড়ি, 14 জুন : মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। আর ইস্তেহার প্রকাশের মধ্যে দিয়ে প্রথম লক্ষ্য হিসেবে গ্রামের মানুষের স্বার্থে প্রশাসনিক ব্যবস্থাকে মানুষের দুয়ারে নিয়ে যাওয়াই লক্ষ্য বলে জানাল বাম নেতৃত্ব (If Leftfront Win They Will Provide Original Duare Sarkar Service)।

পাশাপাশি নির্বাচনে জয় পেলে মহকুমার চারটি ব্লক নিয়ে আলাদা মহকুমা অথবা প্রশাসনিক পরিকাঠামো তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে ইস্তেহারে জানানো হয়েছে। এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিন বৈঠক করে ইস্তেহার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন জেলা সিপিএমের আহ্বায়ক জীবেশ সরকার, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, প্রাক্তন সভাধিপতি তাপস সরকার-সহ অন্যান্যরা। বামেদের প্রকাশিত ইস্তেহারে পঞ্চায়েত ব্যবস্থাকে দুয়ারে সরকারের ন্যায় বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চার সৃষ্টি হয়েছে। পালটা রাজ্যের দুয়ারে সরকারের প্রকল্পকে অনুকরণ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল-কংগ্রেস।

আরও পড়ুন : কেন্দ্রের প্রকল্পে নাম বদলে চালাচ্ছে রাজ্য সরকার অভিযোগ রাজুর বিস্তার, পালটা আক্রমণ গৌতম দেবের

অশোক ভট্টাচার্য বলেন, "দুয়ারে সরকার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার সময় বলেছিলেন। কিন্তু রাজ্য সরকার দুয়ারে সরকারের নামে সমান্তরাল প্রশাসনিক কাজ চালাচ্ছে। সেটা জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা প্রকৃত দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে সঠিক প্রশাসনিক কাজ পৌঁছে দেব।"

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্ট

আরও পড়ুন : শিলিগুড়িতে সবুজ-ঝড়, মহকুমা পরিষদ নির্বাচনের 8 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস

এই বিষয়ে তৃণমূল-কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "এতদিন ক্ষমতায় থেকে বামেরা কিছু করেনি। ক্ষমতায় থাকার পর এসব কথা বলার কোনও মানে হয় না।" বামেরা ক্ষমতায় এলে চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জেলা পরিকল্পনা কমিটি গঠনের মাধ্যমে শ্রমিকদের মধ্যে কাজ বণ্টন, গ্রামাঞ্চলে মহকুমা পরিষদের দফতর গঠন, দমকল কেন্দ্র স্থাপন-সহ একাধিক বিষয় ইস্তেহারে এদিন তুলে ধরা হয়েছে বামেদের তরফে ।

শিলিগুড়ি, 14 জুন : মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল বামফ্রন্ট। আর ইস্তেহার প্রকাশের মধ্যে দিয়ে প্রথম লক্ষ্য হিসেবে গ্রামের মানুষের স্বার্থে প্রশাসনিক ব্যবস্থাকে মানুষের দুয়ারে নিয়ে যাওয়াই লক্ষ্য বলে জানাল বাম নেতৃত্ব (If Leftfront Win They Will Provide Original Duare Sarkar Service)।

পাশাপাশি নির্বাচনে জয় পেলে মহকুমার চারটি ব্লক নিয়ে আলাদা মহকুমা অথবা প্রশাসনিক পরিকাঠামো তৈরি করার উদ্যোগ নেওয়া হবে বলে ইস্তেহারে জানানো হয়েছে। এদিন দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিন বৈঠক করে ইস্তেহার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন জেলা সিপিএমের আহ্বায়ক জীবেশ সরকার, প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, প্রাক্তন সভাধিপতি তাপস সরকার-সহ অন্যান্যরা। বামেদের প্রকাশিত ইস্তেহারে পঞ্চায়েত ব্যবস্থাকে দুয়ারে সরকারের ন্যায় বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চার সৃষ্টি হয়েছে। পালটা রাজ্যের দুয়ারে সরকারের প্রকল্পকে অনুকরণ করার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল তৃণমূল-কংগ্রেস।

আরও পড়ুন : কেন্দ্রের প্রকল্পে নাম বদলে চালাচ্ছে রাজ্য সরকার অভিযোগ রাজুর বিস্তার, পালটা আক্রমণ গৌতম দেবের

অশোক ভট্টাচার্য বলেন, "দুয়ারে সরকার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হওয়ার সময় বলেছিলেন। কিন্তু রাজ্য সরকার দুয়ারে সরকারের নামে সমান্তরাল প্রশাসনিক কাজ চালাচ্ছে। সেটা জনপ্রতিনিধি দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল। কিন্তু আমরা প্রকৃত দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের কাছে সঠিক প্রশাসনিক কাজ পৌঁছে দেব।"

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ইস্তেহার প্রকাশ করে বামফ্রন্ট

আরও পড়ুন : শিলিগুড়িতে সবুজ-ঝড়, মহকুমা পরিষদ নির্বাচনের 8 আসনে জয়ী তৃণমূল কংগ্রেস

এই বিষয়ে তৃণমূল-কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, "এতদিন ক্ষমতায় থেকে বামেরা কিছু করেনি। ক্ষমতায় থাকার পর এসব কথা বলার কোনও মানে হয় না।" বামেরা ক্ষমতায় এলে চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি, জেলা পরিকল্পনা কমিটি গঠনের মাধ্যমে শ্রমিকদের মধ্যে কাজ বণ্টন, গ্রামাঞ্চলে মহকুমা পরিষদের দফতর গঠন, দমকল কেন্দ্র স্থাপন-সহ একাধিক বিষয় ইস্তেহারে এদিন তুলে ধরা হয়েছে বামেদের তরফে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.