ETV Bharat / state

নেই নমুনা পরীক্ষা কেন্দ্র, সই জাল করেই করোনা পরীক্ষা অসাধুদের - করোনা পরীক্ষা

করোনার পরীক্ষার নামে প্রতারণার অভিযোগ শিলিগুড়িতে ৷ শহরে সক্রিয় একদল অসাধু চক্র ৷ সংক্রমিতের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা না করেই ভুয়ো রিপোর্ট ধরিয়ে দেওয়ার অভিযোগ ৷ অন্যদিকে যে ল্যাবরেটরি সংক্রমিতকে রিপোর্ট দেয় আদতে সেই ল্যাবরেটরির কোনও অস্তিত্বই নেই ৷ সক্রিয় পুলিশ ও প্রশাসন ৷

শিলিগুড়িতে অসাধুদের জাল করোনা পরীক্ষা
শিলিগুড়িতে অসাধুদের জাল করোনা পরীক্ষা
author img

By

Published : Jun 18, 2021, 12:23 PM IST

শিলিগুড়ি, 18 জুন : করোনার পরীক্ষার নামে দুটি প্রতারণার অভিযোগ শিলিগুড়িতে, করোনা পরীক্ষার নামে শহরে সক্রিয় একদল অসাধু চক্র । আর তাতেই উদ্বিগ্ন পুলিশ ও প্রশাসন থেকে চিকিৎসক মহল ।

করোনা পরীক্ষার নামে বাড়ি থেকে সংক্রমিতের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা না করেই ভুয়ো রিপোর্ট ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অন্যদিকে, যে ল্যাবরেটরি সংক্রমিতকে রিপোর্ট দেয় আদতে সেই ল্যাবরেটরির কোনও অস্তিত্বই নেই। এখানেই শেষ নয় এছাড়াও বিভিন্ন রিপোর্টে ল্যাব টেকনিশিয়ান এবং চিকিৎসকের সই জাল করার মতোও অভিযোগ উঠেছে ।

এই দুই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন । এই ধরনের অসাধু কারবার বন্ধ করতে অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি কনসালটেন্ট অফ নর্থ বেঙ্গল দ্বারস্থ হয়েছে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। সমস্যা সমাধানে প্রশাসন ও ডায়াগনস্টিক ল্যাবরেটরির সংগঠনের তরফে যৌথভাবে দ্রুত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির মাধ্যমে নিরাপদ করোনা পরীক্ষার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে ।

ল্যাবের এজেন্টরা রোগীদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতে গেলে সেক্ষেত্রে গ্রাহকের ফোনে আসা ওটিপি প্রদান করতে হবে, সঠিক ওটিপি দিলে তবেই মিলবে পরিষেবা । পুলিশের সাথে সংগঠনের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন "যারা করোনার ভুয়ো রিপোর্ট রোগীদের সরবরাহ করছে তাদের ইতিমধ্যে চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কঠোর থেকে কঠোরতম শাস্তির আবেদন করা হয়েছে। আমরাও সর্বতোভাবে সাধারণ মানুষকে ওই বিষয়ে সচেতন করব।"

নেই নমুনা পরীক্ষা কেন্দ্র, সই জাল করেই করোনা পরীক্ষা অসাধুদের

অসাধু ব্যবসা বন্ধ করতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর অনুমোদিত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলির ডেটা ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় ওই অনুমোদিত ল্যাবগুলির ডেটা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের ওয়েবসাইটে দেওয়া থাকবে। পাশাপাশি একটি বা দুটি করে ফোন নম্বর নথিভূক্ত থাকবে। অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরিজ কনসালটেন্ট অফ নর্থ বেঙ্গলের সম্পাদক ডাক্তার কল্যাণ খাঁর তরফেও দেওয়া হয় বাড়তি সতর্কতা, তিনি জানান "যে কোনও ল্যাবের কর্মী বাড়িতে এলে তার পরিচয় পত্রটিকে সঠিক ভাবে যাচাই করে ল্যাবের ফোন নম্বরে ফোন করে কনফার্ম করুন।"


অন্যদিকে এই প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি কুনওয়ার ভূষণ সিং বলেন, "করোনা পরীক্ষা করাতে হলে আইসিএমআর অনুমোদিত ল্যাবরেটরি থেকে করানো উচিত । ল্যাবে নমুনা নেওয়া হলে তার একটি মেসেজ রেজিস্টার করা মোবাইল নম্বরে আসে। এছাড়াও পুলিশের তরফে শহরবাসীকে ভুয়ো ল্যাবের বিরুদ্ধে সচেতন করতে লাগাতার প্রচার অভিযান চালানো হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।"

শিলিগুড়ি, 18 জুন : করোনার পরীক্ষার নামে দুটি প্রতারণার অভিযোগ শিলিগুড়িতে, করোনা পরীক্ষার নামে শহরে সক্রিয় একদল অসাধু চক্র । আর তাতেই উদ্বিগ্ন পুলিশ ও প্রশাসন থেকে চিকিৎসক মহল ।

করোনা পরীক্ষার নামে বাড়ি থেকে সংক্রমিতের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষা না করেই ভুয়ো রিপোর্ট ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । অন্যদিকে, যে ল্যাবরেটরি সংক্রমিতকে রিপোর্ট দেয় আদতে সেই ল্যাবরেটরির কোনও অস্তিত্বই নেই। এখানেই শেষ নয় এছাড়াও বিভিন্ন রিপোর্টে ল্যাব টেকনিশিয়ান এবং চিকিৎসকের সই জাল করার মতোও অভিযোগ উঠেছে ।

এই দুই ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন । এই ধরনের অসাধু কারবার বন্ধ করতে অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি কনসালটেন্ট অফ নর্থ বেঙ্গল দ্বারস্থ হয়েছে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের। সমস্যা সমাধানে প্রশাসন ও ডায়াগনস্টিক ল্যাবরেটরির সংগঠনের তরফে যৌথভাবে দ্রুত ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপির মাধ্যমে নিরাপদ করোনা পরীক্ষার প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে ।

ল্যাবের এজেন্টরা রোগীদের বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করতে গেলে সেক্ষেত্রে গ্রাহকের ফোনে আসা ওটিপি প্রদান করতে হবে, সঠিক ওটিপি দিলে তবেই মিলবে পরিষেবা । পুলিশের সাথে সংগঠনের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন "যারা করোনার ভুয়ো রিপোর্ট রোগীদের সরবরাহ করছে তাদের ইতিমধ্যে চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কঠোর থেকে কঠোরতম শাস্তির আবেদন করা হয়েছে। আমরাও সর্বতোভাবে সাধারণ মানুষকে ওই বিষয়ে সচেতন করব।"

নেই নমুনা পরীক্ষা কেন্দ্র, সই জাল করেই করোনা পরীক্ষা অসাধুদের

অসাধু ব্যবসা বন্ধ করতে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর অনুমোদিত প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিগুলির ডেটা ব্যাঙ্ক তৈরি করা হচ্ছে। দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সহযোগিতায় ওই অনুমোদিত ল্যাবগুলির ডেটা স্বাস্থ্য বিভাগ ও পুলিশের ওয়েবসাইটে দেওয়া থাকবে। পাশাপাশি একটি বা দুটি করে ফোন নম্বর নথিভূক্ত থাকবে। অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরিজ কনসালটেন্ট অফ নর্থ বেঙ্গলের সম্পাদক ডাক্তার কল্যাণ খাঁর তরফেও দেওয়া হয় বাড়তি সতর্কতা, তিনি জানান "যে কোনও ল্যাবের কর্মী বাড়িতে এলে তার পরিচয় পত্রটিকে সঠিক ভাবে যাচাই করে ল্যাবের ফোন নম্বরে ফোন করে কনফার্ম করুন।"


অন্যদিকে এই প্রসঙ্গে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি কুনওয়ার ভূষণ সিং বলেন, "করোনা পরীক্ষা করাতে হলে আইসিএমআর অনুমোদিত ল্যাবরেটরি থেকে করানো উচিত । ল্যাবে নমুনা নেওয়া হলে তার একটি মেসেজ রেজিস্টার করা মোবাইল নম্বরে আসে। এছাড়াও পুলিশের তরফে শহরবাসীকে ভুয়ো ল্যাবের বিরুদ্ধে সচেতন করতে লাগাতার প্রচার অভিযান চালানো হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.