ETV Bharat / state

কাটমানি নিয়ে SJDA-র জমিতে দোকান তৈরি করে বিক্রি ! মন্ত্রীর অভিযোগ ঘিরে ধুন্ধুমার - Goutam Deb accused businessmen for taking bribe in siliguri

কোটি কোটি টাকা কাটমানি নিয়ে SJDA -র জমিতে দোকানঘর তৈরি করে বিক্রির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব । প্রতিবাদে বিক্ষোভ ব্যবসায়ীদের । অবরোধ ।

কাটমানি নিয়ে SJDA-র জমিতে দোকান তৈরি করে বিক্রি ! মন্ত্রীর অভিযোগ ঘিরে ধুন্ধুমার
author img

By

Published : Jul 14, 2019, 6:14 AM IST

শিলিগুড়ি, 14 জুলাই : কোটি কোটি টাকা কাটমানি নিয়ে SJDA-র জমিতে দোকানঘর তৈরি করে বিক্রির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব । বিধান মার্কেটে আগুনে পুড়ে যাওয়া দোকান ঘরগুলির নির্মাণকাজ পরিদর্শনে এসে এই অভিযোগ তুললেন তিনি ।

Goutam Deb accused businessmen for taking bribe in siliguri
মন্ত্রীর মন্তব্যকে ঘিরে অবরোধ শিলিগুড়িতে

গৌতমবাবু বলেন, "পুড়েছিল মাত্র 7টি দোকান । কিন্তু, তৈরি হচ্ছে 20টি দোকান । কোটি কোটি টাকার বিনিময়ে ওই দোকানগুলি বিক্রি করা হচ্ছে । বদনাম হচ্ছে সরকার । মুনাফা লুটছে কয়েকজন ব্যক্তি ।" এরপর দ্রুত নোটিশ জারি করে ওই দোকান ঘরগুলি ভেঙে ফেলতে বলেন । প্রতিবাদে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা মন্ত্রীর বিরুদ্ধে সরব হন । দোকান বন্ধ করে বিধানরোড অবরোধ করেন তাঁরা । ঘটনাস্থানে আসে শিলিগুড়ি থানার পুলিশ । অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘণ্টা বাদে অবরোধ ওঠে ।

Goutam Deb accused businessmen for taking bribe in siliguri
বিধান মার্কেটের নির্মীয়মান দোকান

অবরোধকারীদের বক্তব্য, ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইতে হবে মন্ত্রীকে । না হলে আন্দোলন চলবে । পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠার পর ব্যবসায়ীরা জানায়, মন্ত্রীর সঙ্গে বৈঠক করানোর জন্য সাতদিন সময় চেয়েছে পুলিশ । তবে তা সম্ভব না হলে ফের করা হবে অবরোধ ।

গতকাল বিধান মার্কেট পরিদর্শনে গিয়ে মন্ত্রীর মন্তব্যের পর ব্যবসায়ীরা বলেন, "দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ওই সব দোকানে ব্যবসা চলছে । সেক্ষেত্রে আমাদের অধিকার দিতে হবে ।" এছাড়া যে দোকান তৈরি হচ্ছে তার উপযুক্ত প্রমাণপত্র তাঁদের কাছে আছে বলেও জানান তাঁরা ।

এবিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, "প্রতিটি দোকানের বৈধ কাগজপত্র আছে । উলটে রাস্তা সম্প্রসারণের জন্য দোকানঘর ছোটো হয়ে গেছে । আর কাটমানির প্রসঙ্গ আসে কোথা থেকে । যার যার দোকান ছিল তারাই তৈরি করছে । সেক্ষেত্রে কাটমানির অভিযোগ মিথ্যা । মন্ত্রী বলছেন দোকান ঘরগুলি ভেঙে দেওয়া হবে । আমরা বলছি ভাঙা হোক । দেখব । এর থেকেও বড় আন্দোলন হবে । পুলিশ সাতদিনের সময় নিয়েছে । সাতদিনে সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে ।"

শিলিগুড়ি, 14 জুলাই : কোটি কোটি টাকা কাটমানি নিয়ে SJDA-র জমিতে দোকানঘর তৈরি করে বিক্রির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব । বিধান মার্কেটে আগুনে পুড়ে যাওয়া দোকান ঘরগুলির নির্মাণকাজ পরিদর্শনে এসে এই অভিযোগ তুললেন তিনি ।

Goutam Deb accused businessmen for taking bribe in siliguri
মন্ত্রীর মন্তব্যকে ঘিরে অবরোধ শিলিগুড়িতে

গৌতমবাবু বলেন, "পুড়েছিল মাত্র 7টি দোকান । কিন্তু, তৈরি হচ্ছে 20টি দোকান । কোটি কোটি টাকার বিনিময়ে ওই দোকানগুলি বিক্রি করা হচ্ছে । বদনাম হচ্ছে সরকার । মুনাফা লুটছে কয়েকজন ব্যক্তি ।" এরপর দ্রুত নোটিশ জারি করে ওই দোকান ঘরগুলি ভেঙে ফেলতে বলেন । প্রতিবাদে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা মন্ত্রীর বিরুদ্ধে সরব হন । দোকান বন্ধ করে বিধানরোড অবরোধ করেন তাঁরা । ঘটনাস্থানে আসে শিলিগুড়ি থানার পুলিশ । অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘণ্টা বাদে অবরোধ ওঠে ।

Goutam Deb accused businessmen for taking bribe in siliguri
বিধান মার্কেটের নির্মীয়মান দোকান

অবরোধকারীদের বক্তব্য, ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইতে হবে মন্ত্রীকে । না হলে আন্দোলন চলবে । পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠার পর ব্যবসায়ীরা জানায়, মন্ত্রীর সঙ্গে বৈঠক করানোর জন্য সাতদিন সময় চেয়েছে পুলিশ । তবে তা সম্ভব না হলে ফের করা হবে অবরোধ ।

গতকাল বিধান মার্কেট পরিদর্শনে গিয়ে মন্ত্রীর মন্তব্যের পর ব্যবসায়ীরা বলেন, "দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ওই সব দোকানে ব্যবসা চলছে । সেক্ষেত্রে আমাদের অধিকার দিতে হবে ।" এছাড়া যে দোকান তৈরি হচ্ছে তার উপযুক্ত প্রমাণপত্র তাঁদের কাছে আছে বলেও জানান তাঁরা ।

এবিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, "প্রতিটি দোকানের বৈধ কাগজপত্র আছে । উলটে রাস্তা সম্প্রসারণের জন্য দোকানঘর ছোটো হয়ে গেছে । আর কাটমানির প্রসঙ্গ আসে কোথা থেকে । যার যার দোকান ছিল তারাই তৈরি করছে । সেক্ষেত্রে কাটমানির অভিযোগ মিথ্যা । মন্ত্রী বলছেন দোকান ঘরগুলি ভেঙে দেওয়া হবে । আমরা বলছি ভাঙা হোক । দেখব । এর থেকেও বড় আন্দোলন হবে । পুলিশ সাতদিনের সময় নিয়েছে । সাতদিনে সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে ।"

Intro:
কোটি টাকা কাটমানির বিনিময়ে এসজেডিএর সরকারী জমিতে দোকানঘর বানিয়ে বিক্রির অভিযোগ মন্ত্রীর, প্রতিবাদে রাস্তা অবরোধ ব্যবসায়ীদের!

শিলিগুড়ি, ১৩ জুলাইঃ কোটি কোটি টাকা কাটমানি নিয়ে এসজেডিএর জমিতে দোকানঘর বানিয়ে বিক্রির অভিযোগ তুলে ধরলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। সম্প্রতি বিধানমার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় আগুনে পুড়ে যাওয়া দোকান ঘরগুলির নির্মান কাজ পরিদর্শনে এমন অভিযোগ তোলেন তিনি। একইসঙ্গে মন্ত্রী দাবী করেন পুড়েছিল মাত্র সাতটি দোকান৷ কিন্তু তৈরী হচ্ছে ২০ টি দোকান। কোটি টাকার বিনিময়ে ওই দোকানঘর বিক্রি করা হচ্ছে। বদনাম হচ্ছে সরকার। মুনাফা লুঠছে জনাকয় ব্যক্তি। এরপরেই মন্ত্রী ধমকের সুরে এসজেডিএর আধিকাকদের বলেন, দ্রুত নোটিশ জারি করে ওই সব নির্মিয়মান দোকানঘর ভেঙ্গে ফেলতে। মন্ত্রীর এহেন বক্তব্য প্রকাশ্যে আসতেই বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা মন্ত্রীর বিরুদ্ধে সরব হন। মূহুর্তের মধ্যেই সমস্ত দোকানপাট বন্ধ করে বিধানরোড অবরোধ করে বসেন তারা৷ প্রায় একঘন্টা ধরে চলে অবরোধ। অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় পুলিসের সঙ্গে।

অবরোধ চলাকালে ব্যবসায়ীরা দাবী করেন মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইবেন। অন্যথায় আন্দোলন চলবে। এমতবস্থায় শিলিগুড়ি থানার পুলিস অবরোধ তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে পুলিসের হস্তক্ষেপে প্রায় এক ঘন্টা বাদে অবরোধ উঠে যায়। সেক্ষেত্রে ব্যবসায়ীরা জানান, পুলিশ সাতদিনের সময় চেয়েছে মন্ত্রীর সঙ্গে বৈঠক করানো প্রসঙ্গে। তবে সেটা সম্ভব না হলে ফের অবরোধ হবে। স্তব্ধ করে দেওয়া হবে শহরকে।

এদিন সকালে এসজেডিএর আধিকারীকদের নিয়ে বিধানমার্কেটে পৌঁছান মন্ত্রী। পরিদর্শনের শুরুতেই নির্মানকাজ দেখে বেজায় চটে যান। মন্ত্রী গৌতম দেব বলেন, কোটি কোটি টাকার বিনিময়ে দোকান ঘর তৈরী করে তা বিক্রি করা হচ্ছে। মাত্র চার পাঁচ জন লোক এই কাজ করছে। আর বদনাম হচ্ছি আমরা। ওরা গোটা শহরটাকেই বেঁচে দেওয়ার ছক করেছে। এসব হতে দেওয়া যাবে না। পুলিশের সঙ্গে কথা হচ্ছে। দ্রুত নোটিশ করে ওই সব বেআইনী নির্মান ভাঙ্গা হবে এসজেডিএর তরফে। কেউ বাঁধা দিতে এলে গ্রেপ্তার করা হবে৷

মন্ত্রীর প্রকাশ্য হুশিয়ারীর পরেই ব্যবসায়ীরা দাবী তোলেন পাট্টার। তাদের দাবী দীর্ঘ পঞ্চাশ বছরের বেশী সময় আমরা ওইসব দোকানে ব্যবসা করছি। সেক্ষেত্রে আমাদের অধিকার দিতে হবে। আর কোন বেআইনি নির্মান নয়। নির্দিষ্ট দোকান নতুন করে তৈরী হচ্ছে মাত্র। উপযুক্ত প্রমাণ পত্র রয়েছে।

এবিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপী সাহা বলেন, বৈধ কাগজপত্র আছে প্রতিটি দোকানের। উলটে রাস্তা সম্প্রসারনের ক্ষেত্রে দোকানঘর ছোট হয়ে গিয়েছে। আর কাটমানির প্রসঙ্গ আসে কোথা থেকে। যার যার দোকান ছিল তারাই তৈরী করছে। সেক্ষেত্রে মিথ্যে অভিযোগ। মন্ত্রী বলছেন দোকান ঘরগুলি ভেঙ্গে দেওয়া হবে। আমরা বলছি ভাঙ্গা হোক। দেখব। এর থেকেও বড় আন্দোলন হবে। পুলিস সাতদিনের সময় নিয়েছে। সাতদিনে সমাধান না হলে বৃহত্তর আন্দোলন হবে।

Body:.Conclusion:.

For All Latest Updates

TAGGED:

darjeeling
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.