ETV Bharat / state

হেরিটেজ তকমা ধরে রাখতে ধস মোকাবিলায় রেলের উদ্যোগ, সাহায্য নেওয়া হবে রাজ্যের

author img

By

Published : May 2, 2019, 10:15 PM IST

Updated : May 2, 2019, 11:21 PM IST

ধস প্রতিরোধে ও টয়ট্রেন পরিষেবা চালু রাখতে আগাম প্রস্তুতি নিতে চলেছে DHR কর্তৃপক্ষ । এবিষয়ে সাহায্য নেওয়া হবে রাজ্যেরও । আগামীকাল থেকে ধসপ্রবণ এলাকা পরিদর্শন শুরু করবেন কাটিহারের DRM ।

টয়ট্রেন

শিলিগুড়ি, 2 মে : দার্জিলিঙ পাহাড়ে ধসের জেরে প্রায়ই থমকে যায় হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের চাকা । সেক্ষেত্রে এবার আগাম প্রস্তুতি নিতে চলেছে রেল কর্তৃপক্ষ । সাহায্য নেওয়া হবে রাজ্যের । লক্ষ্য, হেরিটেজ তকমায় যেন কোনপ্রকার আঁচ না আসে ।

বর্ষায় ধসের জেরে প্রায়ই দার্জিলিং টয়ট্রেনের পরিসেবা বন্ধ থাকে । কখনও একমাস আবার কখনও বছর পার হয়ে যায়। স্বাভাবিকভাবেই UNESCO প্রদত্ত হেরিটেজ তকমা ধরে রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে DHR কর্তৃপক্ষকে । এনিয়ে রেল কর্তৃপক্ষ একাধিকবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে । DHR-এর ইঞ্জিনিয়ারদের নিয়ে আগামীকাল থেকে ধসপ্রবণ এলাকাগুলি পরিদর্শন শুরু করবেন কাটিহারের DRM । পাশাপাশি আন্তর্জাতিকস্তরে টয়ট্রেন পরিষেবাকে তুলে ধরতে রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গেছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের DRM সুমিত সরকার বলেন, "টয়ট্রেন ভারতীয় রেলের গর্ব । সেক্ষেত্রে ঐতিহ্যশালী টয়ট্রেনের গরিমাকে ধরে রাখতে ধসের মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হবে । যদিও প্রতিবারই কমবেশী আগাম প্রস্তুতি নেওয়া হয় । তবুও বিপর্যস্ত হয় টয়ট্রেন পরিষেবা । এবার যাতে এই পরিস্থিতি না হয় তাই ধস মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । রাজ্যের সঙ্গেও আলোচনা করা হবে ।"

শিলিগুড়ি, 2 মে : দার্জিলিঙ পাহাড়ে ধসের জেরে প্রায়ই থমকে যায় হেরিটেজ তকমাপ্রাপ্ত টয়ট্রেনের চাকা । সেক্ষেত্রে এবার আগাম প্রস্তুতি নিতে চলেছে রেল কর্তৃপক্ষ । সাহায্য নেওয়া হবে রাজ্যের । লক্ষ্য, হেরিটেজ তকমায় যেন কোনপ্রকার আঁচ না আসে ।

বর্ষায় ধসের জেরে প্রায়ই দার্জিলিং টয়ট্রেনের পরিসেবা বন্ধ থাকে । কখনও একমাস আবার কখনও বছর পার হয়ে যায়। স্বাভাবিকভাবেই UNESCO প্রদত্ত হেরিটেজ তকমা ধরে রাখা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে DHR কর্তৃপক্ষকে । এনিয়ে রেল কর্তৃপক্ষ একাধিকবার রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে । DHR-এর ইঞ্জিনিয়ারদের নিয়ে আগামীকাল থেকে ধসপ্রবণ এলাকাগুলি পরিদর্শন শুরু করবেন কাটিহারের DRM । পাশাপাশি আন্তর্জাতিকস্তরে টয়ট্রেন পরিষেবাকে তুলে ধরতে রাজ্য সরকারের সঙ্গেও আলোচনা করা হবে বলে জানা গেছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এবিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের DRM সুমিত সরকার বলেন, "টয়ট্রেন ভারতীয় রেলের গর্ব । সেক্ষেত্রে ঐতিহ্যশালী টয়ট্রেনের গরিমাকে ধরে রাখতে ধসের মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া হবে । যদিও প্রতিবারই কমবেশী আগাম প্রস্তুতি নেওয়া হয় । তবুও বিপর্যস্ত হয় টয়ট্রেন পরিষেবা । এবার যাতে এই পরিস্থিতি না হয় তাই ধস মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । রাজ্যের সঙ্গেও আলোচনা করা হবে ।"

Intro:পরলৌকিক ক্রিয়া শেষে স্নানে নেমে জলে ডুবে মৃত্যু এক কিশোর কিশোরীর!

শিলিগুড়ি, ১৪ এপ্রিলঃ পরলৌকিক ক্রিয়া শেষে মহানন্দা ক্যানেলের জলে স্নানে নেমে জলে তলিয়ে মৃত্যু হল এক কিশোর ও কিশোরীর। পুলিশ জানিয়েছে মৃতরা হল প্রততী চাকী ও সাহেব নন্দী।

জানা গিয়েছে, আজ দুপুরে শিলিগুড়ির মহানন্দাপাড়া এলাকার বাসিন্দা ভানু সরকার স্বপরিবারে তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠানের জন্য ঘাট কাজের লক্ষ্যে মহানন্দা ক্যানেলে গিয়েছিলেন। কাজ শেষে পরিবারের সদস্যরা ক্যানেলের জলে স্নানে নেমেছিল সকলেই। তবে, স্নান সেরে সকলেই ক্যানেল থেকে উঠে এলেও এক কিশোরী ও দুই কিশোর জলে তলিয়ে যায়। ঘটনার খবর পেতেই স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। একইসাথে খবর দেন দমকলে। যদিও স্থানীয়রা এক কিশোরকে উদ্ধার করতে সক্ষম হন। অন্যদিকে, মিনিট কয় বাদে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছালে স্থানীয়দের সহযোগীতায় বাকী দুজনকে উদ্ধার করেন তারা। এরপর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও চিকিৎসা চলাকালীনই মারা যায় দুজনেই। Body:.Conclusion:.
Last Updated : May 2, 2019, 11:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.