দার্জিলিং, 9 মে : রাজনীতিতে তাঁরা একে অপরের প্রতিপক্ষ । তবে, এই কোরোনা পরিস্থিতিতে এই বিষয়গুলিকে আপাতত গুরুত্ব দিতে চান না তৃণমূলের জোটসঙ্গী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপা । তাই তো লকডাউনে এলাকায় না আসায় BJP সাংসদ রাজু বিস্তাকে নিয়ে পোস্টার পড়তেই তাঁর পাশে দাঁড়ালেন অনিথ থাপা । স্পষ্ট জানিয়ে দিলেন, এটা রাজনীতি করার সময় নয় ।
দার্জিলিঙের BJP সাংসদ রাজু বিস্তা । লকডাউন শুরু হওয়ার পর থেকে দেড় মাসে একবারও তাঁকে এলাকায় পা রাখতে দেখা যায়নি । তাই তাঁকে নিয়ে শিলিগুড়িতে কয়েক দিন আগে পোস্টার পড়ে । সেই পোস্টারে রাজু বিস্তাকে নিখোঁজ বলে উল্লেখ করা হয় । এই বিষয়েই রাজু বিস্তার পাশে দাঁড়ান অনিত থাপা । গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, "এখন রাজনীতি করার সময় নয় ।। কোরোনা বিশ্বজুড়ে ত্রাসের সৃষ্টি করেছে । এই মহামারী রুখতে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে । এখন লকডাউন চলছে । এই সময়ে কীভাবে সাংসদ দিল্লি থেকে দার্জিলিঙে ফিরবেন ? কোনওভাবে ফিরতে পারলেও এই অবস্থায় তিনি কত মানুষের সেবা করতে পারবেন ? তার থেকে দিল্লিতে বসেই দার্জিলিঙের বাসিন্দাদের মতো সাধ্যমতো কাজ করে চলেছেন তিনি ।"
BJP বিরোধী তৃণমূলের জোটসঙ্গী বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক অনিত থাপা । GTA-র চেয়ারম্যানও তিনি । তাই এই পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অবস্থানকে সরিয়ে রেখে সাংসদের পাশে দাঁড়িয়ে তিনি যে বার্তা দিয়েছেন তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল ।