ETV Bharat / state

বাড়ি বহু দূর, ক্ষিদের জ্বালায় মাঝপথে শ্রমিকরা - COVID19

আজ সকালে শিলিগুড়ি হয়ে কোচবিহার ও আলিপুরদুয়ারে ফিরছিলেন জনা পঞ্চাশেক পরিযায়ী শ্রমিক । ক্ষিদের জ্বালায় কান্নাকাটি জুড়ে দেন সকলে । পরিস্থিতি দেখে স্থানীয় স্কুলের মাঠে তাঁদের আশ্রয় দেন স্থানীয়রা । তারা দ্রুত খাবার নিয়ে পৌঁছে দেন অসহায় শ্রমিকদের ।

Hungry workers
ক্ষিদের জ্বালায় মাঝপথে শ্রমিকরা
author img

By

Published : May 11, 2020, 1:48 PM IST

শিলিগুড়ি, 11 মে : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে, সাইকেলে, ভ্যান রিকশায় নিজ নিজ বাড়িতে পৌঁছতে চেষ্টা করছেন শ্রমিকেরা । ক্ষিদের জ্বালা, অভুক্ত, ক্লান্ত, অবসন্ন শরীরে ক্ষণিকের বিশ্রাম নিয়ে ফের এগোতে গিয়ে কোথাও কোথাও কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা । খবর পেয়ে খাবার নিয়ে ছুটছে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ।

আজ সকালে শিলিগুড়ি হয়ে কোচবিহার ও আলিপুরদুয়ারে ফিরছিলেন জনা পঞ্চাশেক পরিযায়ী শ্রমিক । রাতভর হেঁটে ফুলবাড়ির কাছে এসে কার্যত এলিয়ে যায় ক্লান্ত শরীর । ক্ষিদের জ্বালায় কান্নাকাটি জুড়ে দেন সকলে । পরিস্থিতি দেখে স্থানীয় স্কুলের মাঠে তাঁদের আশ্রয় দেন স্থানীয়রা । খবর দেওয়া হয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে । তারা দ্রুত খাবার নিয়ে পৌঁছে দেন অসহায় শ্রমিকদের ।

পরিযায়ী শ্রমিক বাপন দাস বলেন, ‘‘দুদিন ধরে হেঁটে, সাইকেলে ফিরছি আমরা । অভুক্ত, আধপেটা খেয়ে আছি । আর শরীর চলছে না । গন্তব্যে কিভাবে পৌঁছাব বুঝতে পারছি না । ক্ষিদের জ্বালায় অনেকেই আর এগোতে পারছিলেন না । তাই ফুলবাড়িতে দাঁড়িয়ে পরেছিলাম । কিছু খাবার পেয়েছি স্থানীয়দের কাছ থেকে । তা খেয়েই ফের এগোব ।’’

শ্রমিক দলের সদস্য সামসের আলি বলেন, ‘‘মুর্শিদাবাদ থেকে সাইকেলে শিলিগুড়ি ফিরেছি । শরীর চলছে না । দলের অনেকে, অনেক এলাকায় যাবেন । এখনও বহু পথ বাকি । শিলিগুড়িতে ক্ষণিক বিশ্রাম নিয়ে ফের এগোতে হবে আমাদের । ট্রেন বাস কবে চলবে তার নিশ্চয়তা নেই । তাই এভাবেই এগোচ্ছি । বেঁচে থাকলে ঠিক নিজ গাঁয়ে ফিরে যাব ।’’

শিলিগুড়ি, 11 মে : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হেঁটে, সাইকেলে, ভ্যান রিকশায় নিজ নিজ বাড়িতে পৌঁছতে চেষ্টা করছেন শ্রমিকেরা । ক্ষিদের জ্বালা, অভুক্ত, ক্লান্ত, অবসন্ন শরীরে ক্ষণিকের বিশ্রাম নিয়ে ফের এগোতে গিয়ে কোথাও কোথাও কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা । খবর পেয়ে খাবার নিয়ে ছুটছে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা ।

আজ সকালে শিলিগুড়ি হয়ে কোচবিহার ও আলিপুরদুয়ারে ফিরছিলেন জনা পঞ্চাশেক পরিযায়ী শ্রমিক । রাতভর হেঁটে ফুলবাড়ির কাছে এসে কার্যত এলিয়ে যায় ক্লান্ত শরীর । ক্ষিদের জ্বালায় কান্নাকাটি জুড়ে দেন সকলে । পরিস্থিতি দেখে স্থানীয় স্কুলের মাঠে তাঁদের আশ্রয় দেন স্থানীয়রা । খবর দেওয়া হয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে । তারা দ্রুত খাবার নিয়ে পৌঁছে দেন অসহায় শ্রমিকদের ।

পরিযায়ী শ্রমিক বাপন দাস বলেন, ‘‘দুদিন ধরে হেঁটে, সাইকেলে ফিরছি আমরা । অভুক্ত, আধপেটা খেয়ে আছি । আর শরীর চলছে না । গন্তব্যে কিভাবে পৌঁছাব বুঝতে পারছি না । ক্ষিদের জ্বালায় অনেকেই আর এগোতে পারছিলেন না । তাই ফুলবাড়িতে দাঁড়িয়ে পরেছিলাম । কিছু খাবার পেয়েছি স্থানীয়দের কাছ থেকে । তা খেয়েই ফের এগোব ।’’

শ্রমিক দলের সদস্য সামসের আলি বলেন, ‘‘মুর্শিদাবাদ থেকে সাইকেলে শিলিগুড়ি ফিরেছি । শরীর চলছে না । দলের অনেকে, অনেক এলাকায় যাবেন । এখনও বহু পথ বাকি । শিলিগুড়িতে ক্ষণিক বিশ্রাম নিয়ে ফের এগোতে হবে আমাদের । ট্রেন বাস কবে চলবে তার নিশ্চয়তা নেই । তাই এভাবেই এগোচ্ছি । বেঁচে থাকলে ঠিক নিজ গাঁয়ে ফিরে যাব ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.