ETV Bharat / state

বেল্টে লুকোনো ছিল 2 কোটির সোনা, গ্রেপ্তার বাবা-ছেলে - কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর

প্রায় 2 কোটি টাকার সোনা সহ শিলিগুড়ি থেকে দু'জনকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ৷ ধৃতদের কোমরে থাকা বেল্টের গোপন পকেট থেকে এই সোনা উদ্ধার হয় ৷

গ্রেপ্তার বাবা-ছেলে
author img

By

Published : Nov 23, 2019, 8:56 PM IST

শিলিগুড়ি, 23 নভেম্বর : শিলিগুড়িকে করিডর করে ক্রমশই সক্রিয় হয়ে উঠেছে সোনা পাচার চক্র ৷ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে সোনা পাচারের অভিযোগে শুক্রবার রাতে ধরা পড়ল বাবা ও ছেলে ৷ তাদের কোমরে থাকা বিশেষ বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনার বার ৷ বারগুলো বিদেশে থেকে পাচার করা হয়েছিল বলে অনুমান গোয়েন্দাদের ৷

ধৃতদের নাম শ্যাম শেওয়া ও বিকি শেওয়া ৷ তারা জয়গাঁর বাসিন্দা ৷ চম্পাসারি থেকে বাসে চেপে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ৷ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দারা ৷ সেখানে শ্যাম ও বিকিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তারপর তাদের কোমরের বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয় একাধিক সোনার বার ৷ যার আন্তর্জাতিক বাজারদর প্রায় 1 কোটি 95 লাখ টাকা ৷

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ উল্লেখ্য, চলতি মাসেই শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে সোনা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া সেই সোনার আন্তর্জাতিক বাজারদর ছিল প্রায় 10 কোটি টাকা ৷

শিলিগুড়ি, 23 নভেম্বর : শিলিগুড়িকে করিডর করে ক্রমশই সক্রিয় হয়ে উঠেছে সোনা পাচার চক্র ৷ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে সোনা পাচারের অভিযোগে শুক্রবার রাতে ধরা পড়ল বাবা ও ছেলে ৷ তাদের কোমরে থাকা বিশেষ বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনার বার ৷ বারগুলো বিদেশে থেকে পাচার করা হয়েছিল বলে অনুমান গোয়েন্দাদের ৷

ধৃতদের নাম শ্যাম শেওয়া ও বিকি শেওয়া ৷ তারা জয়গাঁর বাসিন্দা ৷ চম্পাসারি থেকে বাসে চেপে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ৷ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দারা ৷ সেখানে শ্যাম ও বিকিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তারপর তাদের কোমরের বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয় একাধিক সোনার বার ৷ যার আন্তর্জাতিক বাজারদর প্রায় 1 কোটি 95 লাখ টাকা ৷

আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ উল্লেখ্য, চলতি মাসেই শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে সোনা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া সেই সোনার আন্তর্জাতিক বাজারদর ছিল প্রায় 10 কোটি টাকা ৷

Intro:সোনা পাচার কান্ডে গ্রেপ্তার বাবা-ছেলে, বেল্টের বিশেষ পকেট থেকে প্রায় ২ কোটির সোনা

শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ শিলিগুড়িকে কড়িডোর করে ফের একবার সোনা পাচারচক্র সক্রিয় হয়ে উঠেছে। সোনা পাচারকান্ডে এবার কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারীকদের হাতে ধড়া পড়ল বাবা ও ছেলে। উদ্ধার হল প্রায় ২ কোটি টাকা মূল্যের বিদেশি মার্কিং সোনা। যা উদ্ধার হয়েছে ধৃতদের কোমড়ে থাকা বিশেষ বেল্টের পকেট থেকে।

Body:গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল শ্যাম শেওয়া ও বিকি শেওয়া৷ এরা দুজনে সম্পর্কে বাবা ও ছেলে। জয়গাঁও এর বাসিন্দা। তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যদিও গোপন সূত্র মারফৎ খবরের ভিত্তিতে পাচার রুখে দিল গোয়েন্দা কর্তারা৷ গতকাল গভীররাতে চম্পাশরি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে জিঞ্জাসাবাদ শুরু করে গোয়েন্দা কর্তারা। সেসময় কোমড়ের বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয় একাধিক সোনার বার। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।



Conclusion:এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে দুদিনে জেল হেফাজতের নির্দেশ দেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.