শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি : গাছের উচ্চতা সর্বসাকুল্যে সাড়ে ছয় ফুট। বয়স আনুমানিক ২৫ বছর। দাম ২ লাখ ৩৫ হাজার টাকা। ফাইকাস পান্ডা। হর্টিকালচার সোসাইটির তরফে আয়োজিত ৩৫ তম ফুল মেলার এখন মূল আকর্ষণ এই গাছটি। শুধু দাম নয় গাছটির পরিচর্যাও বেশ নজরকাড়া।
এই প্রজাতির গাছ মূলত পাওয়া যায় চিনে। তবে পাল নার্সারির দৌলতে এবার এটি এসেছে শিলিগুড়িতে। ২৫ বছর বয়সি এই গাছটির পাশাপাশি একই প্রজাতির আরও গাছ রয়েছে। তাদের কারও বয়স ১ বা কারও তার বেশি। শিলিগুড়ির ফুল মেলায় সকলের নজরকাড়া ২৫ বছর বয়সি ফাইকাসটি যেমন দেখতে সুন্দর তেমনই তার দাম। যা সকলের নজর কেড়েছে মেলা শুরুর দিন থেকেই। যদিও মেলার শেষদিনের আগে গাছটি বিক্রি করতে নারাজ নার্সারি কর্তৃপক্ষ।
এবিষয়ে স্টল মালিক তথা পাল নার্সারির তরফে অসীমকুমার পাল জানান, গাছটি বনসাই। ২০১২ সালে পুনে থেকে সেই গাছটি তিনি কিনেছিলেন ১ লাখ ৪৫ হাজার টাকায়। তারপর থেকে নার্সারিতে রেখে শুরু হয় পরিচর্যা। দেওয়া হয় নতুন আঙ্গিক। যদিও সাত বছর গাছটিকে নার্সারির বাইরে বার করা হয়নি। এই প্রথম গাছটিকে বাইরে আনা হয়েছে সর্বসাধারণের জন্য। সেক্ষেত্রে গাছের সৌন্দর্যায়ন ও খরচের হিসেব ধরে তবেই গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে। যা কি না অনেকটাই কম বলে দাবি অসীমবাবুর। তিনি বলেন, "গাছটির প্রতি বিশেষ নজর রাখা হয়। গাছগুলির পরিচর্যার জন্য পৃথক তিনজন লোক নিযুক্ত করা হয়েছে। সপ্তাহে চারদিন গাছে জল দেওয়া হয়। দু'মাসে একবার গাছ ছাঁটা হয়। ছ'মাস পর পর বদল করা হয় মাটি।"