ETV Bharat / state

দিদিকে বলো-তে অভিযোগ, মিলল সরকারি চাকরি - শুভঙ্কর সরকার

ডাই ইন হার্নেস প্রকল্পে আবেদন করেও চাকরি মিলছিল না শিলিগুড়ি বাসিন্দা শুভঙ্কর সরকারের ৷ বাবার মৃত্যু হয়েছিল কর্মরত অবস্থায় ৷ অবশেষে দিদিকে বলো-তে অভিযোগ জানিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্থায়ী চাকরি পেলেন শুভঙ্কর । শিলিগুড়িতে পর্যটন দপ্তরে আজ তার হাতে নিয়োগপত্র তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।

got govt job after claim on didi ke bolo
দিদিকে বলোয় অভিযোগ জানিয়ে স্থায়ি সরকারি চাকরি
author img

By

Published : Feb 23, 2020, 8:40 PM IST

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি : কর্মরত অবস্থায় বাবার মৃত্যু ৷ তারপর বেশ কয়েক বছর কেটে গেলেও ডাই-ইন-হার্নেস প্রকল্পে চাকরি মিলছিল না । অবশেষে দিদিকে বলোয় অভিযোগ জানিয়েছিলেন শিলিগুড়ি বাসিন্দা শুভঙ্কর সরকার । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে স্থায়ী চাকরি পেলেন শুভঙ্কর । শিলিগুড়িতে পর্যটন দপ্তরে আজ তার হাতে নিয়োগপত্র তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।

শিলিগুড়ির 46নম্বর ওয়ার্ডে চম্পাসারি এলাকার বাসিন্দা শুভঙ্কর সরকার । তিনি জানান তার বাবা সুধাংশু সরকার কাজ করতেন জলদাপাড়া পর্যটন বিভাগে । 2015 সালে তাঁর বাবার মৃত্যু হয় কর্মরত অবস্থায় । এরপর ডাই ইন হার্নেস প্রকল্পে চাকরির জন্য আবেদন জানান শুভঙ্কর । যদিও চাকরি মেলেনি । বিস্তর ঘোরাঘুরি করেও কার্যত হতাশ হয়ে পড়েন শুভঙ্কর । দিদিকে বলো প্রকল্প চালুর পর এনিয়ে অভিযোগ জানান তিনি । সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তাকে দ্রুত স্থায়ী চাকরি দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

দিদিকে বলোয় অভিযোগ জানিয়ে স্থায়ি সরকারি চাকরি

আজ পর্যটন দপ্তরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান, এই ধরনের 19টি আবেদন দপ্তরের কাছে জমা ছিল । বাকি 18টি ক্ষেত্রে চাকরি হয়ে গেলেও বাদ পড়ে গিয়েছিলেন শুভঙ্কর । মুখ্যমন্ত্রী অভিযোগ পেয়ে নিজেই সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত এই যুবককে স্থায়ী চাকরি দিতে নির্দেশ দেন । তার ভিত্তিতেই আজ নিয়োগপত্র তুলে দেওয়া হয় ।

শিলিগুড়ি, 23 ফেব্রুয়ারি : কর্মরত অবস্থায় বাবার মৃত্যু ৷ তারপর বেশ কয়েক বছর কেটে গেলেও ডাই-ইন-হার্নেস প্রকল্পে চাকরি মিলছিল না । অবশেষে দিদিকে বলোয় অভিযোগ জানিয়েছিলেন শিলিগুড়ি বাসিন্দা শুভঙ্কর সরকার । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে স্থায়ী চাকরি পেলেন শুভঙ্কর । শিলিগুড়িতে পর্যটন দপ্তরে আজ তার হাতে নিয়োগপত্র তুলে দেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।

শিলিগুড়ির 46নম্বর ওয়ার্ডে চম্পাসারি এলাকার বাসিন্দা শুভঙ্কর সরকার । তিনি জানান তার বাবা সুধাংশু সরকার কাজ করতেন জলদাপাড়া পর্যটন বিভাগে । 2015 সালে তাঁর বাবার মৃত্যু হয় কর্মরত অবস্থায় । এরপর ডাই ইন হার্নেস প্রকল্পে চাকরির জন্য আবেদন জানান শুভঙ্কর । যদিও চাকরি মেলেনি । বিস্তর ঘোরাঘুরি করেও কার্যত হতাশ হয়ে পড়েন শুভঙ্কর । দিদিকে বলো প্রকল্প চালুর পর এনিয়ে অভিযোগ জানান তিনি । সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে তাকে দ্রুত স্থায়ী চাকরি দিতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

দিদিকে বলোয় অভিযোগ জানিয়ে স্থায়ি সরকারি চাকরি

আজ পর্যটন দপ্তরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন মন্ত্রী গৌতম দেব । তিনি জানান, এই ধরনের 19টি আবেদন দপ্তরের কাছে জমা ছিল । বাকি 18টি ক্ষেত্রে চাকরি হয়ে গেলেও বাদ পড়ে গিয়েছিলেন শুভঙ্কর । মুখ্যমন্ত্রী অভিযোগ পেয়ে নিজেই সমস্ত কিছু খতিয়ে দেখে দ্রুত এই যুবককে স্থায়ী চাকরি দিতে নির্দেশ দেন । তার ভিত্তিতেই আজ নিয়োগপত্র তুলে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.