ETV Bharat / state

Gorkhaland Demand : গোর্খাল্যান্ডের দাবিতে আমরণ অনশনরত এবিজিএল নেতার সঙ্গে সাক্ষাৎ অনিত থাপার

গোর্খাল্যান্ডের দাবিতে পাহাড়ে অনশন ৷ রবিবার থেকে আমরণ অনশন শুরু করেছেন অখিল ভারতীয় গোর্খা লিগের ভারতী তামাং গোষ্ঠীর নেতা এসপি শর্মা ৷

author img

By

Published : Aug 5, 2021, 7:35 PM IST

Gorkhaland Demand : Anit Thapa meets ABGL leader S P Sharma
Gorkhaland Demand : গোর্খাল্যান্ডের দাবিতে আমরণ অনশনরত এবিজিএল নেতার সঙ্গে সাক্ষাৎ অনিত থাপার

দার্জিলিং, 5 অগস্ট : পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে ফের পাহাড়ে শুরু হয়েছে আমরণ অনশন ৷ অখিল ভারতীয় গোর্খা লিগের ভারতী তামাং গোষ্ঠীর নেতা এসপি শর্মা রবিবার থেকে শুরু করেছেন আমরণ অনশন ৷ দার্জিলিংয়ে অখিল ভারতীয় গোর্খা লিগের দলীয় কার্যালয়ে ভিতরেই আমরণ অনশন শুরু করেছেন তিনি ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে যান গোর্খা জনমুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি অনিত থাপা ৷

আরও পড়ুন : গোর্খাল্যান্ডে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

এদিন অনিত থাপা বলেন, ‘‘2017 সাল থেকে বিজেপি পাহাড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ পাহাড়ের মানুষ বিজেপিকে গত তিনবার ভোট দিয়েছেন ৷ দার্জিলিং থেকে বিজেপি সাংসদকে লোকসভায় পাঠিয়েছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সাংসদ পাহাড়ের মানুষের পৃথক রাজ্য তৈরির দাবি এবং 11টি জনজাতিকে ষষ্ঠ তফশিলভুক্ত করার ঘোষণা করেনি ৷ এসপি শর্মার আমরণ অনশনে আমরা তাঁর পাশে রয়েছি ৷’’

পাশাপাশি এসপি শর্মা দাবি করেন, অবিলম্বে সাংসদকে নির্ধারিত সময় বেঁধে দিতে হবে ৷ কবে তিনি পাহাড়বাসীর দাবি পূরণ করবেন, তা এখনই বলতে হবে ৷ তবে ওই সময়সীমা যেন 2024 সাল পার করে না যায় ৷ তার আগেই দাবি পূরণ করতে হবে ৷ যদি দাবি পূরণ না করেন, তাহলে পদত্যাগ করতে হবে তাঁকে ৷

আরও পড়ুন : দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে জিএনএলএফ ও নর্থ ইস্ট ফোরাম বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি

এর আগে অখিল ভারতীয় গোর্খা লিগ নেতার অনশনের খবর শুনে জিএনএলএফ নেতা তথা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং ব্রাঞ্চ কমিটির সভাপতি অজয় এডওয়ার্ড এসে তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷ তাঁকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে, এখনও অনেকটা সময় রয়েছে ৷ খুব তাড়াতাড়ি পাহাড়ের দাবিগুলি মিটবে ৷ তিনি এসপি শর্মাকে তাঁর অনশন প্রত্যাহার করারও আবেদন করেন ৷

দার্জিলিং, 5 অগস্ট : পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে ফের পাহাড়ে শুরু হয়েছে আমরণ অনশন ৷ অখিল ভারতীয় গোর্খা লিগের ভারতী তামাং গোষ্ঠীর নেতা এসপি শর্মা রবিবার থেকে শুরু করেছেন আমরণ অনশন ৷ দার্জিলিংয়ে অখিল ভারতীয় গোর্খা লিগের দলীয় কার্যালয়ে ভিতরেই আমরণ অনশন শুরু করেছেন তিনি ৷ বৃহস্পতিবার তাঁর সঙ্গে দেখা করতে যান গোর্খা জনমুক্তি মোর্চার কার্যনির্বাহী সভাপতি অনিত থাপা ৷

আরও পড়ুন : গোর্খাল্যান্ডে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকের প্রয়োজনীয়তার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি গুরুঙের

এদিন অনিত থাপা বলেন, ‘‘2017 সাল থেকে বিজেপি পাহাড়বাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ৷ পাহাড়ের মানুষ বিজেপিকে গত তিনবার ভোট দিয়েছেন ৷ দার্জিলিং থেকে বিজেপি সাংসদকে লোকসভায় পাঠিয়েছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সাংসদ পাহাড়ের মানুষের পৃথক রাজ্য তৈরির দাবি এবং 11টি জনজাতিকে ষষ্ঠ তফশিলভুক্ত করার ঘোষণা করেনি ৷ এসপি শর্মার আমরণ অনশনে আমরা তাঁর পাশে রয়েছি ৷’’

পাশাপাশি এসপি শর্মা দাবি করেন, অবিলম্বে সাংসদকে নির্ধারিত সময় বেঁধে দিতে হবে ৷ কবে তিনি পাহাড়বাসীর দাবি পূরণ করবেন, তা এখনই বলতে হবে ৷ তবে ওই সময়সীমা যেন 2024 সাল পার করে না যায় ৷ তার আগেই দাবি পূরণ করতে হবে ৷ যদি দাবি পূরণ না করেন, তাহলে পদত্যাগ করতে হবে তাঁকে ৷

আরও পড়ুন : দার্জিলিংয়ে রাজ্যপালের সঙ্গে জিএনএলএফ ও নর্থ ইস্ট ফোরাম বৈঠকে গোর্খাল্যান্ডের দাবি

এর আগে অখিল ভারতীয় গোর্খা লিগ নেতার অনশনের খবর শুনে জিএনএলএফ নেতা তথা গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং ব্রাঞ্চ কমিটির সভাপতি অজয় এডওয়ার্ড এসে তাঁর সঙ্গে দেখা করেছিলেন ৷ তাঁকে আশ্বস্ত করেছিলেন এই বলে যে, এখনও অনেকটা সময় রয়েছে ৷ খুব তাড়াতাড়ি পাহাড়ের দাবিগুলি মিটবে ৷ তিনি এসপি শর্মাকে তাঁর অনশন প্রত্যাহার করারও আবেদন করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.