ETV Bharat / state

Darjeeling Summer Days: গরমে নাজেহাল শৈলরানীর পর্যটকরাও, বিক্ষিপ্ত বৃষ্টিতে স্বস্তি; পর্যটকের জোয়ার দার্জিলিঙে

তীব্র গরমে নাজেহাল রাজ্যবাসী ৷ স্বস্তির খোঁজে পর্যটকদের পছন্দ শৈলরানি দার্জিলিং ৷ এবার দার্জিলিঙেও তাপমাত্রা প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 10, 2023, 12:34 PM IST

Updated : Jun 10, 2023, 10:08 PM IST

গরমে নাজেহাল শৈলরানীর পর্যটকরাও

দার্জিলিং, 10 জুন: তীব্র গরমে হাসফাসঁ পরিস্থিতি শৈলরানির। বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে বেশ গরম ছিল । শুক্রবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হয়েছে । আকাশ মেঘলা তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে বেশ কয়েক জায়গায় । কিন্ত গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করায় পর্যটকদের ব্যাপক ঢল নামে পাহাড় জুড়ে। পর্যটকদের ভিড়ে হোটেলে রুম মেলাই দায় হয়ে দাঁড়িয়েছে । প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তাপমাত্রা ৷ তাই পাহাড়ে গিয়েও সেরকম স্বস্তি মিলছিল না পর্যটকদের । কিন্তু তাতেও পর্যটকদের ঢল নেমেছে।

পর্যটকদের আগমনের ফলে আগামী সপ্তাহ পর্যন্ত পাহাড়ের সমস্ত হোটেল, হোমস্টেতে জায়গা নেই । পর্যটক আগমনের ফলে মে মাসেই রেকর্ড আয় করেছে দার্জিলিং-হিমালয়ান রেল । ঢল নেমেছে দার্জিলিং চিড়িয়াখানাতেও । পাহাড়ে গরম থাকলেও জুন জুড়ে পর্যটকদের আনাগোনা ভালোই হবে বলে মনে করছে পর্যটন ব্যবাসায়ীরা ।

জানা গিয়েছে, মে মাসে জয় রাইড থেকে কোটি টাকার উপর আয় করেছে দার্জিলিং-হিমালয়ান রেল । অন্যদিকে, যেখানে গড়ে এই সময় দার্জিলিং চিড়িয়াখানায় 3 হাজার পর্যটক আসতো তা বেড়ে 5 হাজার পর্যন্ত হয়েছে বলে জানান চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি । তীব্র গরমের মধ্যেও এই বছর পর্যটন দারুন সাড়া ফেলেছে । জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত 60 শতাংশ হোটেল ও হোম স্টের বুকিং হয়ে গিয়েছে ।

এই প্রসঙ্গেই হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "মে মাসে প্রচুর গরমের মধ্যেও পাহাড়ে খুব ভালো পর্যটন ব্যবসা হয়েছে । জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কোথাও খালি নেই। তবে কোনওবার পাহাড়ে এইরকম গরম পড়ে না । যাই হোক আমরা সবাই এখন বৃষ্টির অপেক্ষায় আছি ।"

আরও পড়ুন: অল্প খরচে শৈলরানি পৌঁছে দিতে চার্টার্ড বাস পরিষেবা চালু এনবিএসটিসি'র

এদিকে শুক্রবার থেকে পাহাড়ের পাশাপাশি সমতলে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে । গরমের কদিন পাহাড়ে দেখা গিয়েছে অনন্য ছবি । রোদের জন্য পর্যটকরা ব্যবহার করছে ছাতা, প্রত্যেক হোটেল, দোকানে দিনের বেলায় চলছে পাখা । বিক্রি বেড়ে গিয়েছিল পাখার । ম্যালেতেও দেদার আইসক্রিম বিক্রি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ।

গরমে নাজেহাল শৈলরানীর পর্যটকরাও

দার্জিলিং, 10 জুন: তীব্র গরমে হাসফাসঁ পরিস্থিতি শৈলরানির। বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে বেশ গরম ছিল । শুক্রবার থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন হয়েছে । আকাশ মেঘলা তাছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হয়েছে বেশ কয়েক জায়গায় । কিন্ত গরমের ছুটির মেয়াদ বৃদ্ধি করায় পর্যটকদের ব্যাপক ঢল নামে পাহাড় জুড়ে। পর্যটকদের ভিড়ে হোটেলে রুম মেলাই দায় হয়ে দাঁড়িয়েছে । প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে তাপমাত্রা ৷ তাই পাহাড়ে গিয়েও সেরকম স্বস্তি মিলছিল না পর্যটকদের । কিন্তু তাতেও পর্যটকদের ঢল নেমেছে।

পর্যটকদের আগমনের ফলে আগামী সপ্তাহ পর্যন্ত পাহাড়ের সমস্ত হোটেল, হোমস্টেতে জায়গা নেই । পর্যটক আগমনের ফলে মে মাসেই রেকর্ড আয় করেছে দার্জিলিং-হিমালয়ান রেল । ঢল নেমেছে দার্জিলিং চিড়িয়াখানাতেও । পাহাড়ে গরম থাকলেও জুন জুড়ে পর্যটকদের আনাগোনা ভালোই হবে বলে মনে করছে পর্যটন ব্যবাসায়ীরা ।

জানা গিয়েছে, মে মাসে জয় রাইড থেকে কোটি টাকার উপর আয় করেছে দার্জিলিং-হিমালয়ান রেল । অন্যদিকে, যেখানে গড়ে এই সময় দার্জিলিং চিড়িয়াখানায় 3 হাজার পর্যটক আসতো তা বেড়ে 5 হাজার পর্যন্ত হয়েছে বলে জানান চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি । তীব্র গরমের মধ্যেও এই বছর পর্যটন দারুন সাড়া ফেলেছে । জুন মাসের শেষ সপ্তাহ পর্যন্ত 60 শতাংশ হোটেল ও হোম স্টের বুকিং হয়ে গিয়েছে ।

এই প্রসঙ্গেই হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "মে মাসে প্রচুর গরমের মধ্যেও পাহাড়ে খুব ভালো পর্যটন ব্যবসা হয়েছে । জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কোথাও খালি নেই। তবে কোনওবার পাহাড়ে এইরকম গরম পড়ে না । যাই হোক আমরা সবাই এখন বৃষ্টির অপেক্ষায় আছি ।"

আরও পড়ুন: অল্প খরচে শৈলরানি পৌঁছে দিতে চার্টার্ড বাস পরিষেবা চালু এনবিএসটিসি'র

এদিকে শুক্রবার থেকে পাহাড়ের পাশাপাশি সমতলে বৃষ্টি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে । গরমের কদিন পাহাড়ে দেখা গিয়েছে অনন্য ছবি । রোদের জন্য পর্যটকরা ব্যবহার করছে ছাতা, প্রত্যেক হোটেল, দোকানে দিনের বেলায় চলছে পাখা । বিক্রি বেড়ে গিয়েছিল পাখার । ম্যালেতেও দেদার আইসক্রিম বিক্রি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না ।

Last Updated : Jun 10, 2023, 10:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.