দার্জিলিং, 20 ডিসেম্বর : NRC ও CAA-র বিরুদ্ধে পাহাড় জুড়ে পোস্টার দেওযার পর এবার মিছিল, সমাবেশ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের । কালিম্পং, দার্জিলিং সহ পাহাড়ের একাধিক জায়গায় আজ মিছিল ও সমাবেশ ঘিরে ভিড় উপচে পড়ে । তৈরি হয় যানজট । NRC ও CAA-র বিরুদ্ধে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার কথাও বলেন বিনয় তামাং । তরাই-ডুয়ার্সেও আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি ।
CAA ও NRC-র প্রতিবাদে পাহাড়ে মিছিল বিনয়পন্থীদের
NRC ও CAA-র প্রতিবাদে পাহাড়ে মিছিল করলেন বিনয় তামাংয়ের অনুগামীরা।
বিনয়পন্থীদের আন্দোলন
দার্জিলিং, 20 ডিসেম্বর : NRC ও CAA-র বিরুদ্ধে পাহাড় জুড়ে পোস্টার দেওযার পর এবার মিছিল, সমাবেশ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের । কালিম্পং, দার্জিলিং সহ পাহাড়ের একাধিক জায়গায় আজ মিছিল ও সমাবেশ ঘিরে ভিড় উপচে পড়ে । তৈরি হয় যানজট । NRC ও CAA-র বিরুদ্ধে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার কথাও বলেন বিনয় তামাং । তরাই-ডুয়ার্সেও আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি ।
Intro:এনআরসি-সিএএ-র প্রতিবাদে পাহাড়জুড়ে মোর্চার মিছিল, আন্দোলন ছড়ানো হবে তরাই-ডুয়ার্সেও
দার্জিলিং, 20 ডিসেম্বর : এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে পাহাড়জুড়ে পোস্টারিংয়ের পর মিছিল-সমাবেশ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের । শুক্রবার কালিম্পং, দার্জিলিং সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় এই মিছিল ও সমাবেশ ঘিরে ভিড় উপচে পড়ে । ফলে যানজটে নাকাল হন সাধারণ মানুষ । এদিনই এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ। তরাই -ডুয়ার্সেও মোর্চার বিনয়পন্থীদের আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি । Body:শুক্রবার বিনয় তামাঙ বলেন, এনআরসি সংক্রান্ত 14 টি বিষয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা । এনআরসি সংক্রান্ত বিষয়ে অসম পরিদর্শনে গিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন তিনি । সেই প্রক্রিয়া চলছে বলে এদিন জনান তিনি । এছাড়া নাগরিকত্ব (সংশোধনী)আইন-2019 পাহাড় সহ তরাই-ডুয়ার্সে কার্যকর না করার আবেদন সহ একাধিক দাবিতে এদিনের এই মিছিল-সমাবেশ বলে জানান বিনয় তামাঙ । পুনরায় দার্জিলিংকে ইনারলাইন পারমিট বা আইএলপি দেওয়ার দাবিও করেন তিনি । এদিনের মিছিলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন বিনয়পন্থীরা । পাহাড় সহ তরাই -ডুয়ার্সে বাংলাদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের ঠাঁই না দেওয়ার আবেদনও করেন বিনয় তামাঙ। Conclusion:এনআরসি-সিএএ এর প্রতিবাদ আন্দোলন 25 ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকলেও এই আন্দোলন চলবে বলে জানান তিনি । 25 ডিসেম্বর, বড়দিনের পর 29 ডিসেম্বরের আগে যুব মোর্চা আন্দোলন কর্মসূচি হবে । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে ।
দার্জিলিং, 20 ডিসেম্বর : এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে পাহাড়জুড়ে পোস্টারিংয়ের পর মিছিল-সমাবেশ গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের । শুক্রবার কালিম্পং, দার্জিলিং সহ পাহাড়ের বিভিন্ন জায়গায় এই মিছিল ও সমাবেশ ঘিরে ভিড় উপচে পড়ে । ফলে যানজটে নাকাল হন সাধারণ মানুষ । এদিনই এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দেওয়ার কথা বলেন বিনয় তামাঙ। তরাই -ডুয়ার্সেও মোর্চার বিনয়পন্থীদের আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি । Body:শুক্রবার বিনয় তামাঙ বলেন, এনআরসি সংক্রান্ত 14 টি বিষয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হচ্ছেন তাঁরা । এনআরসি সংক্রান্ত বিষয়ে অসম পরিদর্শনে গিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন তিনি । সেই প্রক্রিয়া চলছে বলে এদিন জনান তিনি । এছাড়া নাগরিকত্ব (সংশোধনী)আইন-2019 পাহাড় সহ তরাই-ডুয়ার্সে কার্যকর না করার আবেদন সহ একাধিক দাবিতে এদিনের এই মিছিল-সমাবেশ বলে জানান বিনয় তামাঙ । পুনরায় দার্জিলিংকে ইনারলাইন পারমিট বা আইএলপি দেওয়ার দাবিও করেন তিনি । এদিনের মিছিলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হন বিনয়পন্থীরা । পাহাড় সহ তরাই -ডুয়ার্সে বাংলাদেশ, পকিস্তান ও আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের ঠাঁই না দেওয়ার আবেদনও করেন বিনয় তামাঙ। Conclusion:এনআরসি-সিএএ এর প্রতিবাদ আন্দোলন 25 ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকলেও এই আন্দোলন চলবে বলে জানান তিনি । 25 ডিসেম্বর, বড়দিনের পর 29 ডিসেম্বরের আগে যুব মোর্চা আন্দোলন কর্মসূচি হবে । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই আন্দোলনের তীব্রতা বাড়ানো হবে ।