দার্জিলিং, 12 মে : কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে পাহাড়ের প্রতিকূলতা যেন কোনও বাধাই নয় । পাহাড়ি ঢাল পেরিয়ে, জঙ্গল পেরিয়ে গ্রামের পর গ্রাম হেঁটে হেঁটে ঘুরছেন । খোঁজ নিচ্ছেন কোয়ারানটিনে থাকা মানুষের । ভিনরাজ্য থেকে আসা শ্রমিক বা কোরোনার উপসর্গ থাকতে পারে এমন হাই রিস্ক গোষ্ঠীর তালিকা তৈরি করতে একদল স্বাস্থ্যকর্মী হাজির হচ্ছে বাড়ি বাড়ি । পরামর্শ দিচ্ছে এই সময়ে ঠিক কী কী মেনে চললে সুস্থ থাকা যায় । বা কেউ হোম কোয়ারানটিনে থাকলে তাঁকে ঠিক কী কী মেনে চলতে হবে ।
একাজে মাঝেমধ্যেই বাধা হয়ে দাঁড়াচ্ছে পাহাড়ের প্রতিকূলতা । গাড়ি নেই, জঙ্গল পথে চিতাসহ বন্যপ্রাণীদের ভয় । তবে, এসব বাধাকে দূরে সরিয়ে কোরোনা মোকাবিলায় লড়ে যাচ্ছেন তাঁরা । কারও পরিচয় আশাকর্মী, তো কেউ ANM বা সেকেন্ড ANM । রয়েছেন অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও । হোম কোয়ারানটিনে সব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে কি না বা ওই সময় কারও কোনও উপসর্গ দেখা দিল কি না সেসব রিপোর্ট সংগ্রহ করছেন তাঁরা । পাশাপাশি কোরোনা উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় কী কী পদক্ষেপ করা যায়, সবই করছেন তাঁরা ।
দার্জিলিঙে নতুন করে কোরোনা সংক্রমিতের হদিস নেই । তবুও হাল ছাড়তে রাজি নন তাঁরা । অনেকেই বলছেন, মানুষকে সচেতন করা ও সঠিক পদক্ষেপ করতে সাহায্য করা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার । সংক্রমণ যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য হোম কোয়ারানটিনে থাকা মানুষজন ও তাঁদের পরিবারকে সচেতন করতে হবে ।