শিলিগুড়ি, 23 নভেম্বর : শিলিগুড়িকে করিডর করে ক্রমশই সক্রিয় হয়ে উঠেছে সোনা পাচার চক্র ৷ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে সোনা পাচারের অভিযোগে শুক্রবার রাতে ধরা পড়ল বাবা ও ছেলে ৷ তাদের কোমরে থাকা বিশেষ বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয়েছে প্রায় 2 কোটি টাকা মূল্যের সোনার বার ৷ বারগুলো বিদেশে থেকে পাচার করা হয়েছিল বলে অনুমান গোয়েন্দাদের ৷
ধৃতদের নাম শ্যাম শেওয়া ও বিকি শেওয়া ৷ তারা জয়গাঁর বাসিন্দা ৷ চম্পাসারি থেকে বাসে চেপে কলকাতা যাওয়ার পরিকল্পনা ছিল তাদের ৷ গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দারা ৷ সেখানে শ্যাম ও বিকিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তারপর তাদের কোমরের বেল্টের গোপন পকেট থেকে উদ্ধার হয় একাধিক সোনার বার ৷ যার আন্তর্জাতিক বাজারদর প্রায় 1 কোটি 95 লাখ টাকা ৷
আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনের আবেদন খারিজ করে দু'দিনের জেল হেপাজতের নির্দেশ দেন ৷ উল্লেখ্য, চলতি মাসেই শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে সোনা উদ্ধার করেছিলেন গোয়েন্দারা ৷ উদ্ধার হওয়া সেই সোনার আন্তর্জাতিক বাজারদর ছিল প্রায় 10 কোটি টাকা ৷