শিলিগুড়ি, 14 জুলাই : কোটি কোটি টাকা কাটমানি নিয়ে SJDA-র জমিতে দোকানঘর তৈরি করে বিক্রির অভিযোগ তুললেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব । বিধান মার্কেটে আগুনে পুড়ে যাওয়া দোকান ঘরগুলির নির্মাণকাজ পরিদর্শনে এসে এই অভিযোগ তুললেন তিনি ।
গৌতমবাবু বলেন, "পুড়েছিল মাত্র 7টি দোকান । কিন্তু, তৈরি হচ্ছে 20টি দোকান । কোটি কোটি টাকার বিনিময়ে ওই দোকানগুলি বিক্রি করা হচ্ছে । বদনাম হচ্ছে সরকার । মুনাফা লুটছে কয়েকজন ব্যক্তি ।" এরপর দ্রুত নোটিশ জারি করে ওই দোকান ঘরগুলি ভেঙে ফেলতে বলেন । প্রতিবাদে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা মন্ত্রীর বিরুদ্ধে সরব হন । দোকান বন্ধ করে বিধানরোড অবরোধ করেন তাঁরা । ঘটনাস্থানে আসে শিলিগুড়ি থানার পুলিশ । অবরোধ তুলতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । পরে পুলিশের হস্তক্ষেপে প্রায় 1 ঘণ্টা বাদে অবরোধ ওঠে ।
অবরোধকারীদের বক্তব্য, ব্যবসায়ীদের কাছে ক্ষমা চাইতে হবে মন্ত্রীকে । না হলে আন্দোলন চলবে । পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠার পর ব্যবসায়ীরা জানায়, মন্ত্রীর সঙ্গে বৈঠক করানোর জন্য সাতদিন সময় চেয়েছে পুলিশ । তবে তা সম্ভব না হলে ফের করা হবে অবরোধ ।
গতকাল বিধান মার্কেট পরিদর্শনে গিয়ে মন্ত্রীর মন্তব্যের পর ব্যবসায়ীরা বলেন, "দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ওই সব দোকানে ব্যবসা চলছে । সেক্ষেত্রে আমাদের অধিকার দিতে হবে ।" এছাড়া যে দোকান তৈরি হচ্ছে তার উপযুক্ত প্রমাণপত্র তাঁদের কাছে আছে বলেও জানান তাঁরা ।
এবিষয়ে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা বলেন, "প্রতিটি দোকানের বৈধ কাগজপত্র আছে । উলটে রাস্তা সম্প্রসারণের জন্য দোকানঘর ছোটো হয়ে গেছে । আর কাটমানির প্রসঙ্গ আসে কোথা থেকে । যার যার দোকান ছিল তারাই তৈরি করছে । সেক্ষেত্রে কাটমানির অভিযোগ মিথ্যা । মন্ত্রী বলছেন দোকান ঘরগুলি ভেঙে দেওয়া হবে । আমরা বলছি ভাঙা হোক । দেখব । এর থেকেও বড় আন্দোলন হবে । পুলিশ সাতদিনের সময় নিয়েছে । সাতদিনে সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলন হবে ।"