শিলিগুড়ি, 29 এপ্রিল : CPI(M) নেতা তথা শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যের ডাকে দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন প্রাক্তন তৃণমূল নেতা ও ফুটবলার বাইচুং ভুটিয়া । অশোক ভট্টাচার্যর সঙ্গে দুস্থদের মধ্যে বিলি করলেন খাদ্যসামগ্রী ।
অতীতে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন বাইচুং ভুটিয়া । কিন্তু নির্বাচনে হেরে যান । তারপর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে । পরে সিকিমে গিয়ে একটি পৃথক দল গড়েন । আজ ফের তাঁকে দেখা যায় শিলিগুড়িতে । তবে, তৃণমূলের কোনও কাজে তিনি আসেননি । মেয়র অশোক ভট্টাচার্যের ওয়ার্ডে ত্রাণ বিলি করতে আসেন বাইচুং । তারপর একসঙ্গে এলাকার দুস্থদের মধ্যে ত্রাণ বিলি করেন ।
অশোক ভট্টাচার্য বলেন, "বাইচুঙের সঙ্গে যোগাযোগ ছিলই । আজ শিলিগুড়িতে ওঁকে সঙ্গে নিয়েই নিজের ওয়ার্ডে ত্রাণ বিলি করলাম । বাইচুং নিজেই এগিয়ে এসে ত্রাণ দিয়েছেন । ওঁর মহানুভবতাকে স্বাগত জানাই ।"
বাইচুং বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়াতে চেয়েছি । তাই ত্রাণ নিয়ে এসেছি ।" একইসঙ্গে তিনি সকলকে লকডাউন মেনে চলারও অনুরোধ জানান । তবে, নিজের প্রাক্তন দল তৃণমূল ছেড়ে হঠাৎ বামেদের ত্রাণ শিবিরে কেন, সেবিষয়ে কোনও মন্তব্য করেননি বাইচুং ।