ETV Bharat / state

পাহাড়ে গ্লেনারিজ রেস্তোরাঁকে আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের

author img

By

Published : May 8, 2021, 5:10 PM IST

ব্রিটিশ আমলের গ্লেনারিজে স্থানীয়, রাজ্য বা ভিনরাজ্যের পর্যটকরা তো বটেই দূরদূরান্তের বিদেশের পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় । এবার এই গ্লেনারিজ রেস্তরাঁকে আইসোলেশন সেন্টার বানানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷

ব্রিটিশ আমলের রেস্তোরাঁ গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের
ব্রিটিশ আমলের রেস্তোরাঁ গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার বানানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের

দার্জিলিং, 8 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কয়েকদিনে দার্জিলিং জেলায় সংক্রমণের সংখ্যা এক ধাক্কায় বেড়ে প্রায় দু হাজার ছাড়িয়েছে । তাই পাহাড়বাসীকে রক্ষা করতে এবার পুরানো ব্রিটিশ আমলের ঐতিহাসিক 'গ্লেনারিজ'কে আইসোলেশন সেন্টার বানানোর সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর । সেই মতো সরকারের তরফে গ্লেনারিজ কর্তৃপক্ষকে আবেদন জানালে তা মেনে নেন তারা । সব ঠিক থাকলে বুধবার থেকে গ্লেনারিজে চালু হবে আইসোলেশন সেন্টার ।

তিনদিনে দার্জিলিং জেলায় করোনায় সংক্রমিত হয়েছেন 1 হাজার 953 জন । মৃত্যু হয়েছে 39 জন । শুধুমাত্র তিনদিনেই পাহাড়েই সংক্রমিত হয়েছেন 1 হাজার 123 জন । সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার বানানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। গ্লেনারিজ কর্তৃপক্ষ স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে আইসোলেশন সেন্টার বানানোর অনুমতি দিয়েছে ।

ব্রিটিশ আমলের গ্লেনারিজে স্থানীয়, রাজ্য বা ভিনরাজ্যের পর্যটকরা তো বটেই দূরদূরান্তের বিদেশের পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় । সংস্থার কর্ণধার অজয় এডওয়ার্ডস বলেন, "পাহাড়বাসীকে খাওয়া-দাওয়ার আগে চিকিৎসার মাধ্যমে বাঁচাতে হবে । আর তাই সরকার আমাকে অনুরোধ করতেই আমি রাজি হয়ে যাই । আপাতত রেস্তোরাঁ সকলের জন্য বন্ধ থাকবে । তবে বেকারি খোলা রাখা হবে । কিন্তু যদি দেখা যায় কেউ আসতে চাইছেন না, তাহলে বন্ধ করে দেওয়া হবে বেকারিও । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর থেকে পরিদর্শন করে গিয়েছে গ্লেনারিজ । তারা কয়েকটা জিনিস ঠিকঠাক করতে বলেছে । তা মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে । আর বুধবার থেকে এখানে আপাতত 20 বেডের আইসোলেশন সেন্টার খোলা হবে । পরবর্তীতে তা বাড়িয়ে 40 থেকে 45 বেড করা হবে ।"

আরও পড়ুন, হাসপাতালে ভর্তি করতে করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়: কেন্দ্র

ইতিমধ্যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন । সেখানে দু'বেলা চিকিৎসক রাউন্ডে যাবেন । এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন । পাহাড়ে এমনিতেই নার্সিংহোমের অভাব এবং পর্যাপ্ত বেড নেই । শিলিগুড়ির নার্সিংহোমগুলিতেও মিলছে না জায়গা । গ্লেনারিজকে আইসোলেশন করলে অক্সিজেনের ব্যবস্থা থাকবে । কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা থাকছে না ।

দার্জিলিং, 8 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কয়েকদিনে দার্জিলিং জেলায় সংক্রমণের সংখ্যা এক ধাক্কায় বেড়ে প্রায় দু হাজার ছাড়িয়েছে । তাই পাহাড়বাসীকে রক্ষা করতে এবার পুরানো ব্রিটিশ আমলের ঐতিহাসিক 'গ্লেনারিজ'কে আইসোলেশন সেন্টার বানানোর সিদ্ধান্ত নিল রাজ্যের স্বাস্থ্য দফতর । সেই মতো সরকারের তরফে গ্লেনারিজ কর্তৃপক্ষকে আবেদন জানালে তা মেনে নেন তারা । সব ঠিক থাকলে বুধবার থেকে গ্লেনারিজে চালু হবে আইসোলেশন সেন্টার ।

তিনদিনে দার্জিলিং জেলায় করোনায় সংক্রমিত হয়েছেন 1 হাজার 953 জন । মৃত্যু হয়েছে 39 জন । শুধুমাত্র তিনদিনেই পাহাড়েই সংক্রমিত হয়েছেন 1 হাজার 123 জন । সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে গ্লেনারিজকে আইসোলেশন সেন্টার বানানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। গ্লেনারিজ কর্তৃপক্ষ স্বাস্থ্য দফতরকে চিঠি দিয়ে আইসোলেশন সেন্টার বানানোর অনুমতি দিয়েছে ।

ব্রিটিশ আমলের গ্লেনারিজে স্থানীয়, রাজ্য বা ভিনরাজ্যের পর্যটকরা তো বটেই দূরদূরান্তের বিদেশের পর্যটকদের কাছেও ব্যাপক জনপ্রিয় । সংস্থার কর্ণধার অজয় এডওয়ার্ডস বলেন, "পাহাড়বাসীকে খাওয়া-দাওয়ার আগে চিকিৎসার মাধ্যমে বাঁচাতে হবে । আর তাই সরকার আমাকে অনুরোধ করতেই আমি রাজি হয়ে যাই । আপাতত রেস্তোরাঁ সকলের জন্য বন্ধ থাকবে । তবে বেকারি খোলা রাখা হবে । কিন্তু যদি দেখা যায় কেউ আসতে চাইছেন না, তাহলে বন্ধ করে দেওয়া হবে বেকারিও । ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর থেকে পরিদর্শন করে গিয়েছে গ্লেনারিজ । তারা কয়েকটা জিনিস ঠিকঠাক করতে বলেছে । তা মঙ্গলবারের মধ্যে হয়ে যাবে । আর বুধবার থেকে এখানে আপাতত 20 বেডের আইসোলেশন সেন্টার খোলা হবে । পরবর্তীতে তা বাড়িয়ে 40 থেকে 45 বেড করা হবে ।"

আরও পড়ুন, হাসপাতালে ভর্তি করতে করোনার পজিটিভ রিপোর্ট বাধ্যতামূলক নয়: কেন্দ্র

ইতিমধ্যে মুখ্য স্বাস্থ্য আধিকারিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন । সেখানে দু'বেলা চিকিৎসক রাউন্ডে যাবেন । এছাড়া নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন । পাহাড়ে এমনিতেই নার্সিংহোমের অভাব এবং পর্যাপ্ত বেড নেই । শিলিগুড়ির নার্সিংহোমগুলিতেও মিলছে না জায়গা । গ্লেনারিজকে আইসোলেশন করলে অক্সিজেনের ব্যবস্থা থাকবে । কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা থাকছে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.